photo

Khwaja Abdul Ghani

Nawab of Dhaka
Date of Birth : 30 July, 1813
Date of Death : 24 August, 1896 (Aged 83)
Place of Birth : Begum Bazaar, Bangladesh
Profession : Nawab, Nawab Of Dhaka
Nationality : Bangladeshi

নবাব খাজা আবদুল গনি (Khwaja Abdul Ghani) ঢাকার বড় জমিদারদের মধ্যে অন্যতম। তিনি উনিশ শতকের শেষার্ধে পূর্ববঙ্গের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। ঢাকার জমিদার নবাব খাজা আহসানউল্লাহ্‌ ছিলেন তার পুত্র এবং নবাব সলিমুল্লাহ ছিলেন তার নাতি।

আব্দুল গণির মেধা ও বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে তাঁর পিতা ১৮৪৬ সালে ওয়াকফনামা করে তাঁকে নিজের ও খাজা পরিবারের অন্যান্যদের সমুদয় সম্পত্তির মুতাওয়াল্লি নিযুক্ত করেন। পরিবারের অন্যদেরকে অংশমতো ভাতা দানের ব্যবস্থা করা হয়। আব্দুল গণি পিতার ধন-সম্পদ ও জমিদারি আরও বৃদ্ধি করেন। তিনি ছিলেন উনিশ শতকের দ্বিতীয়ার্ধে পূর্ববাংলার একজন অত্যন্ত ধনী, প্রভাবশালী ও সম্মানিত জমিদার।

Quotes

Total 0 Quotes
Quotes not found.