Md Bayazid Miah
Bangladeshi writer and Freelancer
Date of Birth | : | 09 September, 1997 (Age 27) |
Place of Birth | : | Rangpur, Bangladesh |
Profession | : | Freelancer, Poet, Writer |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
Twitter
Instagram
|
মোঃ বায়েজিদ মিয়া (Md Bayazid Miah), ছদ্মনাম : কে এম বায়েজিদ। বসন্তে জন্ম কবির, বসন্তে পুষ্প ফোটার সাথে সাথে কবিও জন্মেছেন মানব জগতে। ৯ সেপ্টেম্বর ১৯৯৭ খ্রিষ্টাব্দে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আমোদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ মাজেদ মিয়া যিনি পেশায় একজন মসজিদের ইমাম ও খতিব এবং মাতা মোছাঃ জমিলা বেগম। তিনি নিজ গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষালাভ করেন এবং পার্শ্ববর্তী উপজেলা মিঠাপুকুরের রতিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক শেষ করেন ও পরবর্তীতে আমোদপুর কলেজ থেকে ২০১৬ সালে ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করেন।পর্যায়ক্রমে তিনি বৈরাতী ডিগ্রী কলেজ থেকে বিএসএস পাস করে রংপুর কারমাইকেল কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর পাস করেন। তার ১ম যৌথ কাব্যগ্রন্থ ‘প্রভাতী কাব্য' কবি আশতাব হোসেন সম্পাদিত নব সাহিত্য প্রকাশনী হতে প্রকাশ হয়েছে ও ২য় যৌথ কাব্যগ্রন্থ ‘স্বপ্নিল হাতছানী' এবং ৩য় যৌথ কাব্যগ্রন্থ ‘স্বপ্নের ক্যানভাস' মাসুম পারভেজ সম্পাদিত নব সাহিত্য প্রকাশনী হতে প্রকাশ হয়েছে। এছাড়াও তার আরো একাধিক যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে যেমন: 'শ্রেষ্ঠ কবির পথে নব প্রার্থী' 'মায়াবতী' 'দীপ জ্বেলে যাই' 'রক্তাক্ত আগস্ট' 'কোনখানে রাখিব প্রণাম' 'কবিতায় কবিদল' 'স্বপ্নের ক্যানভাস' 'Hymn of global unity' ' নীল দিগন্তে তুমি' ইত্যাদি। পুরস্কার : বেশ কয়েকটি পাবলিকেশন্স এবং অন্যান্য সাহিত্য কেন্দ্র হতে একাধিক পুরস্কারও পেয়েছেন। বর্তমানে কবি লেখালেখির পাশাপাশি পেশাজীবনে ফ্রিল্যান্সার হিসেবে ফাইভার এবং আপওয়ার্কে কাজ করে আসছেন একজন দক্ষ লোকাল এসইও এক্সপার্ট হিসাবে।
Quotes
Total 47 Quotes
বিপদকালে নিজেকে রক্ষা করতে শেখো কারণ দুঃসময়ে শরীরে বহমান রক্তকনিকাও দূরে সরে যায়।
বেলাশেষে বেশ্যার বিছানায় যার স্থান হয় সমাজে সেই বেশি সাধুতা সাজে।
কষ্টের মাঝে কখনো উদাসীন হয়েও না। কারণ কষ্টকালটাই মানুষের শ্রেষ্ট শিক্ষাকাল ।
কাজকে ভয় না করে বরং তাকে ভালবাসো দেখবে তুমি এমনিতেই সফলকাম হয়েছো।
তুমি ন্যায়ের সঙ্গে থেকো মানুষজন তোমায় সম্মান করবে।
ভালো কিছু করতে গেলে আহামরি কোনকিছু করার দরকার হয়না শুধু একটু সৎ মন মানসিকতা থাকলেই হয়।
প্রতি ফোঁটা অশ্রুর শরীরে এক একটা কারণ লুকিয়ে থাকে।
সত্যের তিক্ততা এবং মিথ্যের মিষ্টতা বেশি
অভিমান মানুষকে পেছনে ফেলে রাখে।
আবেগপ্রবণ ব্যক্তির কষ্ট বেশি