photo

Bappy Chowdhury

Bangladeshi film actor
Date of Birth : 06 Dec, 1982
Place of Birth : Narayanganj, Bangladesh
Profession : Bangladeshi Film Actor
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Twitter
Instagram
বাপ্পি চৌধুরী (Bappy Chowdhury)  হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। ২০১২ সালে বাংলাদেশি চলচ্চিত্র ভালোবাসার রঙ দিয়ে তার চলচ্চিত্র জগতে অভিষেক হয়। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল ভালোবাসার রঙ, অন্যরকম ভালবাসা, জটিল প্রেম, তবুও ভালোবাসি, অনেক সাধের ময়না, দবির সাহেবের সংসার, সুলতানা বিবিয়ানা, এপার ওপার, সুইটহার্ট, অনেক দামে কেনা, আমি তোমার হতে চাই, ওয়ান ওয়ে, সুলতানা বিবিয়ানা, নায়ক, ও প্রিয় কমলা।

প্রারম্ভিক জীবন
বাপ্পী চৌধুরী, জন্ম: ১৯৮২ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ইউল্যাব থেকে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেন। ২০১৮ সালে তিনি এনটিভিতে শিক্ষানবিশ প্রতিবেদক হিসেবে যোগ দেন।

অভিনয় জীবন
বাপ্পির চলচ্চিত্রে অভিষেক ঘটে জাজ মাল্টিমিডিয়ার প্রথম ডিজিটাল চলচ্চিত্র ভালোবাসার রঙ-এ অভিনয়ের মধ্য দিয়ে। পরিচালক যুগল শাহীন-সুমনের এই ছবিতে তার সাথে আরও অভিষেক ঘটে অভিনেত্রী মাহিয়া মাহির। তার পরবর্তী চলচ্চিত্রও জাজের ব্যানারে অন্যরকম ভালোবাসা (২০১৩)। প্রথম দুটি চলচ্চিত্র জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে হলেও পরবর্তীকালে অন্য প্রযোজনা সংস্থার সাথেও ছবি করেছেন বাপ্পী। প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই প্রায় ৯টি ছবির ব্যাপারে চুক্তিবদ্ধ হওয়ার খবরে বেশ আলোচনায় এসেছিলেন বাপ্পী।

২০১৪ সালে তিনি রাজ্জাক-কবরী জুটির ১৯৬৯ সালের ময়নামতি ছবির আধুনিক পুনর্নিমাণ অনেক সাধের ময়না ছবিতে অভিনয় করেন। জাকির হোসেন রাজু পরিচালিত এই ছবিতে তার সহশিল্পী ছিলেন মাহিয়া মাহি ও আনিসুর রহমান মিলন।

২০১৮ সালে তার অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তি পায়; তন্মধ্যে রয়েছে নায়ক ও আসমানী। ইস্পাহানী-আরিফ জাহান পরিচালিত নায়ক ছবিতে তার বিপরীতে অভিষেক ঘটে অভিনেত্রী অধরা খানের। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত দাগ হৃদয়ে ছবিতে তাকে একজন ব্যবসায়ীর চরিত্রে দেখা যায়, যিনি বিশ্বের বিভিন্ন শহরে চিত্রকর্ম প্রদর্শনের আয়োজন করেন। এতে তার বিপরীতে ছিলেন বিদ্যা সিনহা সাহা মীম ও আঁচল।

  • চলচ্চিত্রের তালিকা

    • ভালোবাসার রঙ
    • অন্যরকম ভালবাসা
    • জটিল প্রেম
    • রোমিও
    • প্রেম প্রেম পাগলামি
    • তবুও ভালবাসি
    • কি প্রেম দেখাইলা
    • ইঞ্চি ইঞ্চি প্রেম
    • কি দারুন দেখতে
    • হানিমুন
    • অনেক সাধের ময়না
    • লাভ স্টেশন
    • দবির সাহেবের সংসার
    • আই ডোন্ট কেয়ার
    • গুন্ডা-দ্য টেররিস্ট
    • লাভার নাম্বার ওয়ান
    • আজব প্রেম
    • এপার ওপার
    • সুইটহার্ট
    • অনেক দামে কেনা
    • বাজে ছেলে - দ্য লোফার
    • ওয়ান ওয়ে
    • আমি তোমার হতে চাই
    • কত স্বপ্ন কত আশা
    • দুলাভাই জিন্দাবাদ
    • মিসড কল
    • সুলতানা বিবিয়ানা
    • আপন মানুষ
    • পলকে পলকে তোমাকে চাই
    • নায়ক
    • আসমানী
    • দাগ হৃদয়ে
    • পাগলামী
    • ডনগিরি
    • প্রিয় কমলা
    • শত্রু

Quotes

Total 0 Quotes
Quotes not found.