-6509e12cab354.jpg)
Kalidas Karmakar
Artist
Date of Birth | : | 10 January, 1946 |
Date of Death | : | 18 October, 2019 (Aged 73) |
Place of Birth | : | Faridpur, Bangladesh |
Profession | : | Artist |
Nationality | : | Bangladeshi |
কালিদাস কর্মকার (Kalidas Karmakar) বাংলাদেশের একজন প্রথিতযশা চিত্রশিল্পী যিনি নিরীক্ষাধর্মীতার জন্য বিখ্যাত। ১৯৪৬ খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের অন্তর্গত ফরিদপুরে তাঁর জন্ম হয়। শৈশবেই তিনি আঁকতে শুরু করেন। স্কুল জীবন শেষে ঢাকা ইনস্টিটিউট অব আর্টস থেকে তিনি ১৯৬৩-৬৪ খ্রিস্টাব্দে চিত্রকলায় আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন। পরবর্তীকালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট থেকে ১৯৬৯ খ্রিস্টাব্দে প্রথম বিভাগে প্রথম স্থান নিয়ে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ইয়োরোপীয় আধুনিকতার ঘরানার শিল্পী। ৭৩ বৎসর বয়সে ২০১৯’র ১৮ অক্টোবর ঢাকায় নিজ বাসগৃহে তাঁর মৃত্যু হয়।
Quotes
Total 0 Quotes
Quotes not found.