photo

Bradley Cooper

American actor and filmmaker
Date of Birth : 05 Jan, 1975
Place of Birth : Abington Township, Pennsylvania, United States
Profession : Filmmaker, Actor
Nationality : American
Social Profiles :
Twitter
ব্র্যাডলি চার্লস কুপার ( Bradley Charles Cooper) জন্ম: ৫ জানুয়ারি, ১৯৭৫; হলেন একজন মার্কিন অভিনেতা। তিন বছর তিনি ছিলেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক-প্রাপ্ত অভিনেতাদের অন্যতম। এছাড়া চারটি অ্যাকাডেমি পুরস্কার, দু’টি বিএএফটিএ পুরস্কার ও দু’টি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন সহ বিভিন্ন সম্মাননাতেও ভূষিত হয়েছেন কুপার। তিনি দু’বার ফোর্বস সেলিব্রিটি ১০০ এবং ২০১৫ সালে টাইম পত্রিকার বিশ্বের ১০০ জন সর্বাধিক প্রভাবশালী ব্যক্তির তালিকাভুক্ত হয়।

২০০০ সালে নিউ ইয়র্ক সিটির আর্ট স্টুডিওয় এমএফএ পাঠক্রমে ভর্তি হন কুপার। ১৯৯৯ সালে সেক্স অ্যান্ড দ্য সিটি টেলিভিশন ধারাবাহিকে এক অতিথি শিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে তাঁর কর্মজীবনের সূচনা ঘটে। দু’ বছর পরে মুক্তিপ্রাপ্ত ওয়েট হট আমেরিকান সামার ছিল তার অভিনীত প্রথম চলচ্চিত্র। এলিয়াস (২০০১-২০০৬) নামে এক স্পাই-অ্যাকশন টেলিভিশন ধারাবাহিকে উইল ট্রিপিনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশেষ পরিচিতি ও স্বীকৃতি অর্জন করেন। ওয়েডিং ক্র্যাশার (২০০৫) নামে এক কমেডি চলচ্চিত্রে একটি চরিত্রাভিনেতা হিসেবেও তিনি সীমিত সাফল্য অর্জন করেছিলেন। ২০০৯ সালে দ্য হ্যাংওভার ছবিতে অভিনয় করে তিনি প্রথম উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। এই কমেডি ছবিটি বাণিজ্যিকভাবেও সাফল্য অর্জন করে এবং সেই কারণে ২০১১ ও ২০১৩ সালে ছবিটির দু’টি সিক্যোয়েলও মুক্তি পায়।

থ্রিলার লিমিটলেস (২০১১) ছবিতে এক সংগ্রামরত লেখকের ভূমিকায় এবং ক্রাইম ড্রামা দ্য প্লেস বিয়ন্ড দ্য পাইনস (২০১২) ছবিতে এক নবাগত অনভিজ্ঞ পুলিশ অফিসারের ভূমিকায় কুপারের অভিনয় সমালোচকদের বিশেষ প্রশংসা অর্জন করে। রোম্যান্টিক কমেডি-ড্রামা সিলভার লাইনিংস প্লেবুক (২০১২), ব্ল্যাক কমেডি ক্রাইম ছবি আমেরিকান হাসল (২০১৩) ও বায়োপিক আমেরিকান স্নিপার-এ (২০১৪) অভিনয়ের মাধ্যমে তিনি বৃহত্তর সাফল্য অর্জন করেন। এই তিনটি ছবিতে অভিনয় করে তিনটি চারটি অ্যাকাদেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন—শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে দু’টি, শ্রেষ্ঠ চরিত্রাভিনেতা বিভাগে একটি ও শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একটি। কুপার হলেন পরপর তিন বছর একটি অ্যাকাডেমি পুরস্কার-প্রাপ্ত দশম অভিনেতা। ২০১৪ সালে ব্রডওয়ে থিয়েটারের পুনঃপ্রযোজনায় মঞ্চায়িত দি এলিফ্যান্ট ম্যান নাটকে জোসেফ মেরিকের ভূমিকায় অভিনয় করে কুপার নাটকে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একটি টনি পুরস্কারের জন্য মনোনীত হন।

