-64f0e8c1b3a19.jpg)
Anju Ghosh
Bangladeshi-Indian film actress
Date of Birth | : | 17 September, 1956 (Age 68) |
Place of Birth | : | Faridpur, Bangladesh |
Profession | : | Actress, Film Actress |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
Instagram
|
অঞ্জু ঘোষ (Anju Ghosh) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। অঞ্জু ভারত ও বাংলাদেশ উভয় দেশের মোট ৬টি ভাষার ওপর ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অঞ্জু বেদের মেয়ে জোসনা চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য পরিচিত। অঞ্জু’র আসল নাম অঞ্জলি ঘোষ।
চলচ্চিত্র জীবন
বাংলাদেশের স্বাধীনতার আগে অঞ্জু ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরার হয়ে যাত্রায় নৃত্য পরিবেশন করতেন ও গানও গাইতেন। ১৯৮২ সালে এফ, কবীর চৌধুরী পরিচালিত ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে অঞ্জু’র চলচ্চিত্রে অভিষেক ঘটে। এই ছবিটি ব্যবসায়িকভাবে সফল ছিল। অঞ্জু বাংলার নীলো নামে পরিচিত ছিলেন। ১৯৮৬ সালে অঞ্জু’র ক্যারিয়ার বিপর্যয়ের মুখে পড়লেও তিনি ফিরে আসেন ভালোভাবে। ১৯৮৭ সালে অঞ্জু সর্বাধিক ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৯ সালে অঞ্জু’র অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ অবিশ্বাস্য রকমের ব্যবসা করে এবং সৃষ্টি করে নতুন রেকর্ড। চলচ্চিত্রটির মাধ্যমে অঞ্জু ব্যাপক পরিচিতি লাভ করেন।
অঞ্জু’র বাংলাদেশি সহ-অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন রাজ্জাক, জাফর ইকবাল, ওয়াসিম এবং ইলিয়াস কাঞ্চন আর ভারতীয়দের মধ্যে অন্যতম ছিলেন রঞ্জিত মল্লিক, চিরঞ্জিৎ চক্রবর্তী এবং প্রসেনজিৎ চ্যাটার্জী।
১৯৯০ সালে অঞ্জু’র গাওয়া ১২টি গান নিয়ে ‘মালিক ছাড়া চিঠি’ নামের একটি অ্যালবাম প্রকাশিত হয়।
অঞ্জু ১৯৯৬ সালে বাংলাদেশ ছেড়ে চলে যান এবং কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন। ২০১৮ সালে, অঞ্জু সাইদুর রহমান সাইদ পরিচালিত একটি বাংলাদেশী চলচ্চিত্র, মধুর ক্যান্টিনে অভিনয় করেন।
নাগরিকত্ব বিতর্ক
২০১৯ সালের ৫ জুন তিনি ভারতের রাজনৈতিক দল বিজেপিতে যোগ দেন। তারপরে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে। পরে বিজেপি দলের তরফ থেকে দাবি করা হয় তিনি ভারতের নাগরিক, তার কাছে ভারতের পাসপোর্ট আছে। পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ২০০৩ সালে কলকাতা পৌরসংস্থা কর্তৃক জারি করা তার জন্ম সার্টিফিকেট প্রকাশ করেন। শংসাপত্র অনুসারে অঞ্জু ঘোষ ১৭ সেপ্টেম্বর ১৯৬৬ সালে কলকাতার ইস্ট এন্ড নার্সিং হোমে জন্মগ্রহণ করেন; তার বাবার নাম সুধন্য ঘোষ ও মায়ের নাম বীণাপানি ঘোষ। অন্যদিকে ২০১৮ সালে একুশে টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকার অঞ্জু ঘোষ জানান যে তিনি ১৭ সেপ্টেম্বর ১৯৫৬ সালে ফরিদপুরের ভাঙ্গায় জন্মগ্রহণ করেন ও মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে তিনি এবং তার পরিবার চট্টগ্রামে চলে আসেন। সেখানকার কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.