Kabir Bakul Date Of Birth

photo
Bangladeshi lyricist and journalist
Date of Birth : 21 Nov, 1996
Place of Birth : Chandpur District
Profession : Bangladeshi Lyricist And Journalist
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
কবির বকুল (জন্ম: ২১ নভেম্বর, ১৯৬৬) বাংলাদেশের একজন গীতিকার। এছাড়া তিনি সাংবাদিক হিসেবেও কাজ করছেন। সেরা গীতিকার হিসেবে তিনি ২০০৮  ২০০৯ , ২০১০  ২০১৩ , ২০১৮ ও ২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

জন্ম ও শিক্ষাজীবন
কবির বকুল ১৯৬৬ সালের ২১ নভেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নী। তাদের দুই মেয়ে প্রেরণা, প্রতীক্ষা ও ছেলে প্রচ্ছদ।

কর্মজীবন
কবির বকুল ১৯৯৩ সালে দৈনিক ভোরের কাগজে যোগ দেন। পরবর্তীতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রথম আলোতে কর্মরত ছিলেন। মাছরাঙ্গা টেলিভিশনের হেড অব ইভেন্ট অ্যান্ড প্ল্যানিং হিসেবে কর্মরত ছিলেন ২০১১ জুলাই থেকে ২০১৫ সালের ৩ এপ্রিল পর্যন্ত। ২০১৫ সালের ১ জুন থেকে তিনি তার পু​রনো কর্মস্থল দৈনিক প্রথম অালোতে আবার যোগ দিয়েছেন । তিনি ১৯৯৪ সালে অগ্নি সন্তান চলচ্চিত্রে প্রথম গান লেখেন। এ গানের জন্য বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির পুরস্কার শ্রেষ্ঠ গীতিকারের মনোনয়ন পেয়েছিলেন।  

সংগীত
কবির বকুল ১৯৮৬ সাল থেকে কবিতা, গান লেখালেখির সাথে জড়িত। ১৯৮৮ সালে তিনি প্রথম ১৩টি গান লিখে শিল্পী তপন চৌধুরীকে দেন। সেখান থেকে দুটি গান দুটি অ্যালবামে আসে। প্রথম গান ছিল 'কাল সারা রাত তোমারই কাকন যেন মনে মনে রিনিঝিনি বেজেছে' যার গায়ক ছিলেন শিল্পী আইয়ুব বাচ্চু। দ্বিতীয় গানটি ছিলো 'পথে যেতে যেতে খুঁজেছি তোমায়' যার গায়ক ছিলেন শিল্পী নাসিম আলী খান। এখন পর্যন্ত তিনি ৮ শতাধিক ছায়াছবির গান লিখেছেন এবং সবমিলিয়ে প্রায় পাঁচ হাজারের বেশি গান লিখেছেন।  

Kabir Bakul Quotes

Total 0 Quotes
Quotes not found.
About Caption

By Bangla Caption LTD. | Join Facebook | Source: Text content from Wikipedia licensed under CC BY-SA | The Individual Information of each person is licensed under CC BY-SA | Please visit the person's details page to view the image source and license.

© 2023 - Caption.com.bd. All Rights Reserved.