অপরিচিতা গল্পের এমসিকিউ

অপরিচিতা গল্পের এমসিকিউ
Admin November 30, 2024 446

অপরিচিতা’ মনস্তাপে ভেঙেপড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপস্খালনের অকপট কথামালা। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্যা হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে।

নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-


১. রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত?

ক. বিশ্বকবি

খ. চারণ কবি

গ. জাতীয় কবি

ঘ. নাগরিক কবি

উত্তরঃ ক. বিশ্বকবি


২. ‘গল্পগুচ্ছে’ কতটি গল্প সংকলিত হয়েছে?

ক. ৯১

খ. ৯২

গ. ৯৪

ঘ. ৯৫

উত্তরঃ ঘ. ৯৫


৩. রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করেছিলেন কেন?

ক. সাহিত্য সাধনার জন্য

খ. জমিদারি দেখাশোনার জন্য

গ. প্রকৃতির কাছে থাকার জন্য

ঘ. মানুষের কাছাকাছি থাকার জন্য

উত্তরঃ খ. জমিদারি দেখাশোনার জন্য


৪. কোথায় বসবাসের কাল রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ?

ক. শান্তিনিকেতন

খ. জোড়াসাঁকো

গ. শাহজাদপুর

ঘ. শিলাইদহ

উত্তরঃ ঘ. শিলাইদহ


৫. কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল?

ক. খান্দানি ঘর

খ. বনেদি ঘর

গ. অনেক বড় ঘর

ঘ. অনেক ছোট ঘর

উত্তরঃ গ. অনেক বড় ঘর


৬. ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল?

ক. অনুপমের

খ. মা’র

গ. মামার

ঘ. কল্যাণীর

উত্তরঃ গ. মামার


৭. অনুপমের বন্ধুর নাম কী?

ক. হিরণ

খ. হরিশ

গ. নরেশ

ঘ. পরেশ

উত্তরঃ খ. হরিশ


৮. হরিশ কোথায় কাজ করে?

ক. মালদহে

খ. বীরভূমে

গ. কানপুরে

ঘ. ভুজপুরে

উত্তরঃ গ. কানপুরে


৯. হরিশ ছুটিতে কোথায় এসেছিল?

ক. মালদহে

খ. কানপুরে

গ. আসানসোলে

ঘ. কলিকাতায়

উত্তরঃঘ. কলিকাতায়


১০. কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল?

ক. গ্রীষ্মের

খ. বর্ষার

গ. শীতের

ঘ. বসন্তের

উত্তরঃ ঘ. বসন্তের


১১. হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল?

ক. ঘটকালিতে

খ. তাস পেটাতে

গ. আসর জমাতে

ঘ. গুল মারতে

উত্তরঃ গ. আসর জমাতে


১২. অনুপমের ‘মন উতলা’ বলতে কী বুঝানো হয়েছে?

ক. উদ্বেগ

খ. উৎকণ্ঠা

গ. শঙ্কা

ঘ. আকুলতা

উত্তরঃ ঘ. আকুলতা


১৩. ‘অপরিচিতা’ গল্পে অনুপম ‘এই অবকাশ’ বলতে কোন সময়ে বোঝানো হয়েছে?

ক. এম. এ. পাসের পরের সময়

খ. কলেজের ছুটির সময়

গ. বিয়ের সিদ্ধান্ত হওয়ার পরের সময়

ঘ. বিয়ের আয়োজনের পূর্বের সময়

উত্তরঃ ক. এম. এ. পাসের পরের সময়


১৪. কার মন ছিল তৃষার্ত?

ক. হরিশের

খ. অনুপমের

গ. মামার

ঘ. মা’র

উত্তরঃ খ. অনুপমের


১৫. মামা কাকে পেলে ছাড়তে চান না?

ক. অনুপমকে

খ. হরিশকে

গ. কল্যাণীকে

ঘ. কল্যাণীর বাবাকে

উত্তরঃ ক. অনুপমকে


১৬. কথাটা কার বৈঠকে উঠল?

ক. বাবার

খ. মা’র

গ. হরিশের

ঘ. মামার

উত্তরঃ ঘ. মামার


১৭. মামার কাছে মেয়ের চেয়ে মেয়ের বাপের দেশত্যাগ করে পশ্চিমে গিয়ে বাস করার কারণ কী?

ক. গুরুতর

খ. গুরুত্বপূর্ণ

গ. জরুরি

ঘ. সাংঘাতিক

উত্তরঃ ক. গুরুতর


১৮. ‘অপরিচিতা’ গল্পে ‘বিবাহের ভূমিকা-অংশটা’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. মেয়ের রূপ সৌন্দর্যে

খ. মেয়ের বংশের কৌলিন্যে

গ. মেয়ের বাবার আতিথেয়তায়

ঘ. মেয়ের বাবার অর্থের লোভে

উত্তরঃ খ. মেয়ের বংশের কৌলিন্যে


১৯. কলিকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করেন?

