
Ghulam Murshid
Bangladeshi writer and scholar
Date of Birth | : | 08 April, 1940 |
Date of Death | : | 22 August, 2024 (Aged 84) |
Place of Birth | : | Barisal, Bangladesh |
Profession | : | Bangladeshi Writer |
Nationality | : | Bangladeshi |
গোলাম মুরশিদ (Ghulam Murshid) লন্ডন-প্রবাসী একজন বাংলাদেশী লেখক, গবেষক, সংবাদ-উপস্থাপক এবং আভিধানিক। গোলাম মুরশিদ এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপক এবং ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)-এর সংবাদ-পাঠক এবং উপস্থাপক হিসেবে কাজ করতেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়-এ শিক্ষকতা ও গবেষণায় জড়িত ছিলেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ অরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজের একজন গবেষণা-সহযোগী ছিলেন। ভয়েস অব আমেরিকাতে তিনি প্রায়শই কণ্ঠ দিতেন। ২০২১ সালে তিনি ভাষা ও সাহিত্য বিভাগে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন।
জন্ম ও কর্মজীবন
১৯৪০ সালের ০৮ এপ্রিল বরিশালের {উজিরপুর উপজেলার} ধামুরা গ্রামে গোলাম মুরশিদ জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেছেন। তার প্রথম কর্মজীবন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রায় দু দশক তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ১৯৮৪ সালের জানুয়ারি থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি লন্ডনের বিবিসি বাংলা বিভাগে কাজ করেছেন। এ ছাড়া, ১৯৯১ সাল থেকে লন্ডনে একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে অবসর জীবনে প্রধানত লন্ডনেই বাস করেন।
প্রকাশিত গ্রন্থ
মুরশিদ বাংলার সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি ও সমাজ নিয়ে বেশ কিছু সুপরিচিত গ্রন্থ রচনা করেছেন। নারী অধ্যয়ন, বাংলা ভাষা ও সাহিত্য, এবং বাংলার সামাজিক-সাংস্কৃতিক ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে তিনি ৩০টিরও বেশি বই ও অসংখ্য প্রবন্ধ প্রকাশ করেছেন।
বিতর্কিত
‘নজরুল ইসলাম : একটি আদর্শ জীবনীর খোঁজে’ শিরোনামের একক বক্তৃতায় ড. গোলাম মুরশিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাঁর মহীয়সী মা জাহেদা খাতুন ও স্ত্রী প্রমীলা নজরুল ইসলামের চরিত্র হনন করে ভিত্তিহীন, আপত্তিকর, কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন। তিনি কবি নজরুল ইসলামের আত্মজীবনী 'বিদ্রোহী রণ-ক্লান্ত' নামে একটি বই লেখেন। এই বইটিতে তিনি নজরুলের সম্পর্কে বিভ্রান্তিকর, মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য উপস্থাপন করেন বলে অনেক সমালোচক মনে করেন। সলিমুল্লাহ খান ও আরও অনেক লেখকের মতে গোলাম মুরশিদ বাংলা সাহিত্যের জন্য ভয়ংকর ও বিপদজনক। সঠিক তথ্য হল, সলিমুল্লাহ খান সাম্প্রদায়িক উম্মাহর দৃষ্টিকোণ থেকে বলেছেন বলে প্রতীয়মান হয়। উনি গবেষকের দৃষ্টিতে বললে ভুল বলেছেন। কেননা, কবি নজরুল কুমিল্লার গিরিবালা দেবীর কন্যা আশালতা সেনগুপ্ত প্রকাশ দোলন বা দুলি-কে বিয়ে করেন ১৯২৪ খ্রিস্টাব্দের মে মাসে। আর নজরুলের প্রথম পুত্র কৃষ্ণ মুহম্মদ (আজাদ কামাল)-এর জন্ম হয় ১৯২৪ খ্রিস্টাব্দের ১৮ আগস্ট। তবে যে বাচ্চার জন্ম মাত্র চারমাসে, তা নিয়ে সঠিক তথ্য দেয়া একজন গবেষকের মূলকাজ। এই একটা কারণেই নজরুল আশালতাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। তাই বরং ড. গোলাম মুরশিদই সঠিক তথ্য উপস্থাপন করেছেন এবং সলিমুল্লাহ খান মিথ্যা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন।
