photo

Dilip Roy

Indian film actor and director
Date of Birth : 17 December, 1931
Date of Death : 02 September, 2010 (Aged 78)
Place of Birth : Chittagong, Bengal Presidency, British India
Profession : Actor
Nationality : Indian

দিলীপ রায় (Dilip Roy) একজন ভারতীয় বাঙালী চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক। তিনি বাংলা চলচ্চিত্রে কাজ করেন। তাঁর জন্ম বাংলাদেশের চট্টগ্রামে।

মৃত্যু

দিলীপ রায় ২০১০ সালের ২ সেপ্টেম্বর ক্যান্সারের কারণে ৭৮ বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন।

চলচ্চিত্র

অভিনেতা হিসেবে

  • অটোগ্রাফ (২০১০)
  • মন মানে না (২০০৮)
  • এক মুঠো ছবি (২০০৫)
  • শুভদৃষ্টি (২০০৫)
  • মনের মানুষ (১৯৯৭)
  • হিমঘর (১৯৯৬)
  • সংঘর্ষ (১৯৯৫)
  • ফিরিয়ে দাও (১৯৯৪)
  • নটী বিনোদিনী (১৯৯৪)
  • আব্বাজান (১৯৯৪)
  • রক্তের স্বাদ (১৯৯৩)
  • তোমার রক্তে আমার সোহাগ (১৯৯৩)
  • মায়া মমতা (১৯৯৩)
  • শ্বেত পাথরের থালা (১৯৯২)
  • ইন্দ্রজিৎ (১৯৯২)
  • অভাগিনী (১৯৯১)
  • কাগজের নৌকা (১৯৯১)
  • নবাব (১৯৯১)
  • দেবতা (১৯৯০)
  • গরমিল (১৯৯০)
  • হীরক জয়ন্তী (১৯৯০)
  • তুফান (১৯৮৯)
  • ওরা চারজন (১৯৮৮)
  • দেবিকা (১৯৮৭)
  • তিন পুরুষ (১৯৮৬)
  • মোহনার দিকে (১৯৮৪)
  • সূর্য তৃষ্ণা (১৯৮৪)
  • অভিনয় নয় (১৯৮৩)
  • অশ্লীলতার দায়ে (১৯৮৩)
  • দুই পুরুষ (১৯৭৮)
  • রঙের সাহেব (১৯৭৮)
  • ধনরাজ তামাং (১৯৭৮)
  • সেই চোখ (১৯৭৬)
  • অগ্নীশ্বর (১৯৭৫)
  • রোদনভরা বসন্ত (১৯৭৪)
  • আমি সিরাজের বেগম (১৯৭৩)
  • আপনজন (১৯৬৮)
  • গড় নসিমপুর (১৯৬৮)
  • প্রস্তর স্বাক্ষর (১৯৬৭)
  • অজানা শপথ (১৯৬৭)
  • জোড়াদীঘির চৌধুরী পরিবার (১৯৬৬)
  • রাজদ্রোহী (১৯৬৬)
  • আসমান মহল (১৯৬৫)
  • আরোহী (১৯৬৫)
  • অভয়া ও শ্রীকান্ত (১৯৬৫)
  • সরি ম্যাডাম (১৯৬২)
  • ভগিনী নিবেদিতা (১৯৬২)
  • কঠিন মায়া (১৯৬১)
  • ঝিন্দের বন্দী (১৯৬১)
  • ক্ষুধিত পাষাণ (১৯৬০)
  • পরিবার (১৯৫৬)
  • ক্ষণিকের অতিথি (১৯৫৯)

পরিচালক হিসেবে

  • গরমিল (১৯৯০)
  • নীলকন্ঠ (১৯৮৫)
  • অমৃত কুম্ভের সন্ধানে (১৯৮২)
  • দেবদাস (১৯৭৯)

Quotes

Total 0 Quotes
Quotes not found.