photo

Amin Khan

Bangladeshi actor
Date of Birth : 24 December, 1972 (Age 52)
Place of Birth : Khulna
Profession : Bangladeshi Actor
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook

আমিনুল ইসলাম খান (Amin Khan) একজন বাংলাদেশী অভিনেতা। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা অন্তর্ভুক্ত মৌতলা ইউনিয়নের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ফুল নেবো না অশ্রু নেবো, স্বপ্নের নায়ক, বীর সন্তান, বাংলার কমান্ডো, হৃদয় আমার , হীরা চুনি পান্না, পিতার আসন, হৃদয়ের বন্ধন ইত্যাদি। চলচ্চিত্র জীবনে এখন পর্যন্ত তিনি ১৯০ টি এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

অভিনয় জীবন

১৯৯০ সালে আমিন খান এফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন এবং নির্বাচিত হন। এরপর অডিশন দিয়ে টেকার পর একজন পরিচালক তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহ দেখায়। এই সময়ে আরও তিনটি চলচ্চিত্রের প্রস্তাব আসলেও তিনি সেই পরিচালককে কথা দেওয়ার কারণে বাকি প্রস্তাবগুলো ফিরিয়ে দেন। কিন্তু সেই চলচ্চিত্রটিতে তাকে নেওয়া হয়নি। এরপর তিনি তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন, কিন্তু কোনটির কাজ শুরু হয়নি। এই সময় সাংবাদিক আহমেদ কামরুল মিজানের সহযোগিতায় তিনি অবুঝ দুটি মন চলচ্চিত্রে কাজের সুযোগ পান। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত অবুঝ দুটি মন তার প্রথম চলচ্চিত্র। এটি পরিচালনা করেছিলেন মোহাম্মদ হোসেন। হোসেন পরিচালিত পূর্ববর্তী আজকের হাঙ্গামা চলচ্চিত্রটি ব্যবসাসফল ছিল। আমিন খান এই চলচ্চিত্রটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তা ফিরিয়ে দিয়েছিলেন।

তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র বাদল খন্দকার পরিচালিত দুনিয়ার বাদশাহ সুপারহিট হলে তিনি সকলের নজর কাড়েন। মারপিটধর্মী চলচ্চিত্রে সফল হওয়ায় নির্মাতারা প্রণয়ধর্মী চলচ্চিত্রের পাশাপাশি মারপিটধর্মী চলচ্চিত্রেও তাকে চুক্তিবদ্ধ করাতে থাকেন। ১৯৯০-এর দশকে মাঝামাঝিতে তার অভিনীত হৃদয় আমার, জনম জনম ব্যবসা সফল ও জনপ্রিয় হয়। তিনি সালমান শাহের অসমাপ্ত সিনেমা স্বপ্নের নায়ক-এ অভিনয় করে প্রশংসিত হন এবং জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৮/৯৯ সালে মুক্তিপ্রাপ্ত তোমার আমার প্রেম, সাগরিকা, লাভ ইন থাইল্যান্ড চলচ্চিত্রগুলোও জনপ্রিয়তা অর্জন করে। অপরদিকে অ্যাকশন নায়ক হিসেবে বীর সন্তান, বাংলার কমান্ডো, শয়তান মানুষ, জনতার বাদশাহ, বিশ্বনেত্রী চলচ্চিত্রগুলোও তার কর্মজীবনের প্রথম দিকের ব্যবসা সফল ও আলোচিত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

চলচ্চিত্রের তালিকা

১৯৯৩---(১টি) ১। অবুঝ দুটি মন (চাঁদনী ওরফে রথী) - মোহাম্মদ হোসেন - ০১.১০.১৯৯৩

১৯৯৪---(৪টি) ২-১। দুনিয়ার বাদশা (শাবনূর) - বাদল খন্দকার - ২২.০৪.১৯৯৪ ৩-২। হৃদয় থেকে হৃদয় (রূপা/লতা) - শাহাদাত খান - ০৪.১১.১৯৯৪ ৪-৩। মহা ভূমিকম্প (নিশি) - সুভাষ সোম - ১৮.১১.১৯৯৪ ৫-৪। চিরদিনের সাথী (সোনিয়া) - দিলীপ সোম - ১৮.১১.১৯৯৪

