
Bhavaniprasad Majumdar
Poet
Date of Birth | : | 09 April, 1953 (Age 71) |
Place of Birth | : | Howrah, india |
Profession | : | Poet |
Nationality | : | Indian |
ভবানীপ্রসাদ মজুমদার(জন্ম ৯ এপ্রিল ১৯৫৩) হলেন একজন বাঙালি কবি ও ছড়াকার। তিনি বাংলা ভাষার প্রতি বর্তমান বাঙালির মনস্তত্ত্ব নিয়ে বহু কবিতা লিখেছেন। তিনি একবিংশ শতকের বাঙালি ছড়াকারদের মধ্যে প্রথম সারির একজন। প্রায় ২০ হাজারের বেশি ছড়া লিখেছেন তিনি।
জন্ম ও শৈশব
তিনি জন্মগ্রহণ করেন হাওড়া জেলার জগাছা থানার অন্তর্গত দাশনগরের কাছে দক্ষিণ শানপুর গ্রামে। তার পিতা নারায়ণচন্দ্র মজুমদার এবং মাতা নিরুপমা দেবী। কবির শৈশব জীবন তার গ্রামেই অতিবাহিত করেছেন।
কর্মজীবন
কবি ভবানীপ্রসাদ মজুমদার পেশায় একজন নিষ্ঠাবান শিক্ষক। বিশিষ্ট এই কবি ও ছড়াকার হাওড়া জেলার শানপুর গ্রামের কালিতলা প্রথমিক বিদ্যালয়-এ একজন শিক্ষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন।
সাহিত্য চর্চা
তিনি প্রধানত ছোটদের উপযোগী মজার মজার ছড়া-কবিতা লেখায় বিশেষ পারদর্শী। তাঁর প্রকাশিত ছড়ার সংখ্যা কুড়ি হাজারের বেশি। ছড়া নিয়ে নিরন্তর নানান রকমের পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন।
কবির প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- মজার ছড়া, সোনালী ছড়া, কোলকাতা তোর খোল খাতা, হাওড়া-ভরা হরেক ছড়া, ডাইনোছড়া প্রভৃতি। তিনি সত্যজিৎ রায় ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখেছেন- ছড়ায় ছড়ায় সত্যজিৎ এবং রবীন্দ্রনাথ নইলে অনাথ।
বিখ্যাত কিছু ছড়া/কবিতা
আ-মরি বাংলাভাষা
বাংলাটা ঠিক আসেনা
Quotes
Total 0 Quotes
Quotes not found.