প্রবন্ধ-গবেষণা
- আশার ছলনে ভুলি (১৯৯৫)
- কালান্তরে বাংলা গদ্য (১৯৯২)
- রাসসুন্দরী থেকে রোকেয়া: নারীপ্রগতির একশো বছর (১৯৯৩)
- সংকোচের বিহ্বলতা (১৯৮৫)
- সমাজ সংস্কার আন্দোলন ও বাংলা নাটক (১৯৮৫)
- বাংলা মুদ্রণ ও প্রকাশনার আদিপর্ব (১৯৮৬)
- রেলাকট্যান্ট ডেবুট্যান্ট: রেসপন্স অফ বেঙ্গলি ওমেন মডার্নাইজেশনঅনিচ্ছুক অভিষেক: বাঙালি নারী আধুনিকীকরণের প্রতিক্রিয়া (১৯৮৩)
- রবীন্দ্রবিশ্বে পূর্ববঙ্গ পূর্ববঙ্গে রবীন্দ্রচর্চা (১৯৮১)
- স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক পটভূমি (১৯৭১)
- হাজার বছরের বাঙালি সংস্কৃতি
- দ্য হার্ট অফ এ রেবেল পয়েট: লাইফ এন্ড লেটারস অফ মাইকেল মধুসূদন দত্ত একজন বিদ্রোহী কবির হৃদয়: মাইকেল মধুসূদন দত্তের জীবন ও চিঠি
- বিলেতে বাঙালির ইতিহাস
- রেনেসন্স বাংলার রেনেসন্স
- হিন্দু সমাজ সংস্কার আন্দোলন ও বাংলা নাটক (২০১২)
- উজান স্রোতে বাংলাদেশ (২০০৩)
- মুক্তিযুদ্ধ ও তারপর: একটি নির্দলীয় ইতিহাস (২০১০)
- যখন পলাতক: মুক্তিযুদ্ধের দিনগুলি (১৯৯৩)
প্রকাশিত গ্রন্থ
মুরশিদ বাংলার সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি ও সমাজ নিয়ে বেশ কিছু সুপরিচিত গ্রন্থ রচনা করেছেন। নারী অধ্যয়ন, বাংলা ভাষা ও সাহিত্য, এবং বাংলার সামাজিক-সাংস্কৃতিক ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে তিনি ৩০টিরও বেশি বই ও অসংখ্য প্রবন্ধ প্রকাশ করেছেন।
বিতর্কিত
‘নজরুল ইসলাম : একটি আদর্শ জীবনীর খোঁজে’ শিরোনামের একক বক্তৃতায় ড. গোলাম মুরশিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাঁর মহীয়সী মা জাহেদা খাতুন ও স্ত্রী প্রমীলা নজরুল ইসলামের চরিত্র হনন করে ভিত্তিহীন, আপত্তিকর, কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন। তিনি কবি নজরুল ইসলামের আত্মজীবনী 'বিদ্রোহী রণ-ক্লান্ত' নামে একটি বই লেখেন। এই বইটিতে তিনি নজরুলের সম্পর্কে বিভ্রান্তিকর, মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য উপস্থাপন করেন বলে অনেক সমালোচক মনে করেন। সলিমুল্লাহ খান ও আরও অনেক লেখকের মতে গোলাম মুরশিদ বাংলা সাহিত্যের জন্য ভয়ংকর ও বিপদজনক। সঠিক তথ্য হল, সলিমুল্লাহ খান সাম্প্রদায়িক উম্মাহর দৃষ্টিকোণ থেকে বলেছেন বলে প্রতীয়মান হয়। উনি গবেষকের দৃষ্টিতে বললে ভুল বলেছেন। কেননা, কবি নজরুল কুমিল্লার গিরিবালা দেবীর কন্যা আশালতা সেনগুপ্ত প্রকাশ দোলন বা দুলি-কে বিয়ে করেন ১৯২৪ খ্রিস্টাব্দের মে মাসে। আর নজরুলের প্রথম পুত্র কৃষ্ণ মুহম্মদ (আজাদ কামাল)-এর জন্ম হয় ১৯২৪ খ্রিস্টাব্দের ১৮ আগস্ট। তবে যে বাচ্চার জন্ম মাত্র চারমাসে, তা নিয়ে সঠিক তথ্য দেয়া একজন গবেষকের মূলকাজ। এই একটা কারণেই নজরুল আশালতাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। তাই বরং ড. গোলাম মুরশিদই সঠিক তথ্য উপস্থাপন করেছেন এবং সলিমুল্লাহ খান মিথ্যা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.