photo

Md. Ziaur Rahman (Politician)

Former Member of the Bangladesh Parliament
Date of Birth : 07 December, 1952 (Age 72)
Place of Birth : Chapai Nawabganj, Bangladesh
Profession : Politician
Nationality : Bangladeshi
জিয়াউর রহমান (Md. Ziaur Rahman) বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ ও ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২(গোমস্তাপুর -নাচোল-ভোলাহাট) আসনের সাবেক সংসদ সদস্য।

প্রাথমিক জীবন

জিয়াউর ১৯৫২ সালের ৭ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলাস্থ রহনপুর পৌরসভার শেখপাড়া এলাকার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রিয়াজউদ্দিন আহমেদ এবং মাতার নাম নূরজাহান বেগম। তার স্ত্রী কাশমেরী রহমান একজন গৃহিণী। জিয়াউরের মোট ৩ সন্তান,বড় মেয়ে নাম সানজিদা রহমান (জেমি) ফাহমিদা রহমান (জুলি) ছেলে নাম রাজীব আহমেদ জয়।

শিক্ষা জীবন

জিয়াউর ১৯৭০ সালে রহনপুর এ. বি. সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৭৩ সালে তিনি রহনপুর ইউসুফ আলী ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

রাজনৈতিক জীবন

২০০৯ সালের নবম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় জাতীয় সংসদ সদস্য থাকাকালীন সময় তিনি তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

২০২৩ সালের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে তিনি আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য মনোনীত হন।

তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার আওয়ামী লীগের সভাপতি মরহুম মাইনুদ্দিন মন্ডল মৃত্যু পরে চাঁপাইনবাবগঞ্জ জেলার আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত সভাপতি)হন।পরে আওয়ামী লীগের এক সমাবেশে সারা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সকল (ভারপ্রাপ্ত ) নেতাদের ভারমুক্ত ঘোষণা করলে তিনি র্পূণ সভাপতি নির্বাচিত হন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর -নাচোল-ভোলাহাট) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সভাপতি বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পাকিত স্থায়ী কমিটির।

৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।

Quotes

Total 0 Quotes
Quotes not found.