প্রথম জীবন
১৯৭৫ সালের ৫ জানুয়ারি ফিলাডেলফিয়ায় ব্র্যাডলি কুপার জন্মগ্রহণ করেন। তাঁর ছেলেবেলা কেটেছিল নিকটবর্তী জেনকিনটাউন ও রিডাল কমিউনিটিতে।কুপারের মা গ্লোরিয়া কুপার (প্রাকবিবাহ নাম গ্লোরিয়া ক্যাম্পানো) স্থানীয় এনবিসি অ্যাফিলিয়েটের হয়ে কাজ করতেন। বাবা চার্লস কুপার মেরিল লিঞ্চের স্টকব্রোকার হিসেবে কাজ করতেন। ২০১১ সালের জানুয়ারি মাসে তাঁর মৃত্যু ঘটে। তিনি ছিলেন আইরিশ বংশোদ্ভূত। অন্যদিকে গ্লোরিয়ার পূর্বপুরুষেরা ছিলেন ইতালীয় (অ্যাব্রুজো ও নেপলসের অধিবাসী)। ব্র্যাডলি কুপারের এক দিদিও বর্তমান। তাঁর নাম হলি। ব্র্যাডলি কুপার রোমান ক্যাথলিক শিক্ষায় বড়ো হয়েছিলেন। জন্মের অনতিবিলম্বেই তিনি কানে কোলেস্টেটোমায় আক্রান্ত হন এবং ছেলেবেলায় ডাইভিং শিখতে শুরু করেই নিজের কানের পর্দা ফাটিয়ে ফেলেন।

অভিনীত চলচ্চিত্রের তালিকা
বছরচলচ্চিত্রের নামচরিত্রনোট
২০০১ওয়েট হট আমেরিকান সামারবেনজি
২০০২মাই লিটল আইট্রাভিস প্যাটারসন
২০০২বেন্ডিং অল দ্য রুলসজেফ
২০০৩দ্য লাস্ট কাউবয়মর্গান মারফিটেলিভিশন চলচ্চিত্র
২০০৪আই ওয়ান্ট টু মেরি রায়ান ব্যাঙ্কসটোড ডোহার্টিটেলিভিশন চলচ্চিত্র
২০০৫ওয়েডিং ক্রাসারসজ্যাচারি "স্যাক" লজ
২০০৬ফেইলর টু লান্সডেমো
২০০৭দ্য কামব্যাকসকাউবয়
২০০৮দ্য মিডনাইট মিট ট্রেনলিওন কফম্যান
২০০৮দ্য রকারট্রাস গ্রিস
২০০৮ইয়েস ম্যানপিটার
২০০৮ওল্ডার দ্যান আমেরিকালুক পিটারসন
২০০৯হি'জ জাস্ট নট দ্যাট ইন্টু ইউবেন গান্ডারস
২০০৯দ্য হ্যাংওভারফিলিপ "ফিল" এনেক
২০০৯অল অ্যাবাউট স্টিভস্টিভেন "স্টিভ" মিলার
২০০৯নিউইয়র্ক, আই লাভ ইউগাস কুপার
২০০৯কেস ৩৯ডগলাস জে এ্যামস
২০১০ভ্যালেন্টাইনস ডেহোডেন উইলসন
২০১০দ্য এ- টিমলেফট্যানেট টেম্পলেটন আর্থার
২০১০ব্রাদার'স জাস্টিসব্রাডলি কুপার/ডাইট সেইজ
২০১১লিমিটলেসএডওয়ার্ড "এডি" মরানির্বাহী প্রযোজকও
২০১১দ্য হ্যাংওভার পার্ট IIফিলিপ "ফিল" এনেক
২০১২হিট অ্যান্ড রানঅ্যালেক্স ডিমিট্রি
২০১২সিলভার লাইনিং প্লেবুকপ্যাট্রিক "প্যাট" সোলাটেনো, জুনিয়রনির্বাহী প্রযোজকও
২০১২দ্য ওয়ার্ডসররি জ্যানসেননির্বাহী প্রযোজকও
২০১৩দ্য প্লেস বিয়ন্ড দ্য পাইন্সঅ্যাভেরি ক্রস
২০১৩দ্য হ্যাংওভার পার্ট IIIফিলিপ "ফিল" এনেক
২০১৩আমেরিকান হাসলএজেন্ট রিচার্ড "রিচি" ডিমাসোনির্বাহী প্রযোজকও
২০১৪গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সিরকেটকন্ঠ
২০১৪সেরেনাজর্জ পেম্বারটন
২০১৪আমেরিকান স্নাইপারক্রিস কাইলপ্রযোজকও
২০১৫আলোহাব্রায়ান গিলক্রিস্ট
২০১৫অ্যাডাম জোন্সঅ্যাডাম জোন্স
২০১৫জয়নিল ওয়াকারডেভিড ও. রাসেল
২০১৬টেন ক্লোভারফিল্ড লেনবেনড্যান ট্রেচেনবার্গ
২০১৬ওয়ার ডগসহেনরি জিরার্ডটড ফিলিপস
২০১৭গার্ডিয়ান্স অব দ্যা গ্যালাক্সি: ভলিউম টুরকেটজেমস ডান

