photo

Hafiz Rashid Khan

Bangladeshi poet and author
Date of Birth : 23 June, 1961 (Age 63)
Place of Birth : Chattogram, Bangladesh
Profession : Author, Journalist, Poet
Nationality : Bangladeshi
হাফিজ রশিদ খান (Hafiz Rashid Khan) একজন বাংলাদেশী কবি, লেখক, সম্পাদক, সাংবাদিক এবং আদিবাসী গবেষক। তিনি নয়াউপনিবেশবাদ এবং আদিবাসী গবেষণার জন্য পরিচিত। ২০২১ সাল নাগাদ তার সাতাশটি প্রকাশিত গ্রন্থ রয়েছে। তার প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ রাতে আমার পেখম মেলে ২০২০ সালে প্রকাশিত হয়।

একুশ বছর বয়সে ১৯৮২ সালে তার প্রথম কবিতা চট্টগ্রাম থেকে প্রকাশিত হয়। ২০২০ সালে রাতে আমার পেখম মেলে শিরোনামে তার সর্বশেষ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। ২০১৬ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক বাংলা প্রবন্ধসাহিত্যে অবদানের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক একুশে সাহিত্য পুরস্কার সহ একাধিক পুরস্কার লাভ করেন। এছাড়াও পুষ্পকরথ সাহিত্য কাগজ সম্পাদনার জন্য তিনি কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র কর্তৃক লিটল ম্যাগাজিন পুরস্কার পান।

জীবনী
২০১৬ সালে বাংলা উইকিপিডিয়া'র অনুষ্ঠানে হাফিজ (মাঝে), সঙ্গে কবি ও দার্শনিক সবুজ তাপস এবং কূটনীতিক মুহাম্মদ নুরুল ইসলাম
হাফিজ রশিদ খান ১৯৬১ সালের ২৩ জুন বাংলাদেশর (তৎকালীন পূর্ব পাকিস্তান) চট্টগ্রাম জেলার বাঁশখালীতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। চট্টগ্রাম শহরের সুলকবাহার এলাকায় তিনি বেড়ে ওঠেন। হাফিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় কর্মরত আছেন।

সাহিত্যকর্ম
আশির দশকে হাফিজের লেখালেখির শুরু। ১৯৮২ সালের সেপ্টেম্বরে তার প্রথম কাব্য জোসনা কেমন ফুটেছে প্রকাশিত হয়। ১৯৮৩ সালে সুন্দরের দূর্গ নামে একটি চটিকাব্য প্রকাশিত হয়। একই বছর চোরাগুপ্তা ডুবোপাহাড় শিরোনামে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। পরবর্তী বছর ১৯৮৪ সালের জানুয়ারিতে তিনি বিধ্বস্ত ক্যম্পাস শিরোনামে প্রেমের কবিতার ভাজপত্র প্রকাশ করেন। একই বছর প্রকাশিত হয় ফুলবাড়িয়ার নিহত পলাশগুলি। ১৯৮৫ সালে প্রকাশিত হয় দীর্ঘকবিতা সংকলন শোণিত প্রপাত।

লেখালেখির শুরুর দিকে তিনি কয়েকটি সাহিত্য পত্রিকা সম্পাদনায় যুক্ত ছিলেন। আশির দশকে সম্পাদনা করেছেন রেনেসাঁস, ধানের শীষে গান, বৃষ্টি ইত্যাদি পত্রিকা। ১৯৯১ সাল থেকে সমুজ্জল সবাতাস এবং ১৯৯৩ সাল থেকে পুস্পকরথ সম্পাদনা করছেন। কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র থেকে পুষ্পকরথ সাহিত্য পত্রিকার জন্য তিনি লিটল ম্যাগাজিন পুরস্কার লাভ করেন।

ব্যক্তিগত জীবন
হাফিজ ১৯৯৫ সালে মিলাতুন্নেসা খানমকে বিয়ে করেন। তাদের দুই কন্যা নাইসা হাফিজ খান ঐচ্ছিক ও রাইসা হাফিজ খান ঐহিক।

Quotes

Total 0 Quotes
Quotes not found.