রেইনকোট গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর

রেইনকোট গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর
Admin November 28, 2024 609
রেইনকোট’ গল্পটি একটি প্রতীকী গল্প। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। এ গল্পে মুক্তিযুদ্ধের শেষপর্যায়ে ঢাকার যুদ্ধাবস্থা, এ দেশের মানুষের ওপর পাকিস্তান সেনাবাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের দিক প্রতিফলিত হয়েছে। তাদের অত্যাচারে সারা দেশের মতো ঢাকা শহরের মানুষের আতঙ্কগ্রস্ত জীবনচিত্র ও মুক্তিযোদ্ধাদের তৎপরতা দেখা যায়। তেমনই একটি ঘটনা এ গল্পের বিষয়বস্তু। যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংস করে দেওয়া হয়েছে।

রেইনকোট গল্পের মূলভাব ব্যাখ্যা সহ জেনে নিন

প্রিয় পাঠক আপনি যদি অনুসন্ধান করে থাকেন রেইনকোট গল্পের মূলভাব ব্যাখ্যা সহ তবে এই আর্টিকেলের মাধ্যমে বিস্তারিত ধাপে ধাপে মূল কথা, বক্তব্য, সারাংশ, সারমর্ম বা বিষয়বস্তু জেনে নিন। চলুন তবে শুরু করা যাক।

রেইনকোট গল্পের মূলভাব

রেইনকোট’ গল্পটি একটি প্রতীকী গল্প। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। এ গল্পে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকার যুদ্ধাবস্থা, এদেশের মানুষের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের দিক প্রতিফলিত হয়েছে।

তাদের অত্যাচারে সারা দেশের মতাে ঢাকা শহরের মানুষের আতঙ্কগ্রস্ত জীবনচিত্র ও মুক্তিযােদ্ধাদের তৎপরতা দেখা যায়। তারই একটি ঘটনা এ গল্পের বিষয় : যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফর্মার। ধ্বংস করে দেওয়া হয়েছে।

প্রিয় পাঠক আপনি এই আর্টিকেলে রেইনকোট গল্পের মূলভাব নিয়ে পড়ছেন । পাশাপাশি চাইলে আপনাদের পাঠ্যবিষয়ক অন্যান্য আর্টিকেল গুলো ও আমাদের সাইটের মাধ্যমে পড়ে নিতে পারবেন। চলুন বাকী অংশ শেষ করে নেওয়া যাক।

রেইনকোট গল্পের ব্যাখ্যা

ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা ও আবদুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন। চালিয়ে মুক্তিযােদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে । নুরুল হুদার  জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে। 

পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, তার পরদিন সকালে ছিল বৃষ্টি। তলব পেয়ে। সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোটটি পরতে হয় সেটি ছিল তার শ্যালক মুক্তিযােদ্ধা মিন্টুর।

গল্পে এ রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযােদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভিতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম— তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এ গল্পে।

ধন্যবাদ আপনার অনুসন্ধানের জন্য এবং আমাদের সাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান রেইনকোট গল্পের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের সাইটের মাধ্যমে খুঁজে পেতে সক্ষম হয়েছেন।

সৃজনশীল প্রশ্ন নম্বর ১ এর উত্তর সমূহ

ক উত্তরঃ রেইনকোট’ গল্পটি ১৯৯৫ সালে প্রকাশিত হয়।

খ উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীত রুশ বাহিনীর জন্য যেমন কল্যাণ বয়ে এনেছিল তেমনই বর্ষা মৌসুম মুক্তিযােদ্ধাদের জন্য। সুফল বয়ে আনে— এ কথাটি বােঝাতেই প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনী প্রচণ্ড শীতের কারণে রুশ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়েছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রবল বর্ষায় তেমনি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল পাকিস্তানি বাহিনী ।

গ উত্তরঃ চিত্রে ‘রেইনকোট গল্পের পাকিস্তানি মিলিটারির নির্মম অত্যাচারের দিকটি ফুটে উঠেছে।

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার মানুষের ওপর অমানবিক নির্যাতন চালায়। এই নির্যাতনের হাত থেকে নারীপুরুষ, ছেলে-বৃদ্ধ কেউ রেহাই পায়নি। পাকিস্তানি সেনাদের গণহত্যায় ভারী হয়ে ওঠে বাংলার আকাশ-বাতাস।

উদ্দীপকের চিত্রে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নির্যাতনের দিকটি প্রতিফলিত হয়েছে। তারা বাংলার অসহায় মানুষের ওপর নির্মম অত্যাচার চালায়। চিত্রে পাকিস্তানি সেনাদের নিষ্ঠুরতার দিকটি ফুটে উঠেছে।

রেইনকোট’ গল্পেও কলেজ শিক্ষক নুরুল হুদার জবানিতে পাকিস্তানি সেনাদের বর্বরতার দিকটি ফুটে উঠেছে। মিলিটারির নির্যাতনের ভয়ে বাংলার মানুষ ছিল আতঙ্কগ্রস্ত । শ্যালক যুদ্ধে গেলে নুরুল হুদা নিজেও মিলিটারির ভয়ে পালিয়ে বেড়িয়েছে। তাকে ডেকে নিয়ে গিয়ে মুক্তিযােদ্ধাদের বিষয়ে জানার জন্য অমানবিক নির্যাতনও চালানাে হয়।

এ সময় শধ নরল হদা নয়, লক্ষ লক্ষ নিরস্ত্র বাঙালির ওপর তারা অত্যাচার ও গণহত চালিয়েছে। তাই বলা যায়, চিত্রে রেইনকোট’ গল্পে প্রতিফলিত পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচারের দিকটি ফুটে উঠেছে।

সারকথা : রেইনকোট’ গল্পে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচারের দিকটি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের চিত্রেও পাকিস্তানি সেনাদের বর্বর অত্যাচারের দিকটি ফুটে উঠেছে।
ঘ উত্তরঃ “হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা- উদ্দীপকের এই বক্তব্যের মতাে ‘রেইনকোট’, গল্পেও প্রতিরােধের চিত্র রয়েছে।”

মন্তব্যটির সঙ্গে আমি একমত। পাকিস্তানি মিলিটারির বিরুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাঙালি জাতি ছিনিয়ে এনেছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। বাংলার দামাল ছেলেরা নিজেদের জীবন বাজি রেখে মাতৃভূমির মুক্তির জন্য লড়াই করেছেন। সর্বশক্তি দিয়ে তারা শত্রুদের প্রতিহত করেন।

উদ্দীপকে হানাদার বাহিনীর নির্মম অত্যাচার বর্ণনার পাশাপাশি মুক্তিযােদ্ধাদের লড়াইয়ের বিষয়টি প্রতিফলিত হয়েছে। তারা আপ্রাণ লড়াই করেন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। বাঙালি জাতির সাহসিকতার পরিচয় ‘রেইনকোট’ গল্পেও পাওয়া যায়। কলেজ শিক্ষক নুরুল হুদার শ্যালক মিন্টু একজন মুক্তিযােদ্ধা।

মুক্তিযুদ্ধের শেষদিকে মুক্তিযােদ্ধাদের গেরিলা আক্রমণে পাকিস্তানিরা কোণঠাসা হয়ে পড়ে। এছাড়া নুরুল হুদার দেশপ্রেম ও সাহসিকতার কথাও গল্পে স্পষ্ট হয়ে উঠেছে। মুক্তিযােদ্ধাদের ছােট ছােট আক্রমণে পাকিস্তানি বর্বর শাসকের ভিত কেঁপে ওঠে।