শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন

শিক্ষাসফর প্রতিটি ছাত্র-ছাত্রীর জন্য একটি আনন্দদায়ক এবং শিক্ষামূলক অভিজ্ঞতা। শিক্ষাসফরের মাধ্যমে শিক্ষার্থীরা বইয়ের বাইরে বিভিন্ন কিছু শিখতে পারে। জীবনে অন্তত একবার শিক্ষাসফরে যাওয়া প্রায় সব শিক্ষার্থীর জন্যই একটি বিশেষ স্মৃতি হয়ে থাকে। শিক্ষাসফরে অংশ নিতে চাইলে প্রধান শিক্ষক বা অধ্যক্ষের কাছে আবেদন করতে হয়। তাই কীভাবে শিক্ষাসফরের জন্য সঠিকভাবে আবেদন লিখতে হয় তা জানা অত্যন্ত জরুরি। আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো, কীভাবে শিক্ষাসফরে যাওয়ার জন্য আবেদন লিখতে হয়।
শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন ক্লাস ফাইভ:
তারিখ: ১৫-০৪-২০২৪
বরাবর
প্রধান শিক্ষক,
সোনাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিষয়:শিক্ষা সফরে যাওয়ার জন্য ও স্কুল তহবিল থেকে সাহায্যর জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার স্কুলের পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আগামী মাসে আমরা শিক্ষা সফরে যেতে আগ্রহী। শ্রেণিকক্ষে সীমাবদ্ধ পাঠ্যসূচির বাহিরে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা সফর সহায়ক হিসেবে হবে বলে আমরা আশা করি। আমরা ইতিহাসখ্যাত কুমিল্লার ময়নামতিতে যেতে চাই। ময়নামতি সম্পর্কে পাঠ্যবই আমরা অনেক কিছু করেছি, বাস্তবে তা আমরা প্রত্যক্ষ করে জ্ঞানের পরিধি বাড়াতে চাই।
অতএব, জনাবের নিকট আকুল নিবেদন, আমাদের শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দানে বাধিত করবেন।
সোনারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে হতে,
মায়া আক্তার
রোল ১, শাখা: ক
শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন দশম শ্রেণি:
তারিখ: ১৫.০৪.২০২৪
বরাবর
প্রধান শিক্ষক
সোনাহাট হাই স্কুল।
বিষয়: শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমাদের বিদ্যালয় থেকে প্রতিবছর শিক্ষা সফরে যাওয়া হয়। প্রতিবছরের মতো এ বছরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি শিক্ষা সফরে যাব। কারণ শিক্ষা সফর প্রতিটি ছাত্রছাত্রীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা সোনা মসজিদে যেতে চাই। তাই আমাদের অনুমতি দানে বাধিত করুন।
অতএব জনাবের নিকট আকুল আবেদন শিক্ষা সফরে অনুমতি প্রদানে বাধিত করবেন।
সোনা হাট হাই স্কুলের পক্ষ থেকে,
মোঃ রবিন
শ্রেণী দশম,শাখা ক
কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন:
তারিখ: ১৫.০৪.২০২৪
বরাবর
অধ্যক্ষ
সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়
ভুরুঙ্গামারী,সোনাহাট।
বিষয়: শিক্ষা সফরে যাওয়ার জন্য ও কলেজ তহবিল থেকে সাহায্যর জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে আমরা আপনার কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রী। আমাদের কলেজে প্রতিবছর পড়াশোনার পাশাপাশি অন্যান্য জ্ঞান অর্জনের জন্য শিক্ষা সফরের আয়োজন করা হয়। প্রতি বছরের মত এ বছরেও বিজ্ঞান বিভাগ থেকে ও মানবিক বিভাগ থেকে ৮০ জন ছাত্র-ছাত্রী শিক্ষা সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। শিক্ষা সফরের স্থান হিসেবে মহাস্থানগড়ে যেতে ইচ্ছা পোষন করেছেন। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রদান ও সফরের ব্যয় নির্বাহের জন্য কলেজ তহবিল থেকে আর্থিক সহায়তা চাচ্ছি।
অতএব জনাবের নিকট আকুল আবেদন শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রদান করবেন।
একাদশ শ্রেণির পক্ষ থেকে
মোঃ মিনহাজ
সোনাহাট ডিগ্রী মহাবিদ্যালয়।