সৌদি ভিসা স্টাম্পিং চেক

সৌদি ভিসা স্টাম্পিং চেক
Admin January 28, 2025 316
অনলাইন থেকে Saudi ভিসা চেক করতে প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি চালু করুন। তারপর ফোনে থাকা যে কোন ব্রাউজারের এড্রেস বারে visa.mofa.gov.sa লিখে সার্চ করুন বা ঐ লিংকে ক্লিক করুন। তাহলে আপনাকে Saudi visa check অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এখন ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে স্ক্রোল করুন।প্রযুক্তির কল্যাণে এখন ঘরে বসেই মোবাইলের মাধ্যমে অনলাইনে ভিসা চেক করা যায়। ভিসা চেক করার মাধ্যমে আপনি জানতে পারবেন ভিসাটির Sponsor কোম্পানীর নাম, ভিসার মেয়াদ এবং ভিসার ধরণ ইত্যাদি। তাছাড়া পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার মাধ্যমে আপনি বিভিন্ন অনাকাঙ্খিত সমস্যা থেকে বাঁচতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

কাজের জন্য কিংবা ঘুরতে অথবা হজ করতে যারা সৌদি আরব যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন বা যারা অলরেডি ভিসার কাগজ হাতে পেয়েছেন তারা চাইলে ভিসার বৈধতা জানতে পারবেন পাসপোর্ট নাম্বার দিয়ে ছবি ভিসা চেক করার মাধ্যমে। এবং এই প্রক্রিয়ায় আপনি নিশ্চিত হতে পারবেন আপনার ভিসার কাগজ সঠিক কিনা। নিচে সৌদি ভিসা চেক করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো

বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে হলে অবশ্যই ভিসা নিয়ে যেতে হবে, আবেদন শেষে যখন ভিসার কাগজ হাতে পাবেন সেটি সঠিক কিনা কিংবা সত্য কিনা কিংবা করে প্রকার ভুল হয়েছে কিনা এটি যাচাই করতে হলে অবশ্যই আপনাকে সৌদি আরব ভিসা চেকিং করতে হবে, এর মাধ্যমে জানতে পারবেন আপনার ভিসার মেয়াদ , স্পন্সর ভিসা হলে কোম্পানির নাম এবং অন্যান্য তথ্য।

সৌদি ভিসা চেক করার পদ্ধতি

সৌদি ভিসা চেক করার জন্য ভিজিট করুন – visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এই ওয়েবসাইটে। এখানে আপনার Passport Number, Nationality= Bangladesh এবং Visa Issuing Authority= Dhaka এবং ভিসার ধরন বাছাই করুন। এরপরে একটি ক্যাপচা পূরণ করে সার্চ অপশনে ক্লিক করলে আপনার সৌদি আরব ভিসা সম্পর্কিত তথ্য দেখতে পাবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে আপনি খুব সহজেই আপনার পাসপোর্ট নাম্বারটি ব্যবহার করে সৌদি আরব ভিসা চেক করতে পারবেন

তথ্য দিয়ে ভিসা চেক করুন

আপনাদের সামনে নিচের ছবির মত একটি পেজ আসবে। এখানে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই প্রদান করতে হবে।
  • Passport number – পাসপোর্ট নাম্বার বসিয়ে দিন।
  • Current Nationality –  আপনি কোন দেশ থেকে ভিসা চেক করতেছেন উক্ত দেশের নাম সিলেক্ট করুন।
  • Visa Type – আপনার ভিসার ধরন নির্বাচন করুন। অর্থাৎ আপনি কোন ধরনের ভিসা এর জন্য আবেদন করেছেন কিংবা কোন ভিসা নিয়ে সৌদি আরব যেতে যাচ্ছেন।
  • Visa Issuing Authority – যেহেতু ঢাকা থেকে রওনা হবেন, তাই এখান থেকে Dhaka সিলেক্ট করুন।
  • Image Code – পাশের ছবিতে থাকা কোড গুলো বসিয়ে দিন।

খালিঘরে উপযুক্ত তথ্য দিন

আপনার সামনে একটি ফরম ওপেন হবে। সেই ফরমটি উপযুক্ত ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে। আপনার যেই ইনফরমেশন গুলো দিতে হবে –
  • Passport Number
  • Current Nationality
  • Visa Type
  • Visa Issuing Authority ইত্যাদি।
Current Nationality এর স্থানে আপনার দেশ সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশি হন তবে Bangladesh সিলেক্ট করুন, আর যদি ভারতের হন তবে India সিলেক্ট করুন।

Visa Type এর স্থানে আপনার ভিসার ধরণ সিলেক্ট করতে হবে। যদি কাজের জন্য সৌদি যেতে চান তবে Work সিলেক্ট করুন, আর যদি ব্যবসায়ের উদ্দেশ্যে যান তবে Business visit সিলেক্ট করুন। একইভাবে শিক্ষার উদ্দেশ্যে গেলে Educational সিলেক্ট করুন।

বাংলাদেশের ক্ষেত্রে Visa Issuing Authority যেহেতু Saudi Mission in Dhaka হবে তাই এখানে Dhaka সিলেক্ট করুন। আর আপনি যদি ইন্ডিয়ার হন তবে আপনার ভিসা থেকে দেখে Visa Issuing Authority সিলেক্ট করুন।

উপরোক্ত ইনফরমেশন গুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার ভিসাকে ফলো করুন। দেখুন ভিসায় যেখানে যেভাবে ইনফরমেশন দেওয়া রয়েছে, ঠিক সেভাবেই ইনফরমেশন গুলো দিয়ে এই খালিঘর গুলো পূরণ করুন।

উপযুক্ত ইনফরমেশন দিয়ে খালিঘর পূরণ করার পর Captcha Code টি সঠিক ভাবে লিখুন। তারপর search বাটনে ক্লিক করুন।  

শেষ কথা

প্রিয় পাঠক, যারা সৌদিতে ভ্রমণ করতে চাচ্ছেন তাদের উচিত ভ্রমণের পূর্বেই সৌদি ভিসা চেক করে নেওয়া। ভিসা চেক করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভিসা ঠিক আছে কিনা, ভিসার ধরণ এবং কোম্পানির নামও এভাবে জেনে নিতে পারবেন।

এগুলো জানার মাধ্যমে আপনি সঠিক ভিসা নির্ণয় করতে পারবেন এবং ভিসা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। অনেক সময় ভুয়া ভিসার মাধ্যমে প্রতারণা করা হয়। তাই আপনার ভিসাকে নিজ দায়িত্বে অনলাইনে যাচাই করুন। মাত্র ২-৩ মিনিটের ব্যাপার।

যাইহোক, আশাকরি  সৌদি আবরের ভিসা চেক করার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি আরও কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।