পাসপোর্ট করতে কি কি লাগে

পাসপোর্ট করতে কি কি লাগে
Admin February 18, 2024 164

আসসালামু আলাইকুম। পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে এই সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনলাইনে সঠিক ভাবে ই পাসপোর্ট আবেদন করার পরেও আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে নানাবিধ বিড়ম্বনায় পড়তে হয়। আমরা জানতে চলেছি পাসপোর্ট অধিদপ্তর এবং বাংলাদেশ ইমিগ্রেশন হতে সর্বশেষ নির্দেশাবলীতে ই পাসপোর্ট করতে যে সব কাগজপত্র কথা উল্লেখ করা হয়েছে।

আঞ্চলিক পাসপোর্ট অফিস সাধারণত জেলা শহর কিংবা বিভাগীয় শহরে অবস্থিত হওয়ার ফলে পাসপোর্ট অফিসে যাতায়াত সকলের জন্য খুব একটা সহজ হয় না। এতে সময় এবং অর্থ উভহয় বেয় হয়। এসবের পরেও যদি পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র সাথে না নিয়ে যাওয়ার জন্য আবেদনটি সম্পন্ন না হয় তারচেয়ে কষ্ট আর কোথাও নেই।তাই পাসপোর্ট করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় এবং পাসপোর্ট অফিসে যে সকল কাগজপত্র জমা নিয়ে থাকে বা চেয়ে থাকে সে সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে লেখা টি সাজানো হয়েছে।

পাসপোর্ট কী?

আমাদের জাতীয় পরিচয়পত্র যেমন আমাদের দেশের অভ্যন্তরীণ কাজকর্মের জন্য একটি পরিচয়ের গুরুত্বপূর্ণ নথি বা ডকুমেন্ট তেমনি পাসপোর্ট আন্তর্জাতিক পর্যায়ের কাজকর্মের জন্য একটি পরিচয়ের গুরুত্বপূর্ণ নথি বা ডকুমেন্ট। অর্থাৎ, পাসপোর্ট থাকলে আপনি যেকোনো দেশে খুব সহজেই নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। কেননা সেখানে আপনার জাতীয় পরিচয়পত্রকে মূল্যায়ন করা হবে না। সেখানে পাসপোর্টই আপনার প্রধান পরিচয়।

একটি পাসপোর্টে সাধারণত বাহকের নাম, জন্মের তারিখ ও স্থান, ছবি, স্বাক্ষর, এবং অন্যান্য চিহ্নিতকরণের তথ্য থাকে। যেটা দিয়ে খুব সহজেই সকলকে আইডেন্টিফাই করা যায়। আগে একসময় হাতে লেখা পাসপোর্ট ছিল। যেটা জালিয়াতি করা সবচেয়ে সহজ ছিল। তারপর একসময় বাংলাদেশে মেশিন রিডেবল (এমআরপি) পাসপোর্ট আনা হলো। কিন্তু সেখানেও নিরাপত্তা ইস্যুটা রয়েই গেল। তাছাড়াও, এটার কর্মদক্ষতাও অনেক বেশি নয়। ফলে, বাংলাদেশ ২০২০ সাল থেকে আধুনিক বিশ্বের মতো E-Passport সেবা প্রদান শুরু করেছে। এখন আমরা জানবো ই পাসপোর্ট কী এবং ই পাসপোর্ট কীভাবে কাজ করে।

Documents for e passport Application

  • পাসপোর্ট আবেদনের অনলাইন কপি
  • আবেদন সামারি
  • জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন
  • পাসপোর্ট ফি পরিশোধের চালান রশিদ
  • নাগরিক সনদ / চেয়ারম্যান সার্টিফিকেট
  • পেশা প্রমাণের ডকুমেন্ট

শিশুদের ই পাসপোর্ট করতে কি কি লাগে

শিশুদের পাসপোর্ট আবেদন করার জন্য অনলাইন জন্ম নিবন্ধন প্রয়োজন। তার সাথে শিশুর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি আবেদনের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা পাসপোর্ট আবেদনের সাথে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করা বাধ্যতামূলক।

শিশুদের পাসপোর্ট করতে যে সকল কাগজপত্র এবং ডকুমেন্টের প্রয়োজন হয় তা নিচে লিস্ট আকারে প্রকাশ করা হলো-

