
Brindabon Das
Bangladeshi playwright and actor
Date of Birth | : | 05 March, 1970 (Age 55) |
Place of Birth | : | Pabna, Bangladesh |
Profession | : | Actor, Writer, Playwright |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Instagram
|
বৃন্দাবন দাস(Brindabon Das) বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার, অভিনেতা ও লেখক ও পরিচালক। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ও বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) থেকে সেরা নাট্যকার হিসেবে পুরস্কার লাভ করেন। আবার কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিজেএফবি) কর্তৃক সেরা নাট্যকার মনোনীত হন। তিনি হারকিপ্টে, সাকিন সারিসুরি, ঘর কুটুম, পাত্রী চাই , তিন গেদা , সার্ভিস হোল্ডার, ঘরকুটুম, মোহর শেখ, জামাই মেলাসহ প্রায় দুই শতাধিক নাটক ও ধারাবহিক-নাটক লেখেন।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
বৃন্দাবন দাস পাবনা জেলার চাটমোহর উপজলার সাঁরোড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা স্বর্গীয় দয়ালকৃষ্ণ দাস ছিলেন একজন প্রখ্যাত কীর্তনশিল্পী, পদাবলী কীর্তন ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের অধিকারী। তার মাতা ময়নারানী ২০১৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে পরলোকগমন করেন। শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন বৃন্দাবন দাস। চাটমোহর রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চাটমোহর সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন জগন্নাথ কলেজ থেকে বিএসএস (সম্মান) ও রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন
একজন নামকরা ফুটবল খেলোয়াড় হওয়ার জন্য ১৯৮১ সালে বাড়ী থেকে পালিয়ে ঢাকায় আবাহনী ক্লাবে যান। মনোবাসনার কথা জানান কিংবদন্তিতূল্য ফুটবলার অমলেশ সেন কে। কিন্তু ব্যর্থ হয়ে আবার মাতৃভূমি চাটমোহরে ফিরে যান। ১৯৮৪-৮৬ সাল পর্যন্ত পর পর তিন বছর চাটমোহর উপজেলার বর্ষসেরা ফুটবলার হিসেবে সবুজ-পদকে ভূষিত হয়েছিলেন। বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগে খন্ডকালীন শিক্ষক হিসেবে আছেন।
১৯৮৫ সালে চাটমোহর সাংস্কৃতিক পরিষদে ‘চোর’ নাটকের ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু করেন তার অভিনয় জীবন। পরে ঢাকায় মামুনুর রশীদের ‘আরণ্যক নাট্যদলে’ যোগ দেন। ১৯৯৭ সালে আরণ্যক ছেড়ে ‘প্রাচ্যনাট’ গঠন করেন এবং ‘কাঁদতে মানা’ নামক নাটকটি লেখেন। তার চারটি গল্প নিয়ে ‘সুরের আলো’ নামে তার একটি ছোটগল্প সংকলন রয়েছে।
১৯৯৪ সালে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর প্রধান কার্যালয়ে জুনিয়র অফিসার পদে কিছুদিন কাজ করেন। ২০০৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘কেয়ার বাংলাদেশে’ এ কাজ করেন। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিশেন অব বাংলাদেশ-এ মাসুম আজিজ ও নরেশ ভূঁইয়ার সাথে তিনি নির্বাচন কমিশনার ছিলেন।
যদিও ১৯৯০ এর দশকের গোড়ার দিকে বৃন্দাবন তার অভিনয় জীবন শুরু করেছিলেন। পরে তিনি বাংলাদেশী সিনিয়র অভিনেতা হয়ে ওঠেন। তিনি চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও জাহিদ হাসান সহ অনেক শীর্ষস্থানীয় বাংলাদেশের অভিনেতাদের সাথে অভিনয় করেছেন।
ব্যক্তিগত জীবন
১৯৯৪ সালের ১৯ জানুয়ারি অভিনেত্রী শাহানাজ খুশির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এখন তাদের দুই ছেলে রয়েছে, নাম দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
টেলিভিশন
- হারকিপ্টে
- সার্ভিস হোল্ডার (২০১৬)
- শীল বাড়ি (২০২০)
- পাল বাড়ী (২০২২)
- মোহর শেখ
- বিবেক মজিদ
- আলামত
- আর মাত্র কয়ডা দিন
- তৃতীয় পুরুষ
- জামাই দাওয়াত
- মেম্বর
- গান মজিদ
নাট্যকর্ম
- কাঁদতে মানা (১৯৯৭; মঞ্চনাটক)
- দড়ির খেলা (মঞ্চনাটক)
- অরণ্য সংবাদ (মঞ্চনাটক)
- কন্যা (মঞ্চনাটক)
- কাঁদতে মানা (মঞ্চনাটক)
- বন্ধুবরেষু (১৯৯৯; বৃন্দাবন রচিত টিভিতে প্রচারিত প্রথম নাটক)[১১]
- ঘর-কুটুম
- অনিশ্চিত যাত্রা (মামুনুর রশীদ পরিচালিত)[১১]
- আলতা সুন্দরী
- মানিক চোর
- বিয়ের ফুল
- গরু চোর
- কলেজ স্টুডেন্ট
- ওয়ারেন
- টক শো
- জামাই মেলা
- হারকিপ্টে
- বাতাসা
- সাকিন সারিসুরি
- ভদ্রপাড়া
- রসু চোর
- মোহর শেখ
- চৈতা পাগল
- পাত্রী চাই
- পত্র মিতালী
- তিন গেদা
- আলতা সুন্দরী
- ভালোবাসার তিনকাল
- সম্পত্তি
- সম্পর্ক
- উঁট
- ডায়রী
- ফিরে পাওয়া ঠিকানা
- লেখক শ্রী নারায়ণ চন্দ্রদাস
- কাসু দালাল
- সার্ভিস হোল্ডার
- কথা দিলেম তো
- মোহর শেখ
- কাঁটা হেরি ক্ষান্ত কেন
Quotes
Total 0 Quotes
Quotes not found.