১৯৯৫---(৬টি) ৬-১। বাংলার কমান্ডো (শিল্পী) - মোহাম্মদ হোসেন - ১১.০৫.১৯৯৫ - ঈদুল আযহা ৭-২। হৃদয় আমার (শাবনূর) - দীলিপ বিশ্বাস - ০২.০৬.১৯৯৫ ৮-৩। দোস্ত আমার দুশমন (শিল্পী) - আজিজ আহমেদ বাবুল - ২৩.০৬.১৯৯৫ ৯-৪। বীর সন্তান (বর্ষা) - এফ আই মানিক - ০৭.০৭.১৯৯৫ ১০-৫। লাভ লেটার (শিল্পী) - জামশেদুর রহমান - ১৪.০৭.১৯৯৫ ১১-৬। শেষ রক্ষা (সোনিয়া) - শওকত জামিল - ২৫.০৮.১৯৯৫

১৯৯৬---(৩টি) ১২-১। বিশ্বনেত্রী (শাহনাজ) - বাদল খন্দকার - ২৯.০৪.১৯৯৬ - ঈদুল আযহা ১৩-২। জনম জনম (শাবনাজ) - আউয়াল চৌধুরী - ২০.০৯.১৯৯৬ ১৪-৩। শয়তান মানুষ (অন্তরা) - মনতাজুর রহমান আকবর - ১১.১০.১৯৯৬

১৯৯৭--(৬টি) ১৫-১। জনতার বাদশা (নিশি) - নাদিম মাহমুদ - ০৯.০২.১৯৯৭ - ঈদুল ফিতর ১৬-২। দোলন চাঁপা (অন্তরা) - কায়সার আহমেদ - ২১.০৩.১৯৯৭ ১৭-৩। কুলি (সঙ্গীতা) - মনতাজুর রহমান আকবর - ১৬.০৫.১৯৯৭ ১৮-৪। আমার মা (অন্তরা) - মনতাজুর রহমান আকবর - ২৩.০৫.১৯৯৭ ১৯-৫। স্বপ্নের নায়ক (শাবনূর) - নাসির খান - ০৪.০৭.১৯৯৭ ২০-৬। টারজান কন্যা (মুনমুন) - ফজল আহমেদ বেনজীর - ১২.০৯.১৯৯৭

১৯৯৮---(৭টি) ২১-১। মৃত্যুর মুখে (ময়ূরী) - মালেক আফসারী - ২৭.০২.১৯৯৮ ২২-২। মাতৃভুমি (নিশি) - নাদিম মাহমুদ - ১৩.০৩.১৯৯৮ ২৩-৩। তোমার আমার প্রেম (ঋতুপর্ণা) - এম এম সরকার - ১৪.০৮.১৯৯৮ ২৪-৪। সাগরিকা (ঋতুপর্ণা) - বাদল খন্দকার - ২৫.০৯.১৯৯৮ ২৫-৫। মেয়ের অধিকার (নিশি) - সুভাষ সোম - ০৯.১০.১৯৯৮ ২৬-৬। রাঙা বউ (ঋতুপর্ণা) - মোহাম্মদ হোসেন - ৩০.১০.১৯৯৮ ২৭-৭। মনের মত মন (মোহিনী) - মনতাজুর রহমান আকবর - ০৬.১১.১৯৯৮

১৯৯৯---(১১টি) ২৮-১। কে আমার বাবা (শিল্পী) - মনতাজুর রহমান আকবর - ১৯.০১.১৯৯৯ - ঈদুল ফিতর ২৯-২। রবি মাস্তান (পপি) - শাহাদাৎ হোসেন লিটন - ২৬.০২.১৯৯৯ ৩০-৩। রাণী কেন ডাকাত (মুনমুন) - বাদশা ভাই - ২৯.০৩.১৯৯৯ - ঈদুল আযহা ৩১-৪। গরিব কেন কাঁদে (নিশি) - নাদিম মাহমুদ - ১৬.০৪.১৯৯৯ ৩২-৫। স্পর্ধা (লাবনী) - মোস্তাফিজুর রহমান বাবু - ০৭.০৫.১৯৯৯ ৩৩-৬। মগের মুল্লুক (ময়ূরী) - মনতাজুর রহমান আকবর - ২১.০৫.১৯৯৯ ৩৪-৭। আম্মাজান (মৌসুমী) - কাজী হায়াৎ - ২৫.০৬.১৯৯৯ ৩৫-৮। ডাণ্ডা মেরে ঠাণ্ডা (মুনমুন) - আজিজুর রহমান বুলি - ০১.১০.১৯৯৯ ৩৬-৯। মরণ কামড় (ময়ূরী) - মালেক আফসারী - ১৫.১০.১৯৯৯ ৩৭-১০। লাভ ইন থাইল্যান্ড (মৌসুমী) - মোহাম্মদ হোসেন - ১৫.১০.১৯৯৯ ৩৮-১১। ভাই কেন আসামী (সোনিয়া) - সৈয়দ শামসুল আলম - ০৩.১২.১৯৯৯

