photo

Abdullah Hel Baki

Olympic athlete
Date of Birth : 01 August, 1989 (Age 35)
Place of Birth : Gazipur, Bangladesh
Profession : Olympic Athlete
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
আব্দুল্লাহ হেল বাকী (Abdullah Hel Baki) একজন বাংলাদেশী ক্রীড়া শ্যুটার । তিনি ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । অলিম্পিক গেমসের আগে তিনি ২০১৪ কমনওয়েলথ গেমসে রৌপ্য পদকও জিতেছিলেন । ২০১০ সালের কমনওয়েলথ গেমসে তিনি ব্রোঞ্জ পদকও জিতেছিলেন ।

২০১৮ সালের কমনওয়েলথ গেমস প্যারেড অফ নেশনস- এর উদ্বোধনী অনুষ্ঠানে আবদুল্লাহ হেল বাকী ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহী ছিলেন । পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য পদক জেতার পর তিনি ২০১৮ কমনওয়েলথ গেমসে দেশের প্রথম পদকও দাবি করেন ।

Quotes

Total 0 Quotes
Quotes not found.