অভিক্ষেপ কাকে বলে

অভিক্ষেপ জ্যামিতি একটি জ্যামিতি যাতে বিন্দু ও রেখার ধারণা প্রতিসম। বিশেষত, যেখানে ইউক্লিডীয় জ্যামিতিতে দুইটি রেখা সমান্তরালও হতে পারে, অভিক্ষেপ জ্যামিতিতে দুইটি রেখা সব সময় একটি এবং কেবলমাত্র একটি বিন্দুতে ছেদ করে (তুলনীয়, দুইটি বিন্দু দিয়ে একটি এবং কেবলমাত্র একটি রেখা টানা যায়।
অভিক্ষেপ কাকে বলে :
অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলোকে ভূগোলক থেকে বিভিন্ন পদ্ধতিতে সমতল পৃষ্ঠে বিন্যস্ত মানচিত্র অভিক্ষেপকরে সঠিক ও নির্ভুলভাবে মানচিত্র আঁকা সম্ভব। অতএব, ভূগোলকের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলোকে সমতল পৃষ্ঠে স্থানান্তরিত করার বিভিন্ন পদ্ধতিকে মানচিত্র অভিক্ষেপ বলে।
মানচিত্র অভিক্ষক্ষেপে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলো জালের মত ছক তৈরি করে। এই ছককে ইংরেজীতে 'গ্রাটিকুল' বলে। মানচিত্র অভিক্ষেপ বলতে মূলত এই জালের মত ছককেই বোঝায়।
মানচিত্র অভিক্ষেপের ব্যবহার :
সমগ্র পৃথিবী বা পৃথিবীর অংশবিশেষের বিভিন্ন বিষয়ভিত্তিক মানচিত্র সঠিকভাবে আঁকার জন্য মানচিত্র অভিক্ষেপ ব্যবহার করা হয়। বৃহৎ স্কেলে অনেক বড় পরিধির ভূগোলক বহন বা নিয়ন্ত্রণ করতে অনেক অসুবিধা হতো। এ ছাড়া ভূগোলকের কোন অংশের বা অঞ্চলের কোন বিষয় সম্বন্ধে বিস্তারিত জানা বা দূরত্ব পরিমাপ করাও সম্ভব নয়। কাজেই মানচিত্রের উদ্দেশ্য ও স্কেল অনুসারে বিভিন্ন প্রকার মানচিত্র অভিক্ষেপ পদ্ধতি বিকাশ লাভ করেছে এবং মানচিত্র অংকনে ব্যবহৃত হচ্ছে।
অভিক্ষেপের বৈশিষ্ট্য :
অভিক্ষেপের প্রধান বৈশিষ্ট্য তিনটি। যথা
- সমতলের উপর অভিক্ষেপ অয়ন করা হয়।
- অক্ষরেখা ও দ্রাঘিমারেখার সাহায্যে অভিক্ষেপ অঙ্কন করা হয়।
- পৃথিবীর প্রকৃতি আনুপাতিকহারে হ্রাস করে বা নির্দিষ্ট স্কেলে অঙ্কন করা হয়।
অভিক্ষেপ কত প্রকার ও কি কি :
অক্ষরেখা ও দ্রাঘিমারেখা সমন্বিত ভূ-গোলক (Globe) হচ্ছে পৃথিবীর অবিকল আকৃতি বুঝানোর উপযুক্ত ক্ষুদ্রাকৃতির গোলক। কাঁচ, প্লাস্টিক বা অনুরূপ কোনো স্বচ্ছ পদার্থ দ্বারা তৈরি। এই ভূ-গোলকটির মধ্য দিয়ে আলো জালিকে ভূ-গোলকটিকে একখন্ড কাগজের মাধ্যমে ঢেকে দেয়া হলে কাগজের উপর কৃত্রিম অক্ষরেখা ও দ্রাঘিমারেখার ছায়া পতিত হয়। এই ছায়ারেখাগুলোই ভূ-গোলকের অভিক্ষেপ।
কিন্তু কার্যক্ষেত্রে কাগজটিকে এককভাবে ভূ গোলকের উপর স্থাপন করা সম্ভব নয়। এ কারণে বিভিন্ন অবস্থায় অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলোর ছায়া বিভিন্ন ধরনের হয়। ভূগোলকের উপর কাগজকে তিনভাবে স্থাপন করা হয় বলে অভিক্ষেপ প্রধানত তিন প্রকার। যথা
- শীর্ষদেশীয় বা মেরুদেশীয় অভিক্ষেপ (Zenithal Projection)
- শাঙ্কব অভিক্ষেপ (Conical Projection) এবং
- বেলন অভিক্ষেপ (Cylindrical Projection)