  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ
  • পিতা-মাতার আইডি কার্ডের ফটোকপি
  • Passport Application Summary
  • Application Form
  • পাসপোর্ট ফি পরিশোধের রশিদ
  • 3R Size ছবি Lab Print, Gray Background

সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট করতে যা যা লাগে

সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট আবেদন করতে সাধারণ জনগণের থেকে একটি ডকুমেন্ট বেশি লাগে, তা হচ্ছে NOC (No Objection Certificate) বা GO (Government Order) পেপার। এছাড়া বাকি সকল কাগজপত্র একজন সাধারণ নাগরিকের যা প্রয়োজন তাই এখানে প্রযোজ্য।

NOC: সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী ব্যক্তিগত কাজে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট আবেদন করলে তার বিভাগ, অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র সনদ (No Objection Certificate) সংগ্রহ করতে হয়।

GO: Go হলো Government Order বা সরকারি আদেশ। সরকারি / রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে যাওয়ার জন্য সরকারি আদেশ বা Government Order পাসপোর্ট করার সময় দাখিল করতে হয়।

প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট করতে কি কি লাগে

প্রাপ্তবয়স্ক অর্থাৎ যাদের বয়স ১৮ কিংবা তার বেশি তাদের ক্ষেত্রে পাসপোর্ট করতে হলে জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদ প্রয়োজন হয়।

  • আইডি কার্ডের ফটো কপি
  • ই পাসপোর্ট আবেদনের সামারি
  • Application Form
  • পাসপোর্ট ফি পরিশোধের চালান / ব্যাংক ড্রাফ
  • পেশা ছাত্র ছাত্রী হলে Student ID card
  • নাগরিক সনদ

প্রি পুলিশ ভেরিফিকেশন

প্রি পুলিশ ভেরিফিকেশন এটি সবার জন্য প্রযোজ্য নয়। যারা ইমারজেন্সি পাসপোর্ট করতে চাচ্ছে অর্থাৎ চিকিৎসার কারণে কিংবা জরুরী কাজে সুপার এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট করতে চাচ্ছেন তারা আগে থেকেই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আবেদন করতে হয়।

পাসপোর্ট ফি কতপাসপোর্ট ফি
স্ট্যাটাস চেক করুনPassport Status Check


হারানো পাসপোর্ট রি ইস্যু করতে কি লাগে?

হারানো পাসপোর্ট পুনরায় পেতে হলে রি ইস্যু আবেদন করতে হয়। আবেদন প্রক্রিয়া নতুন পাসপোর্ট আবেদনের প্রক্রিয়ার মতই। পাসপোর্ট করতে যে সকল ডকুমেন্ট জমা দিতে হয় তার সাথে অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে পাসপোর্ট হারানো জিডি সংযুক্ত করতে হয়।

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যায়?

যাদের বয়স ২০ বছরের কম অর্থাৎ জাতীয় পরিচয়পত্র হয়নি তারা চাইলে অনলাইন জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে ই পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে পিতা-মাতা জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলকভাবে সংযুক্ত করতে হবে।

পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম কোনটি?

অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন সাবমিট করার সর্বশেষ ধাপে আবেদনের সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার অপশন দেয়া হয়। আপনি আবেদনের যা যা পূরণ করেছেন তা সেই ফরমে উল্লেখ থাকে।

পাসপোর্ট রি ইস্যু করতে কি কি লাগে?

পাসপোর্ট রি ইস্যু করতে নতুন পাসপোর্ট আবেদন করতে যা যা লাগে তার সবগুলোই প্রয়োজন। তবে এ ক্ষেত্রে অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে পুরাতন পাসপোর্ট এবং এর ফটোকপি নিতে হয়।

পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে?

  • জাতীয় পরিচয়পত্র
  • জন্ম নিবন্ধন (যাদের বয়স ২০ বছরের কম)
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য হলে)
  • লিখিত আবেদন
  • অঙ্গীকারনামা
  • পুরাতন পাসপোর্ট ও পাসপোর্টের ফটো কপি।

জাতীয় পরিচয়পত্র ছাড়া পাসপোর্ট করা যায়?

আপনার বয়স ২০ বছর অতিক্রম করার আগ পর্যন্ত জাতীয় পরিচয় পত্র ছাড়া অনলাইন জন্ম নিবন্ধন ব্যবহার করে পাসপোর্ট করা যায়।