অযুর দোয়া

অযুর দোয়া
Admin October 16, 2024 269

অজু আরবি শব্দ। যার অর্থ স্বচ্ছ, পরিচ্ছন্ন। ইবাদতের জন্য দেহের অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করার মাধ্যমে পবিত্রতা অর্জন করা হলো অজু। অজু ইবাদত। এতে সওয়াবও পাওয়া যায়। নামাজের আগে অজু করা বাধ্যতামূলক। নামাজ ছাড়াও অনেক ইবাদতের জন্য অজু করতে হয়। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে তখন তোমাদের মুখ ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে এবং মাথা মাসেহ করবে আর পা টাখনু (গ্রন্থি) পর্যন্ত ধৌত করবে।’ (সুরা মায়েদা, আয়াত: ৬)

অজুর আগের দোয়া

অজুর শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলা মুস্তাহাব। শুধু ‘বিসমিল্লাহ’ বললেও চলবে। শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে মাঝখানে পড়ে নেবে। আর যদি অজুর শেষে মনে হয়, তা হলে আর বলবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলবে না, তার অজু (সওয়ারেব দিক থেকে) পরিপূর্ণ হবে না।’ (তিরমিজি, হাদিস: ২৫) আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) অজুর শুরুতে এই দোয়া পড়তে বলেছেন

বাংলা উচ্চারণ: ‘বিসমিল্লাহিল আজিমি, ওয়াল হামদু লিল্লাহি আলাল ইসলামি।’

বাংলা অর্থ: মহান আল্লাহর নামে শুরু করছি এবং সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে ইসলামের ওপর রেখেছেন।

অজুর সময়ের দোয়া

অজু করার সময় এ দোয়াটি পড়তে থাকা اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي ، وَوَسِّعْ لِي فِي دَارِي ، وَبَارِكْ لِي فِي رِزْقِي

বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মাগফিরলি জামবি, ওয়া ওয়াসসি লি ফি দারি, ওয়া বারিক লি ফি রিজকি।’

বাংলা অর্থ: হে আল্লাহ! আমার গুনাহ মাফ করে দাও। আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও। এবং আমার রিজিকে বরকত দিয়ে দাও। (নাসায়ি, হাদিস: ৯৯০৮) 

অজু শেষের দোয়া 

অজু শেষে কালেমায়ে শাহাদাত পড়া উত্তম। এটা পড়লে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে, সেটা দিয়ে অজুকারী প্রবেশ করতে পারবে। শাহাদাতটি হলো أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

বাংলা উচ্চারণ: ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকালাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু। 

বাংলা অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ (উপাসক) নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল। হে আল্লাহ! আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন। (নাসায়ি, হাদিস:  ৯৯১২)