ক. আন্দামান দ্বীপ

খ. লঙ্কা দ্বীপ

গ. সুবর্ণদ্বীপ

ঘ. নিঝুম দ্বীপ

উত্তরঃ  ক. আন্দামান দ্বী


২০. ‘অপরিচিতা’ গল্পের কথকের মনের মধ্যে কী ইচ্ছা ছিল?

ক. কানপুরে যাওয়ার

খ. কোনড়বগর ঘুরে আসার

গ. যৌতুক ছাড়াই বিয়ে করার

ঘ. লুকিয়ে বিয়ে করার

উত্তরঃ  গ. যৌতুক ছাড়াই বিয়ে করার


২১. অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন?

ক. বিষয়টি আপত্তিকর বলে

খ. কুলীন বংশে এটি চলে না

গ. মামার এতে ঘোরতর আপত্তি ছিল

ঘ. সাহস করে প্রস্তাব করতে না পারায়

উত্তরঃ ঘ. সাহস করে প্রস্তাব করতে না পারায়


২২. বিনুদাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কী বললেন?

ক. মেয়ে চমৎকার সুন্দরী

খ. মেয়েটা খুবই মিষ্টি

গ. খাঁটি সোনা বটে

ঘ. হীরের টুকরো একটা

উত্তরঃ ক. মেয়ে চমৎকার সুন্দরী


২৩. বিনুদার ভাষাটা কেমন?

ক. বড় নীরস

খ. অত্যন্ত আঁট

গ. নিতান্ত সাদামাটা

ঘ. চলনসই

উত্তরঃ  খ. অত্যন্ত আঁট


২৪. বিয়ে উপলক্ষে কন্যাপক্ষকে কোথায় আসতে হলো?

ক. কলকাতায়

খ. কানপুরে

গ. বোলপুরে

ঘ. শিয়ালদহে

উত্তরঃ ক. কলকাতায়


২৫. ‘অপরিচিতা’ গল্পের কন্যার পিতার নাম কী?

ক. বিশ্বনাথ ঘোষ

খ. শম্ভুনাথ সেন

গ. আদ্যিনাথ বৈদ্য

ঘ. বিশ্বম্ভর দাস

উত্তরঃ খ. শম্ভুনাথ সেন


২৬. ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত কার পেছনে মেয়ের বাপের লক্ষীর ঘটটি উপুড় করে দিতে দ্বিধা হবে না?

ক. দেশে সুন্দরী কন্যা নিয়ে বাস করা দায়

খ. আর্থিক দৈন্যে দেশে সমাজ রক্ষা করে চলা দায়

গ. পশ্চিমে বেশিরভাগ পুণ্যভূমি অবস্থিত

ঘ. মেয়ের বয়স বেশি হয়ে যাওয়ায়

উত্তরঃ খ. আর্থিক দৈন্যে দেশে সমাজ রক্ষা করে চলা দায়


২৭. পশ্চিমে মেয়ের বাবা কী অবস্থায় থাকেন?

ক. রাজার হালে

খ. জমিদারের মতো

গ. প্রজার মতো

ঘ. গরিব গৃহস্থের মতো

উত্তরঃ ঘ. গরিব গৃহস্থের মতো


২৮. ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত কার পেছনে মেয়ের বাপের লক্ষীর ঘটটি উপুড় করে দিতে দ্বিধা হবে না?

ক. জামাইয়ের

খ. মেয়ের

গ. অনুপমের

ঘ. মেয়ের শাশুড়ির

উত্তরঃ খ. মেয়ের


২৯. বরের হাট মহার্ঘ কেন?

ক. যোগ্য বরের অভাবে

খ. যৌতুকের কারণে

গ. স্থান-কাল-পাত্রের বাছবিচারে

ঘ. মেয়ের বয়সের কারণে

উত্তরঃ খ. যৌতুকের কারণে


৩০. অনুপমের মামার মন নরম হলো কেন?

ক. মেয়ের রূপ সৌন্দর্যে

খ. মেয়ের বংশের কৌলিন্যে

গ. মেয়ের বাবার আতিথেয়তায়

ঘ. মেয়ের বাবার অর্থের লোভে

উত্তরঃ ঘ. মেয়ের বাবার অর্থের লোভে


৩১. বিয়ের কত দিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন?

ক. এক দিন

খ. দুই দিন

গ. তিন দিন

ঘ. চার দিন

উত্তরঃ গ. তিন দিন