
khaled muhiuddin
Bangladeshi journalist
Date of Birth | : | 16 September, 1974 (Age 50) |
Place of Birth | : | Dhaka, Bangladesh |
Profession | : | Bangladeshi Journalist |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
Twitter
|
খালেদ মুহিউদ্দীন (Khaled Muhiuddin) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম DW-এর একজন বাংলাদেশী সাংবাদিক, লেখক, বাংলাদেশ সরকারের সাবেক সহকারী কমিশনার, বিশ্বব্যাংকের উপদেষ্টা এবং ম্যাজিস্ট্রেট। তিনি আজকার বাংলাদেশের স্বাধীন স্যাটেলাইট চ্যানেল ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জনপ্রিয় টক শো-এর উপস্থাপক হিসেবেও পরিচিত, যেটি তিনি আগে হোস্ট করতেন। খালেদ বর্তমানে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক মিডিয়া ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন৷
জীবনের প্রথমার্ধ
খালেদ ১৯৭৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। তিনি IFIC ব্যাংকের কর্মকর্তা ফারহানা শাওনকে ২ ফেব্রুয়ারি ২০০১ সালে বিয়ে করেন। বাংলাদেশের মিডিয়াতে কাজ করার সময়, তিনি তার স্ত্রী ফারহানা শাওন এবং তার মেয়ের সাথে ঢাকার মিরপুরে কিছুকাল বসবাস করেন।
শিক্ষা
খালেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক করেছেন। তিনি এই বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষকও ছিলেন। তিনি 2003-2004 সালে যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টার ইউনিভার্সিটি থেকে এমএ ডিগ্রি লাভ করেন।
কর্মজীবন
সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু হলেও খালেদ কয়েক মাস বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ম্যাজিস্ট্রেট পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি দৈনিক প্রথম আলোর নগর পাতার সম্পাদক এবং পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে আইনি আদালত, খনিজ সম্পদ নিয়ে প্রতিবেদন করেছেন। তিনি ঢাকাই থাকীর পরিকল্পনা ও সম্পাদনায়ও নিয়োজিত ছিলেন। কিছুদিন তিনি অনলাইন সংবাদপত্র ও বেসরকারি সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ ভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ৭ বছর নির্বাহী প্রযোজক ছিলেন। একই চ্যানেল থেকে আজকের টক শো আজকের বাংলাদেশের উপস্থাপনা করা হবে। 2006 সালে, এডওয়ার্ড এবং মুরো বাংলাদেশের সাংবাদিক হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ফলো-আপ হিসাবে ইন্টারন্যাশনাল ভিজিটার লিডারশিপ প্রোগ্রামে যোগদান করেন। তিনি 2008 থেকে 2009 সাল পর্যন্ত বিশ্বব্যাংকের পরামর্শক ছিলেন।
প্রকাশিত বই
খালেদ মুহিউদ্দিনের প্রকাশিত বইয়ের সংখ্যা ৯টি। এর মধ্যে রয়েছে প্রফেসর এএসএম আসাদুজ্জামানের সাথে যৌথভাবে লেখা যোগাযোগের ধারণা এবং যোগাযোগ তত্ত্ব নামে দুটি বই যা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঠ্যবই হিসেবে পড়ানো হয়। প্রকাশিত বইগুলো হল
যোগাযোগ ধারণা
যোগাযোগ তত্ত্ব
আমার কিছু
একটি সহস্রাব্দ আগের গল্প
আমিনুল্লাহ'র একদিন
1419 - গল্পের বই
মানুষের দুর্বলতা
ভ্রমণকাহিনী 'তীর্থের মুহূর্ত'
কন্ট্রোল সি কন্ট্রোল ভি
Quotes
Total 0 Quotes
Quotes not found.