
Airin Sultana
Date of Birth | : | 04 September, 1988 (Age 36) |
Place of Birth | : | Jessore, Bangladesh |
Profession | : | Actress, Bangladeshi Model |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
Instagram
|
আইরিন সুলতানা (Airin Sultana) হলেন বাংলাদেশের একজন মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী। ২০০৮ সালের 'প্যান্টেনা ইউ গট দ্য লুক' প্রতিযোগিতায় তিনি 'সেরা হাসি' পুরস্কার পাবার পর থেকে বিনোদন মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি দেশে এবং বিদেশে বহু র্যাম্প মডেলিং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি চলচ্চিত্রে অভিষেক করেন, দেবাশীষ বিশ্বাস পরিচালিত ভালোবাসা জিন্দাবাদ সিনেমায় অভিনয়ের মাধ্যমে, যা ২০১৩ সালের ৮ নভেম্বর মুক্তি পায়। এই সিনেমাটি বক্স অফিসে সাড়া জাগায়। তিনি ছয়টির বেশি সিনেমায় অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন
কর্মজীবন
তার চলচ্চিত্রের মধ্যে রয়েছে আলভী আহমেদ পরিচালিত ইউ টার্ন, চেলেতি আবোল তাবোল, সাইফ চন্দন পরিচালিত ময়তি পাগল পাগল, সাইমন তারিক পরিচালিত টাইম মেশিন, এস এ হক অলিকে পরিচালিত এক পৃথিবী প্রেম, আকাশ আচার্জি পরিচালিত মায়াবিনী, সৈয়দ ওয়াহিদুজ্জামান পরিচালিত শেষ কথা। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ডায়মন্ড, আকাশ মহল, হারুন-উজ-জামান পরিচালিত পোদ্দমার প্রেম।তার প্রথম টেলিভিশন সিরিয়াল ছিল আশুতোষ সুজনের ম্যানপাওয়ার। তার দ্বিতীয় টেলিভিশন মেগা সিরিয়াল ছিল আফসানা মিমি পরিচালিত পৌষ ফাগিনার পালা।সৈকত নাসির পরিচালিত ট্র্যাপড ছিল তার প্রথম ওয়েব সিরিজ। অনন্য মামুন পরিচালিত তার দ্বিতীয় ওয়েব সিরিজ ছিল ধোকা। তার প্রথম মিউজিক ভিডিও ছিল সৈকত নাসির পরিচালিত বউ আনে দে, গায়ক কাজী শুভ। তার দ্বিতীয় মিউজিক ভিডিও ছিল সুইটি, গায়ক আকাশ সেন, পরিচালনা করেছেন অনন্য মামুন। ইভান মনোয়ারের পরিচালনায় তার প্রথম কবিতার ভিজ্যুয়াল ছিল ভুল প্রেমে কেটে গেছে ত্রিশ বোসন্তো।