২০০০---(১৬টি) ৩৯-১। লণ্ডভণ্ড (মুনমুন) - বাদশা ভাই - ০৪.০২.২০০০ ৪০-২। হীরা চুনি পান্না (পপি/ময়ূরী) - মালেক আফসারী - ১৭.০৩.২০০০ - ঈদুল আযহা ৪১-৩। আজ গায়ে হলুদ (মৌসুমী) - মোহাম্মদ হোসেন - ১৭.০৩.২০০০ - ঈদুল আযহা ৪২-৪। লেডি রংবাজ (মুনমুন) - মোস্তাফিজুর রহমান বাবু - ০৭.০৪.২০০০ ৪৩-৫। লেডি রাম্বো (অন্তরা) - বেনজির আহমেদ - ০৫.০৫.২০০০ ৪৪-৬। জ্যান্ত কবর (মনিকা বেদি) - এনায়েত করিম - ১২.০৫.২০০০ ৪৫-৭। কাল্লু মামা (পূর্ণিমা) - বাদশা ভাই - ০৪.০৮.২০০০ ৪৬-৮। তের পাণ্ডা এক গুণ্ডা (কুমকুম) - মনোয়ার হোসেন ডিপজল - ০১.০৯.২০০০ ৪৭-৯। তোমার জন্য ভালোবাসা (পপি) - শেখ সুলতান আহমেদ - ০৮.০৯.২০০০ ৪৮-১০। রাজা রানী (মুনমুন) - বি এইচ নিশান - ১৫.০৯.২০০০ ৪৯-১১। নয়া কসাই (পপি) - এনায়েত করিম - ২৯.০৯.২০০০ ৫০-১২। জোর যার মুল্লুক তার (মুনমুন) - বাদল খন্দকার - ১৩.১০.২০০০ ৫১-১৩। ভয়াবহ (মুনমুন/চম্পা) - মোস্তাফিজুর রহমান বাবু - ০৩.১১.২০০০ ৫২-১৪। কাটা রাইফেল (মুনমুন) - পি এ কাজল - ২৮.১২.২০০০ - ঈদুল ফিতর ৫৩-১৫। আমি গুণ্ডা আমি মাস্তান (একা) - শরীফ উদ্দিন খান দিপু - ২৮.১২.২০০০ - ঈদুল ফিতর ৫৪-১৬। ফুল নেবো না অশ্রু নেবো (শাবনূর) - এফ আই মানিক - ২৮.১২.২০০০ - ঈদুল ফিতর

২০০১---(১২টি) ৫৫-১। আজকের ক্যাডার (কুমকুম) - বাদশা ভাই - ০৯.০২.২০০১ ৫৬-২। কঠিন বাস্তব (কেয়া) - মনতাজুর রহমান আকবর - ০৭.০৩.২০০১ - ঈদুল আযহা ৫৭-৩। মেজাজ গরম (শিমলা) - আহমেদ নাসির - ৩০.০৩.২০০১ ৫৮-৪। হিম্মত (শাহনাজ) - এম এম সরকার - ১১.০৫.২০০১ ৫৯-৫। ঠেকাও মাস্তান (মুনমুন) - মালেক আফসারী - ১৮.০৫.২০০১ ৬০-৬। মুখোমুখি (পূর্ণিমা/মৌসুমী) - আজিজ আহমেদ বাবুল - ২৫.০৫.২০০১ ৬১-৭। বিশ্ব বাটপার (শাহনাজ) - বাদল খন্দকার - ২৯.০৬.২০০১ ৬২-৮। মৃত্যু ঘন্টা (শাহনাজ) - এনায়েত করিম - ১৩.০৭.২০০১ ৬৩-৯। সুজন বন্ধু (শিল্পী/আয়না) - দেওয়ান নজরুল - ২৭.০৭.২০০১ ৬৪-১০। নানা ভাই (মুনমুন) - বাদশা ভাই - ০৭.০৯.২০০১ ৬৫-১১। পুলিশ অফিসার (একা) - শরীফ উদ্দিন খান - ২১.০৯.২০০১ ৬৬-১২। বাংলার সৈনিক (একা) - শরীফ উদ্দিন খান দিপু - ১৯.১০.২০০১

