photo

MA Malek (journalist)

Bangladeshi Journalist
Date of Birth : 29 November, 1940 (Age 84)
Place of Birth : Chattogram, Bangladesh
Profession : Journalist
Nationality : Bangladeshi
এম এ মালেক (MA Malek) (জন্ম: ২৯ নভেম্বর ১৯৪০) বাংলাদেশের সাংবাদিক যিনি বর্তমানে স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক আজাদী পত্রিকার প্রকাশক ও সম্পাদক। সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২২ সালে সাংবাদিকতায় একুশে পদক প্রদান করে। তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ছিলেন।

কর্মজীবন
এম এ মালেক ৫ সেপ্টেম্বর ১৯৬০ সাল থেকে দৈনিক আজাদী প্রকাশের সময় হতে সাংবাদিকতা করেন। ২০০৩ সালে থেকে তিনি দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক। তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, চট্টগ্রাম সংবাদপত্র পরিষদ, চিটাগাং এডিটরস কাউন্সিল, চট্টগ্রাম ক্লাব ও চট্টগ্রাম সিনিয়র্স ক্লাবের সভাপতি।

সম্মাননা
  • একুশে পদক (২০২২)

Quotes

Total 0 Quotes
Quotes not found.