
Mahjabin Khaled
Member of the Parliament of Bangladesh
Date of Birth | : | 16 December, 1966 (Age 58) |
Place of Birth | : | Dhaka, Bangladesh |
Profession | : | Bangladeshi Politician |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
Twitter
|
মাহজাবিন খালেদ (Mahjabin Khaled) হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-১৮ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে প্রথমাবস্থায় নির্বাচিত অপর ৪৭ জন সদস্যের সাথে ২০১৪ সালের ১৯ মার্চ “সংসদ সদস্য” পদে নির্বাচিত হন।
জন্ম ও পারিবারিক পরিচিতি
মাহজাবিন খালেদ ১৬ ডিসেম্বর ১৯৬৬ ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ ছিলেন মুক্তিবাহিনীর ২ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এবং 'কে ফোর্স'-এর সর্বাধিনায়ক। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। তার কাকা রাশেদ মোশাররফ সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ছিলেন।
শিক্ষাজীবন
মাহজাবিন খালেদ হলিক্রস স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস করেন। তিনি লরেটো কলেজ, দার্জিলিংয়ে পড়ালেখা করেন। পরবর্তীতে বিএ (অনার্স) করেন।
রাজনৈতিক জীবন
বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হিসেবে মাহজাবিন খালেদ এখন একজন সংসদ সদস্য। তিনি বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধের প্রসঙ্গে বৈশ্বিক সচেতনতা বাড়াতেও কাজ করছেন মাহজাবিন। জাতিসংঘের সাধারণ পষিদের অধিবেশনে বাংলাদেশি ডেলিগেটদের অংশ হিসেবে চাইল্ড রাইটস ককাস ও জলবায়ু সংসদে ভূমিকা রেখেছেন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.