  • ২০০৯---(৮টি) ১৪৮-১। ভুল সবই ভুল (পূর্ণিমা) - মঈন বিশ্বাস - ১৬.০১.২০০৯ ১৪৯-২। বোনের জন্য যুদ্ধ (নিপুন) - স্বপন চৌধুরী - ২০.১২.২০০৯ ১৫০-৩। শুভ বিবাহ (ক্যামিও) - দেবাশীষ বিশ্বাস - ১৭.০৪.২০০৯ ১৫১-৪। বাবা ঠাকুর (নিপুন) - অপূর্ব রানা - ২৪.০৪.২০০৯ ১৫২-৫। পৃথিবী টাকার গোলাম (অপু বিশ্বাস) - জয়নাল আবেদীন - ২২.০৫.২০০৯ ১৫৩-৬। ঠেকাও আন্দোলন (নিপুন) - রাজু চৌধুরী - ১২.০৬.২০০৯ ১৫৪-৭। মা বড় না বউ বড় (নিপুন) - শেখ নজরুল ইসলাম - ২৬.০৬.২০০৯ ১৫৫-৮। মৃত্যুর ফাঁদে (নদী) - আনোয়ার চৌধুরী জীবন - ৩০.১০.২০০৯

    ২০১০---(৪টি) ১৫৬-১। মায়ের চোখ (পূর্ণিমা) - মনতাজুর রহমান আকবর - ০৭.০৫.২০১০ ১৫৭-২। তুমি ছাড়া বাঁচি না (সানাই) - মোস্তাফিজুর রহমান বাবু - ২১.০৫.২০১০ ১৫৮-৩। আমার স্বপ্ন আমার সংসার (পূর্ণিমা) - এফ আই মানিক - ০২.০৭.২০১০ ১৫৯-৪। স্বামী আমার বেহেশত (পপি) - মোস্তাফিজুর রহমান বাবু - ০১.১০.২০১০

    ২০১১---(৩টি) ১৬০-১। পাপের প্রায়শ্চিত্ত (নদী) - এম এস সরকার - ২১.০১.২০১১ ১৬১-২। গরিবের মন অনেক বড় (পূর্ণিমা/নিপুন/সানাই) - মোহাম্মদ আসলাম - ০৩.০৬.২০১১ ১৬২-৩। সাথী হারা নাগিন (সাহারা) - দেলোয়ার জাহান ঝন্টু - ০৯.১২.২০১১

    ২০১২---(৩টি) ১৬৩-১। ও আমার দেশের মাটি (নূনা আফরোজ/তমা মির্জা) - অনন্ত হীরা - ০১.০৬.২০১২ ১৬৪-২। স্বামীভাগ্য (রোমানা) - এফ আই মানিক - ২৭.১০.২০১২ - ঈদুল আযহা ১৬৫-৩। নাইওরি (ছোয়া) - মোহাম্মদ আমিন - ২৮.১২.২০১২

    ২০১৪---(৩টি) ১৬৬-১। লোভে পাপ পাপে মৃত্যু (পূর্ণিমা) - সোহানুর রহমান সোহান - ১৪.০২.২০১৪ ১৬৭-২। কাছের শত্রু (নিপুন) - এম এ আওয়াল - ২৩.০৫.২০১৪ ১৬৮-৩। ক্ষোভ (নদী) - শাহাদাৎ হোসেন লিটন - ১৯.০৯.২০১৪

    ২০১৬---(১টি) ১৬৯। এক জবানের জমিদার হেরে গেলেন এইবার (সামিয়া) - উত্তম আকাশ - ২৬.০৮.২০১৬

    ২০১৮---(২টি) ১৭০। অবতার (ক্যামিও) - মাহমুদ হাসান সিকদার - ১৩.০৯.২০১৯ ১৭১। ফরায়েজী আন্দোলন ১৮৪২ (নওসীন) - ডায়েল রহমান -

    টিভি নাটকের তালিকা

    ১৯৯৮ সালে টিভি নাটকে অভিনয়ের দীর্ঘ ১৪ বছর পর ২০১২ সাল থেকে বেশ কিছু টিভি নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন আমিন খান।

    • মন দরিয়ার মাঝি
    • লাভ স্পিড
    • জামাই ধরা
    • ভূ-চিত্র
    • মন আমার
    • তুমি মানে তোমার চলে যাওয়া
    • ওশেন ব্লু
    • নিষ্কৃতি
    • ডিসকাউন্ট ইমরা
    • পারিবারিক জীবন

    ১৯৯৮ সালে আমিন খান স্নিগ্ধা খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। স্ত্রী ও দুই ছেলে নিয়ে তিনি উত্তরায় থাকেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.