photo

Abdullah al Mamun

Bangladeshi playwright and actor
Date of Birth : 13 July, 1942
Date of Death : 21 August, 2008 (Aged 66)
Place of Birth : Jamalpur District, Bangladesh
Profession : Bangladeshi Playwright, Actor
Nationality : Bangladeshi
আব্দুল্লাহ আল মামুন (Abdullah al Mamun)  একজন প্রসিদ্ধ বাংলাদেশী অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক।

প্রাথমিক জীবন

আব্দুল্লাহ আল মামুন ১৯৪২ সালের ১৩ই জুলাই জামালপুরে আমলা পাড়ায় জন্ম গ্রহণ করেন। আব্দুল্লাহ আল মামুনের পৈতৃক নিবাস শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে। তার পিতা অধ্যক্ষ আব্দুল কুদ্দুস এবং মাতা ফাতেমা খাতুন। তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে এম এ পাস করেন। আব্দুল্লাহ আল মামুন তার পেশাগত জীবন শুরু করেন বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবে। পরবর্তীকালে পরিচালক, ফিল্ম ও ভিডিও ইউনিট (১৯৬৬-১৯৯১), মহাপরিচালক, শিল্পকলা একাডেমী (২০০১) হিসেবে দায়িত্ব পালন করেন।

অসংখ্য নাটক রচনায় যেমন নিজের প্রতিভা আর শক্তির পরিচয় দিয়েছেন আব্দুল্লাহ আল মামুন, তেমনি নিজের অপরিমেয় ক্ষমতার প্রমাণ রেখেছেন তার নির্দেশনায় ও অভিনয়েও৷ তার রচিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে 'সুবচন নির্বাসনে', 'এখন দুঃসময়', 'সেনাপতি', 'এখনও ক্রীতদাস', 'কোকিলারা', 'দ্যাশের মানুষ', 'মেরাজ ফকিরের মা', 'মেহেরজান আরেকবার' ইত্যাদি৷ নাট্যসংগঠন থিয়েটার-এর তিনি প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। নাটকের সঙ্গে সঙ্গে নির্মাণ করেছেন চলচ্চিত্র, টিভি সিরিয়াল। শহীদুল্লাহ কায়সারের উপন্যাস 'সংশপ্তক' নিয়ে ধারাবাহিক নাটকের পরিচালক ও প্রযোজক হিসেবে তিনি পান প্রবাদপ্রতিম খ্যাতি। তার নির্মিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'সারেং বৌ' (১৯৭৮), 'শখী তুমি কার', 'এখনই সময়', 'জোয়ারভাটা', 'শেষ বিকেলের মেয়ে। তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র দুই বেয়াইয়ের কীর্তি।

সাহিত্য কর্ম

নাটক

আবদুল্লাহ আল মামুন যুদ্ধবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ‘শপথ’ নামে নাটক রচনা করেন ১৯৬৪ সালে। তিনি এ নাটকটি রচনা করেন মূলত বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের জন্য। প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে, মামুন ‘শপথ’ রচনার আগে ‘নিয়তির পরিহাস’, ‘বিন্দু বিন্দু রং’ শীর্ষক দুটো মৌলিক নাটক ছাড়া ক্রিস্টোফার মার্লোর ‘ডক্টর ফস্টাস’ বাংলায় অনুবাদ করেছিলেন। এছাড়াও তিনি নাট্যনিরীক্ষা করতে গিয়ে ‘ঋতুরাজ’ শীর্ষক এক কাব্যনাটক রচনা করেছিলেন।

    • সুবচন নির্বাসনে (১৯৭৪)
    • এখনও দুঃসময় (১৯৭৫)
    • এবার ধরা দাও (১৯৭৭)
    • সেনাপতি (১৯৮০)
    • অরক্ষিত মতিঝিল (১৯৮০)
    • ক্রসরোড ক্রস ফায়ার (১৯৮১)
    • আয়নায় বন্ধুর মুখ (১৯৮৩)
    • এখনও ক্রীতদাস (১৯৮৩)
    • শাহজাদীর কালো নেকাব (১৯৮৩)
    • চারদিকে যুদধ (১৯৮৩)
    • এখনও ক্রীতদাস (১৯৮৪)
    • তোমরাই (১৯৮৮)
    • দূরপাল্লা (১৯৮৮)
    • আমাদের সন্তানেরা (১৯৮৮)
    • তৃতীয় পুরুষ (১৯৮৮)
    • কোকিলারা (১৯৯০)
    • বিবিসাব (১৯৯১)
    • উজান পবন (১৯৯১)
    • কুরসী (১৯৯১)
    • দ্যাশের মানুষ (১৯৯৩)
    • একা (১৯৯৫)
    • স্পর্ধা (১৯৯৬)
    • মাইক মাস্টার (১৯৯৭)
    • মেরাজ ফকিরের মা (১৯৯৭)
    • মেহেরজান আরেকবার (১৯৯৮)

      উপন্যাস

      তাঁর লিখিত উপন্যাস গুলো হচ্ছে -

      • মানব তোমার সারা জীবন (১৯৮৮),
      • হায় পার্বতী (১৯৯১),
      • খলনায়ক (১৯৯৭)।

      Quotes

      Total 0 Quotes
      Quotes not found.