photo

Abdur Rouf

Former Member of the Bangladesh Parliament
Date of Birth : 12 November, 1954 (Age 70)
Place of Birth : Bangladesh
Profession : Business, Politics
Nationality : Bangladeshi
আব্দুর রউফ (Abdur Rauf) হলেন একজন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং কুষ্টিয়া-৪ আসনের বর্তমান সংসদ সদস্য।

জীবনের প্রথমার্ধ

রউফের জন্ম ১২ নভেম্বর ১৯৫৪ সালে। তার এমএ ডিগ্রি রয়েছে।

কর্ম জীবন

রউফ বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০১৪ সালের ৫ জানুয়ারি কুষ্টিয়া-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ৪ জুলাই ২০১৫ তারিখে তিনি কুমারখালী উপজেলা খাদ্য অধিদপ্তরের গুদামে ব্রাজিলিয়ান গম প্রবেশে বাধা দেন। বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য গম আমদানি করেছে। রউফের মতে, গম নিম্নমানের এবং পরীক্ষা করা হয়নি।

Quotes

Total 0 Quotes
Quotes not found.