টেলিভিশন

বছরনামচরিত্রনোট
১৯৯৯সেক্স অ্যান্ড দ্য সিটিজেকপর্ব: "দে শ্যুট সিঙ্গেল পিপল, ডোন্ট দে?"
২০০০-২০০১গ্লোব ট্রেকারনিজ (উপস্থাপক)৮ পর্ব
২০০০-২০০১দ্য স্ট্রীটক্লে হ্যামন্ড৫ পর্ব
২০০১-২০০৬এলিয়াসউইল টিপিন৪৩ পর্ব
২০০৩মিস ম্যাচগ্যারিপর্ব: "আই গট ইউ বেইব"
২০০৪টাচিং ইভিলএজেন্ট মার্ক রিভারস৬ পর্ব
২০০৪-২০০৫জ্যাক অ্যান্ড ববিটম ওয়েক্সলার গ্রাহাম১৪ পর্ব
২০০৫ল' অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিক্টিম ইউনিটজেসন হুইটেকারপর্ব: "নাইট"
২০০৫ল' অ্যান্ড অর্ডার: ট্রায়াল বাই জুরিজেসন হুইটেকারপর্ব: "ডে"
২০০৫-২০০৬কিচেন কনফিডেন্সিয়ালজ্যাক বরডেইন১৩ পর্ব
২০০৭-২০০৯নিপ/টাকএইডেন স্টোন৬ পর্ব
২০০৯স্যাটারডে নাইট লাইভনিজ (উপস্থাপক)
২০১৩স্যাটারডে নাইট লাইভব্রাডলি কুপার
২০১৫ওয়েট হট আমেরিকান সামার: ফার্স্ট ডে অব ক্যাম্পবেন
২০১৫লিমিটলেসসিনেটর এডওয়ার্ড "এডি" মরা

মঞ্চ

বছরনামচরিত্রনোটসূত্র
২০০৬থ্রি ডেইস অব রেইনপিপ/থিওবার্নাড বি. জ্যাকবস থিয়েটার
২০০৮দ্য আন্ডারস্টাডিজেকউইলিয়ামসটাউন থিয়েটার ফেস্টিভেল
২০১৪-২০১৫দ্য এলিফ্যান্ট ম্যানজন ম্যারিকবুথ থিয়েটার

Quotes

Total 0 Quotes
Quotes not found.