photo

A. M. M. Safiullah

Vice-Chancellor of Ahsanullah University of Science and Technology
Date of Birth : 17 August, 1947
Date of Death : 24 April, 2021 (Aged 73)
Place of Birth : Kishoreganj District, Bangladesh
Profession : Professor
Nationality : Bangladeshi
এ এম এম সফিউল্লাহ (A. M. M. Safiullah) বাংলাদেশী উপাচার্য। তিনি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। এর আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর দশম উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

শিক্ষা

সফিউল্লাহ পূর্ব পাকিস্তান ক্যাডেট কলেজে পড়াশোনা করেছেন (পরবর্তীকালে ফৌজদারহাট ক্যাডেট কলেজ নামকরণ করা হয়েছে)। ১৯৬৯ ও ১৯৬৭ সালে যথাক্রমে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর অর্জন করেন। স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. করেন ১৯৮১ সালে কমনওয়েলথ বৃত্তি নিয়ে । 

কর্মজীবন

সফিউল্লাহ ১৯৭৩ সালে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রভাষক হিসাবে যোগদান করেন এবং ১৯৮৪ সালে অধ্যাপক হয়েছিলেন। তিনি আগস্ট ২০০৬ সালের থেকে আগস্ট ২০১০ পর্যন্ত বুয়েটের দশম উপাচার্যের পদে অধিষ্ঠিত হন। বঙ্গবন্ধু সেতু নির্মাণের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত বিশেষজ্ঞদের প্যানেলে ছিলেন। এখন তিনি পদ্মা সেতু (বাংলাদেশে নির্মিত বৃহত্তম কাঠামো) নির্মাণের জন্য বিশেষজ্ঞদের প্যানেলে কাজ করছেন । এছাড়া তিনি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য হিসেবেও দ্বায়িত্ব পালন করেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.