photo

Al Mahmud

Bangladeshi poet and novelist
Date of Birth : 11 July, 1936
Date of Death : 15 February, 2019 (Aged 82)
Place of Birth : Brahmanbaria, Bangladesh
Profession : Poet, Novelist
Nationality : Bangladeshi
Mir Abdus Shukur Al Mahmud ( আল মাহমুদ ) was a Bangladeshi poet, novelist, and short-story writer. He is considered one of the greatest poets to have emerged in the 20th century His work in Bengali poetry is dominated by his frequent use of regional dialects. In the 1950s he was among those Bengali poets who were outspoken in their writing on such subjects as the events of nationalism, political and economic repression, and the struggle against the West Pakistani government.

Early life and career

Mahmud was born in Morail Village in present-day Bangladesh. His childhood and secondary education days were spent in this village which is located adjacent to Brahmanbaria town.

Mahmud started his career as a journalist. He obtained widespread recognition after Lok Lokantor was published in 1963. In succession, he then penned Kaler Kalosh (1966), Sonali Kabin (1973), and Mayabi Porda Dule Otho (1976). His other notable poetical works include Arobbo Rojonir Rajhash, Bakhtiyarer Ghora, and Nodir Bhitorer Nodi. In addition to writing poetry, he wrote short stories, novels, and essays such as Pankourir Rakta and Upamohadesh. In 1971 he went to India and worked there to build public opinion in favour of the Liberation War of Bangladesh. After the war, he joined The Daily Ganakantha as the assistant editor. He was jailed for a year during the regime of the government. Later, he joined in 1975 and retired in 1993 as director of the academy.

Literary work 

Mahmud's literary work Shonali Kabin published in 1973, is considered as a landmark of Bengali poetry.  Philosopher commented: Al Mahmud has an extraordinary gift for telescopic discrete levels of experience; in his poems I find a marvelous fusion and wit which reminds me occasionally of The complete secularism of his approach is also striking…he was born and brought up in a very conservative Muslim religious family; it is not a secularism forced by some ideology, but present naturally and ubiquitously in his metaphors, images and themes.

Quotes

Total 23 Quotes
আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন। এই পবিত্র গ্রন্থ কোনোদিন কোনো অবস্থায় কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি?
কোনো এক ভোরবেলা, রাত্রি শেষে শুভ শুক্রবারে মৃত্যুর ফেরেশতা যদি এসে দেয় যাওয়ার তাকিদ; অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।
আমি থাকবো না এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে। পৃথিবীটাতো না থাকারই জায়গা।
আমার মায়ের সোনার নোলক, হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে।
কবির কাজ স্বপ্ন দেখানো, আমি এই জাতিকে স্বপ্ন দেখিয়েছি।
কেউ বিশ্বাস করুক বা না করুক এই মরজগতে মৃত্যুই সুন্দর। সব অমরতার গল্পই কীটদ্ৰষ্ট কাগজমাত্র।
আমার লড়াই তথাকথিত শিক্ষিত শ্রেণির বিরুদ্ধে একজন কবির লড়াই।
হিন্দির দাপটে কলকাতা থেকে বাংলা বিতাড়িত প্রায়, কলকাতার লেখকরা ঢাকামুখী, সময় বদলে যাচ্ছে কিন্তু তাতে আত্মতৃপ্তির বা আত্মশ্লাঘা অনুভের কিছু নেই। হিন্দির দাপট কিন্তু বাংলাদেশেও দেখা যাচ্ছে। আকাশ সংস্কৃতির যুগে স্যাটেলাইটের সহায়তায় বাংলাদেশের ঘরে ঘরে এখন হিন্দির অধিষ্ঠান ঘটে চলেছে।
আমরা জানি । আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখাবয়বে আগামী ঊষার উদয় কালের নরম আলোর ঝলকানি।
আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না।