সমাজকর্ম ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল

সমাজকর্ম ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল
Admin November 30, 2024 523

বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল ও জটিল সমাজের বহুমুখী সমস্যা মোকাবিলায় সমাজকর্মের উদ্ভব। সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতি, জ্ঞানও দক্ষতানির্ভর সাহায্যকারী পেশা, যা ব্যক্তি, দল ও সমষ্টি তথা মানুষের জীবনমান উন্নয়নে পরিকল্পিত পরিবর্তন আনায়নের মাধ্যমে তাদের সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলে।সমাজকর্ম সামাজিক বিজ্ঞানের একটি শাখা, যা একাধারে একটি  বিজ্ঞান ও কলা। শিল্পবিপ্লবের ফলে সমাজ ব্যবস্থা জটিল থেকে জটিলতর রূপ লাভ করার প্রেক্ষাপটে প্রথাগত সমাজকল্যাণ ব্যবস্থা অপর্যাপ্ত হয়ে পড়ায় প্রাতিষ্ঠানিক সমাজকর্মের আবির্ভাব হয়েছে।


সমাজকর্মের সংজ্ঞা 

সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি ও কৌশলনির্ভর একটি পেশাগত কর্মকা- ও প্রক্রিয়া, যা সামাজিক কল্যাণ আনয়নে প্রয়াস চালায়। আমেরিকার National Association of Social Workers (NASW) এমন এক প্রকাশিত সমাজকর্ম অভিধানের (১৯৯৫) সংজ্ঞানুযায়ী, “সমাজকর্ম হলো ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করার এক পেশাগত কর্মকা-, যা তাদের সামাজিক ভূমিকা পালন ক্ষমতাকে পুনরুদ্ধার ও শক্তিশালী করে এবং সামাজিক পরিবেশকে এই লক্ষ্যের উপযোগী করে গড়ে তোলে।”

সমাজকর্ম ১ম পত্র ১ম অধ্যায়

সৃজনশীল প্রশ্ন ১ : নূহা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে; যার সম্মান ও মাস্টার্স উভয় শ্রেণিতে ৬০ কর্মদিবসের মাঠকর্ম রয়েছে। বিষয়টির প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


ক. “Introduction to Social Welfare” গ্রন্থটি কার লেখা?
খ. সমাজকর্ম একটি পদ্ধতিনির্ভর সমাধান প্রক্রিয়া ব্যাখ্যা করো।
গ. নূহা যে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে তার বৈশিষ্ট্য বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি পাঠের আবশ্যকতা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ২ : কৃষক পরিবারের সন্তান আমজাদ হোসেন লেখাপড়া শিখে ভালো চাকরি পেয়েছিলেন। তাই জীবনের তাগিদে গ্রাম ছেড়ে বিভিন্ন শহরে পরিবার নিয়ে থেকেছেন। আজ তার সন্তানরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে অবস্থান করছে। নিজেদের প্রয়োজনেও এখন সন্তানদের কাছে পান না। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বেড়েছে। একই সাথে এসব সমস্যা থেকে উত্তরণের জন্য কিছু পেশাদার পদ্ধতিও আবিষ্কৃত হয়েছে।

ক. ‘বিপ্লব’ শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
খ. সামাজিক নিরাপত্তা বলতে কী বোঝায়?
গ. আমজাদ হোসেনের পারিবারিক জীবনে যে বিশেষ বিষয়টি লক্ষণীয় তার বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত পেশাদার পদ্ধতি সমাজের বহুমুখী সমস্যা সমাধানে যথেষ্ট ভূমিকা রাখে- বিশ্লেষণ করো।


সৃজনশীল প্রশ্ন ৩ : রিনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে। আর কিছুদিনের মধ্যে স্নাতক শ্রেণির ভর্তিযুদ্ধে অবতীর্ণ হতে হবে তাকে। তার জন্য যথাযথ প্রস্তুতিও চলছে। অবশেষে এমন একটি বিষয়ে তার উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ হয় যেটির জন্ম হয়েছে আধুনিক জটিল শিল্প সমাজের বহুমুখী সমস্যাগুলো সার্থকভাবে মোকাবিলা করার জন্য। বাস্তবতা এবং যুগের সাথে তাল মেলানোর জন্য বিষয়টির কতগুলো সুনির্দিষ্ট নিজস্ব পদ্ধতি, নীতিমালা এবং মূল্যবোধও গড়ে উঠেছে।

ক. সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?
খ. সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকে রিনা যে বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে। তার লক্ষ্য ও উদ্দেশ্য পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা করো।
ঘ. বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষিতে উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৪ : ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞানের এমন একটি বিষয় নিয়ে অধ্যয়ন করছে যে বিষয়টি বৈজ্ঞানিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও সুনির্দিষ্ট মূল্যবোধভিত্তিক এমন একটি পেশা যা কতগুলো পদ্ধতির মাধ্যমে সামাজিক সমস্যার বিজ্ঞানসম্মত সমাধান দিতে সক্ষম।

ক. পদ্ধতি কী?
খ. পেশা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ফাতেমা সামাজিক বিজ্ঞানের কোন বিষয়ে অধ্যয়ন করছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ফাতেমার অধ্যয়নকৃত বিষয়টির জ্ঞান সামাজিক সমস্যা সমাধানে কীভাবে ভূমিকা রাখতে পারে? বিশ্লেষণ করো।


