-64bd2a581a695.jpeg)
Asheq Ullah Rafiq
Former Member of the Bangladesh Parliament
Date of Birth | : | 24 July, 1971 (Age 53) |
Place of Birth | : | Mohesh Khali,Cox's Bazar,Bangladesh |
Profession | : | Bangladesh Awami League, Business |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
|
আশেক উল্লাহ রফিক (Asheq Ullah Rafiq) হলেন একজন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং কক্সবাজার-২ এর বর্তমান সংসদ সদস্য।
জীবনের প্রথমার্ধ
আশেক উল্লাহ রফিক ২৪ জুলাই ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। তিনি অ্যাকাউন্টিং এবং ফিনান্সে স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন। তিনি কক্সবাজারের এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। জনাব রফিক চট্টগ্রামে কলেজ জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে নিজ শহর কক্সবাজার ও মহেশখালী গ্রামে আওয়ামী লীগে সক্রিয় হয়ে ওঠেন।
কর্মজীবন
২০১৪ সালের ৫ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রফিক।
Quotes
Total 0 Quotes
Quotes not found.