photo

MA Wadud

Bangladeshi language activist and politician
Date of Birth : 01 August, 1925
Date of Death : 28 August, 1983 (Aged 58)
Place of Birth : Chandpur District
Profession : Politician
Nationality : Bangladeshi

এম এ ওয়াদুদ (MA Wadud) একজন বাংলাদেশী ভাষা কর্মী এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি ছিলেন আওয়ামী মুসলিম লীগের (পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ) প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। ১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলনে জড়িত থাকার জন্য তিনি ২০১৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। তিনি বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী দীপু মনির পিতা ছিলেন।

প্রাথমিক জীবন

মোহাম্মদ আব্দুল ওদুদ ১৯২৫ সালের ১ আগস্ট বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) ত্রিপুরা জেলার চাঁদপুরের রাড়ির চর গ্রামে এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন

ওয়াদুদ ১৯৪৮ সালে গণতান্ত্রিক যুবলীগ, ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান মুসলিম লীগ, ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, ১৯৪৯ সালে সাপ্তাহিক ইত্তেফাক, ১৯৫৩ সালে দৈনিক ইত্তেফাক এবং ১৯৫৬ সালে কেন্দ্রীয় কচি কাছার মেলার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

ওয়াদুদ ১৯৪৮ ও ১৯৫২ সালে ভাষা আন্দোলনে জড়িত থাকার জন্য এবং ১৯৭৮ সালে আবার সামরিক সরকারের মন্ত্রীর দায়িত্ব প্রত্যাখ্যান করার জন্য কারাবরণ করেন।

১৯৫৩ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত তিনি ছাত্র রাজনৈতিক সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.