photo

Abu Taher (Artist)

Artist
Date of Birth : 19 Jun, 1936
Date of Death : 18 Dec, 2020
Place of Birth : Dhaka, Bangladesh
Profession : Artist
Nationality : Bangladeshi
আবু তাহের (Abu Taher) (১৯৩৬– ১৮ ডিসেম্বর ২০২০) বাংলাদেশের চিত্রশিল্পী যিনি চারুকলায় বিশেষ অবদানের জন্য ১৯৯৪ সালে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত হন।

জীবনী
আবু তাহের ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৩ সালে ঢাকা চারুকলা ইন্সটিটিউট থেকে বিএফএ ডিগ্রি লাভ করেন। চারুকলায় বিশেষ অবদানের জন্য ১৯৯৪ সালে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত হন।
তার দুই ছেলে ও দুই মেয়ে।

পুরস্কার ও সম্মাননা
  • একুশে পদক -১৯৯৪
  • সুলতান স্বর্ণ পদক -শিল্পকলা একাডেমি

মৃত্যু
১৮ ডিসেম্বর ২০২০ সালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পূর্ণ সামরিক মর্যাদায় বনানীর সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

Quotes

Total 0 Quotes
Quotes not found.