photo

Mahabub Ara Begum Gini

Former Member of the Bangladesh Parliament
Date of Birth : 01 August, 1961 (Age 63)
Place of Birth : Gaibandha District, Bangladesh
Profession : Politician
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook

মাহাবুব আরা বেগম গিনি (Mahabub Ara Begum Gini) একাদশ জাতীয় সংসদে আবারও হুইপ নির্বাচিত হয়েছে গাইবান্ধা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি এর আগে দশম সংসদেও হুইপের দায়িত্ব পালন করেন। তাকেসহ মোট ছয়জনকে হুইপ নিয়োগ করা হয়েছে।

সরকারি দলের চিফ হুইপের দায়িত্ব পেয়েছেন নূর-ই-আলম চৌধুরী লিটন। মন্ত্রীর পদমর্যাদায় প্রধান হুইপের দায়িত্ব পাওয়া লিটন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য।

এ ছাড়া বাকী পাঁচজন হুইপ হলেন শেরপুরের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, দিনাজপুরের ইকবালুর রহিম, খুলনার পঞ্চানন বিশ্বাস, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও চট্টগ্রামের শামসুল হক চৌধুরী।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার চিফ হুইপ ও হুইপদের নিয়োগ অনুমোদন করেন। আজ বুধবার একাদশ সংসদ অধিবেশন শুরুর আগে তিনি এ নিয়োগের অনুমোদন দিলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংসদের রীতি অনুযায়ী, রাষ্ট্রপতির অনুমোদনের পর সংসদ সচিবালয় এখন চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি করবে।

নবম সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে আসেন মাহাবুব আরা বেগম গিনি।  ওই সংসদে যুব ও  ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি।

১৯৬১ সালে গাইবান্ধায় জন্ম নেয়া গিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে বিএসএস ও এমএসএস অর্জন করেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.