photo

Madhumita Sarcar

Indian actress
Date of Birth : 26 October, 1994 (Age 31)
Place of Birth : Kolkata, India
Profession : Actress
Nationality : Indian
Social Profiles :
Facebook
Twitter
Instagram
মধুমিতা সরকার (Madhumita Sarcar) একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। তিনি বোঝেনা সে বোঝেনা টেলিভিশন ধারাবাহিককে পাখি ঘোষ এবং কুসুম দোলায় ডক্টর ইমন মুখার্জির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তার বাণিজ্যিক ও সমালোচকদের সফল সিনেমা চিনি ২ (২০২৩) ও সূর্য (২০২৪)।

কর্মজীবন

তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে অনার্স করেন। তিনি মূলত বোঝেনা সে বোঝেনা টেলিভিশন ধারাবাহিকের পাখি, কেয়ার করি নার "জুনি" ও কুসুম দোলার "ইমন" চরিত্রের জন্য পরিচিতি। এছাড়া তিনি মডেলিং ও করেছেন।

ব্যক্তিজীবন

২০১৫ সালের জুলাইয়ে তিনি পরিচালক, প্রযোজক ও অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন। ২০১৯ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

পুরস্কার

স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস ও টেলিসম্মান পুরস্কার পেয়েছেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.