photo

Kabila

Bangladeshi Film Actor
Date of Birth : 01 January, 1955 (Age 70)
Place of Birth : Barisal, Bangladesh
Profession : Actor
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
নজরুল ইসলাম শামীম (Kabila) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। চলচ্চিত্রে কৌতুক এবং খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য সমাদৃত। তিনি অন্ধকার (২০০৩) চলচ্চিত্রে জন্য শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

প্রাথমিক জীবন

কাবিলার একটি অন্যতম পরিচয় তিনি একজন জাতীয় বক্সার, খেলেছেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের হয়ে। ছোটবেলা থেকেই তিনি ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। আরামবাগ স্পোর্টিং ক্লাবে ফুটবল খেলেছেন একটা সময়। ফুটবলার হিসেবে স্বীকৃতি না পেলেও অভিনয়ে তিনি জাতীয় স্বীকৃতি লাভ করেন।

কর্মজীবন

কাবিলা ১৯৮৮ সালে যন্ত্রণা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। প্রথম দিকে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করলেও পরবর্তীকালে কৌতুকাভিনেতা হিসেবে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেন। তিনি প্রায় সাতশো চলচ্চিত্রে অভিনয় করেছেন।

পুরস্কার

তিনি অন্ধকার (২০০৩) চলচ্চিত্রে জন্য শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং ২০১৩ সালে ভালোবাসা আজকাল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.