সৃজনশীল প্রশ্ন ৫ : লিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞানের এমন একটি বিষয় নিয়ে অধ্যয়ন করছে যে বিষয়টি বৈজ্ঞানিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও সুনির্দিষ্ট মূল্যবোধ ভিত্তিক এমন একটি পেশা যা কতকগুলো পদ্ধতির মাধ্যমে সামাজিক সমস্যার বিজ্ঞানসম্মত সমাধান দিতে সক্ষম।

ক. সমাজকর্ম কী?
খ. সমাজকর্মের উদ্ভব ঘটেছে কেন?
গ. উদ্দীপকে লিজা সামাজিক বিজ্ঞানের কোন বিষয়ে অধ্যয়ন করছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে লিজার অধ্যয়নকৃত বিষয়টির জ্ঞান সামাজিক সমস্যা সমাধানে কীভাবে ভূমিকা রাখছে পারে? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৬ : মি. সাইমন একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তাঁর সংস্থাটি সমস্যাগ্রস্ত ব্যক্তি, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু, মানসিক প্রতিবন্ধী, জনসংখ্যা হ্রাস ও অপরাধপ্রবণ শিশুদের উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে কাজ করে। সংস্থাটি দীর্ঘদিন যাবৎ মানুষের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন, সম্পদের সদ্ব্যবহারসহ আর্থ-সামাজিক ও মনো-দৈহিক সমস্যা দূরীকরণে অবদান রেখে যাচ্ছে।

ক. CSWE-এর পূর্ণরূপ কী?
খ. সমাজকর্মের ধারণা পাও।
গ. অনুচ্ছেদে সমাজকর্মের যেসব পরিধির উল্লেখ রয়েছে সেগুলো চিহ্নিত করে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে সমাজকর্মের গুরুত্ব বিশ্লেষণ করো।


সৃজনশীল প্রশ্ন ৭ : মোহন একটি সমাজ উন্নয়নমূলক সংস্থায় কর্মরত। তার সংস্থাটি গ্রামীণ ভূমিহীনদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয়। নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। আবার নারী ও শিশু নির্যাতনের কারণ অনুসন্ধান করে তা মোকাবিলার উপায় উদ্ভাবনে নিয়োজিত থাকে।

ক. সক্ষমকারী প্রক্রিয়া কী?
খ. পেশাদার সমাজকর্মীর ভূমিকা ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সমাজকর্মের পরিধিভুক্ত যেসব কার্যক্রমের কথা বলা হয়েছে তা বর্ণনা করো।
ঘ. ‘মোহনের সংস্থার কাজের মাধ্যমে সমাজকর্মের পরিধির সামান্যই প্রতিফলিত হয়েছে’-উদ্ভিটি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮ : জনাব রেজাউল করিম একটি বেসরকারি সংস্থায় সেবা প্রদান করেন। সংস্থাটি বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মনো-সামাজিক সমস্যার সমাধান দিয়ে থাকে পেশাগত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে। রেজাউল করিম সমস্যাগ্রস্তকে তার সম্পদের পূর্ণ ব্যবহার করে এমনভাবে সমস্যা সমাধান করে থাকে যাতে সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজেই নিজের সমস্যার মোকাবিলা করতে পারে।

ক. সমাজকর্ম কী?
খ. সমাজকর্ম পেশার লক্ষ্য কী?
গ. উদ্দীপকে উল্লেখিত জনাব রেজাউল করিমের পেশার বৈশিষ্ট্যগুলো কেমন? বিস্তারিত আলোচনা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত জনাব রেজাউল করিমের পেশার প্রয়োজনীয়তা আছে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ৯ : গ্রামে স্ত্রী ও সন্তানকে রেখে শহরে কাজের সন্ধানে আসে খালেক মিয়া। শহরে এসে তিনি নানা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ে। ফলে তিনি তার পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার পরিবারও তার খোঁজ খবর না পেয়ে অত্যন্ত চিন্তাগ্রস্ত। অভিভাবকত্বহীন অবস্থা এবং আর্থিক অসচ্ছলতার চাপে খালেক মিয়ার স্ত্রী ও সন্তান এখন মানবেতর জীবন যাপন করছে।

ক. যেকোনো উন্নয়ন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন কীসের উপর নির্ভরশীল?
খ. পরিবর্তনশীল বিশ্বের সমস্যা মোকাবিলায় সমাজকর্মের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. খালেক মিয়ার পরিবারের সমস্যা মোকাবিলায় কোন বিষয়টি ভূমিকা রাখতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. শুধু খালেক মিয়া ও তার পরিবারের সমস্যার সমাধানই বিষয়টির পরিধির অন্তর্ভুক্ত মন্তব্যটি বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ১০ : ফাতেমা একটি সমাজ উন্নয়নমূলক সংস্থায় কর্মরত। তার সংস্থাটি গ্রামীণ ভূমিহীনদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয়। নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। আবার নারী ও শিশু নির্যাতনের কারণ অনুসন্ধান করে তা মোকাবিলার উপায় উদ্ভাবনে নিয়োজিত থাকে।

ক. সমাজকর্ম কাকে বলে?
খ. আত্মকর্মসংস্থান বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে সমাজকর্মের পরিধিভুক্ত যেসব কার্যক্রমের কথা বলা হয়েছে তা বর্ণনা কর।
ঘ. ফাতেমার সংস্থার কাজের মাধ্যমে সমাজকর্মের পরিধির সামান্যই প্রতিফলিত হয়েছে-উক্তিটি ব্যাখ্যা কর।