photo

Basheer Hussain

Bangladeshi film editor and director
Date of Birth : 22 November, 1934
Date of Death : 23 May, 1978 (Aged 43)
Place of Birth : Cumilla, Bangladesh
Profession : Film Director
Nationality : Bangladeshi
বশীর হোসেন (Basheer Hussain) ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র সম্পাদক এবং পরিচালক। তাঁর কর্মজীবনে তিনি পরপর দুইবার শ্রেষ্ঠ চিত্রসম্পাদক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলি হচ্ছে ১৯৭৬ সালের মাটির মায়া এবং ১৯৭৭ সালে সীমানা পেরিয়ে।  তিনি দুটি চলচ্চিত্র পরিচালনা করেন, সেগুলো হলো ১৩নং ফেকু ওস্তাগার লেন ও আপন পর।

জীবনী

বশীর হোসেন ১৯৩৪ সালের ২২শে নভেম্বর কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে এ দেশ তোমার আমার চলচ্চিত্রে চিত্রসম্পাদক হিসেবে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত হন।[২] তিনি রাজধানীর বুকে (১৯৬০), হারানো সুর (১৯৬১) ও সূর্যস্নান (১৯৬২) চলচ্চিত্রের চিত্রসম্পাদনা করেন। ১৯৬৩ সালে তিনি সালাহউদ্দিনের ধারাপাত চলচ্চিত্রের চিত্রসম্পাদনা ও সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। এই সময়ে তিনি উর্দু ভাষার চান্দা (১৯৬২), তালাশ (১৯৬৩), ইয়ে ভি এক কাহানি (১৯৬৪), বন্ধন (১৯৬৪), মিলন (১৯৬৪), ক্যায়সে কহো (১৯৬৫), সাত রং (১৯৬৫), ও বেগানা (১৯৬৫) চলচ্চিত্রের সম্পাদনা করেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.