অনলাইন শপিং বাংলাদেশ

অনলাইন শপিং বাংলাদেশ
Admin January 28, 2025 102
এই মুহূর্তে বাংলাদশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শপিং সাইট হচ্ছে Daraz.com.bd. দারাজে পাওয়া যায় নানা ধরনের প্রোডাক্টস। ঘরোয়া শপিং থেকে শুরু করে ফ্যাশন, ইলেক্ট্রনিকস, গ্রোসারি আইটেমস, হেলথ এন্ড বিউটি প্রোডাক্টস সবই পাওয়া যায় দারাজে। কোরবানি ঈদের জন্য দারাজে তৈরি করা হয়েছে অনলাইন কোরবানির হাট। দারাজে শপিংয়ের পে করতে পারবেন মোবাইলে ব্যাংকিং দিয়ে, বিকাশ দিয়ে আবার ডেলিভারিতে ক্যাশও পে করা যায়। 

অনলাইন শপিং বাংলাদেশ

এই মুহূর্তে বাংলাদশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শপিং সাইট হচ্ছে Daraz.com.bd. দারাজে পাওয়া যায় নানা ধরনের প্রোডাক্টস। ঘরোয়া শপিং থেকে শুরু করে ফ্যাশন, ইলেক্ট্রনিকস, গ্রোসারি আইটেমস, হেলথ এন্ড বিউটি প্রোডাক্টস সবই পাওয়া যায় দারাজে। কোরবানি ঈদের জন্য দারাজে তৈরি করা হয়েছে অনলাইন কোরবানির হাট। দারাজে শপিংয়ের পে করতে পারবেন মোবাইলে ব্যাংকিং দিয়ে, বিকাশ দিয়ে আবার ডেলিভারিতে ক্যাশও পে করা যায়। আর বিকাশ দিয়ে পে করলে দেওয়া হয় ১০% ক্যাশব্যাক। দারাজে প্রায়ই থাকে আকর্ষণীয় অফার। অর্ডার দেওয়ার সময় আইটেম ভালোভাবে চেক করুন ও ডেলিভারিতে কতদিন লাগবে তা দেখে নিন। সাধারনত ঢাকার মধ্যে ২/৪ দিন ও ঢাকার বাহিরে ৫/৭ দিনে ডেলিভারি দেওয়া হয়ে থাকে।

বাংলাদেশের অন্যতম প্রধান অনলাইনে শপিং ওয়েবসাইট হচ্ছে ajkerdeal.com. নানা ধরণের অফার নিয়ে আপনাদের সামনে সবসময় হাজির আজকেরডিল। প্রায় সবসময়ই থাকছে নানা আইটেমের উপর বিশাল মূল্য হ্রাস। আজকের ডিলে আছে ফ্যাশন আইটেমস, আছে নানা ধরনের ইলেকট্রনিস আইটেমস এমন কি আছে গরু ছাগলের হাট। আজকের ডিলে পে করতে পারবেন বিকাশ দিয়ে অথবা মাস্টার, ভিসা কার্ড বা ডেলিভারির সময় ক্যাশ দিয়েও। বাংলাদেশের ক্রিকেট দলের কাপ্তান মাশরাফি আজকের ডিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন।

রকমারি বাংলাদেশের ইন্টারনেট ভিত্তিক বইয়ের দোকান।এখানে রয়েছে নানা রকমের বইয়ের সমাধান। বই প্রিয় মানুষদের জন্য রয়েছে অনেক অফার ও ছাড়। অনেক সময় বাজার ঘুরে পছন্দের বই খুঁজে পাওয়া দায়। এ ব্যাপারে রকমারি ভিন্ন। বিভিন্ন প্রকাশনার লিস্ট আছে এখানে। খুঁজে নিন আপনার প্রিয় বই। অর্ডার দিন আজই।

Bangladeshi online shops

বাংলাদেশের অনলাইন গ্রোসারি শপিংয়ের জগতে চালডাল পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে। এখানে আপনি পাবেন সকল ধরনের গ্রোসারি আইটেমস যা আপনার দরকার। চাল ডাল থেকে শুরু করে মাছ, মাংস, শাক সবজি, ফলমূল, তেল ঘি সব পাচ্ছেন চালডাল.কমে। বাড়িঘর, রান্নাঘর পরিস্কার পরিচ্ছন করার সবকিছুও একানে পাওয়া যায়। এছাড়া প্রতিনিয়তই থাকছে তাদের ওয়েবসাইটে নানা ধরনের প্রমশনাল অফার ও মূল্যহ্রাস। একটি নির্দিষ্ট টাকার বাজার করলে দেওয়া হচ্ছে ফ্রি ডেলিভারি। পেমেন্ট মাধ্যম হিসেবে এখানে গ্রহন করা হয় ক্যাশ, ডেবিট কার্ড, ক্রেডিটকার্ড ও বিকাশ। আজই ঘুরে আসুন চালডাল.কম
পিকাবো ইন্টারনেট ওয়েবসাইট বাংলাদেশে ইলেক্ট্রোনিক্স আইটেম বিশেষায়িত ব্যাবসা প্রতিষ্ঠান। তাদের কাছে আছে নানা ধরনের মোবাইল ফোন আছে হোম এপ্লায়েন্স আইটেম আছে নানা ধরনের গেইমিং গ্যাজেটস সহ নানা ধরনের একছেসরিস।
খাসফুড ওয়েবসাইটে পাচ্ছেন নানা ধরনে ইউনিক ও অরগানিক আইটেমস। খাঁটি দুধ, চিনি, মুড়ি, ঘি, মধুস নানা ধরনের প্রোডাক্টের সমারহ আছে খাস ফুডে। ১০০০ টাকার উপরে বাজারে রয়েছে ফ্রি ডেলিভারি। ডেবিট কার্ড বা বিকাশ দিয়ে পে করতে পারবেন আপনি। আইটেম পছন্দ না হলে ফিরিয়ে দেওয়ার অপশনও আছে খাসফুডে।
অন্যান্য জনপ্রিয় বাংলাদেশী অনলাইনে শপিংয়ের মধ্যে Othaba.com, Bagdoom  অন্যতম । আর যদি সেবামূলক প্রতিষ্ঠান খুঁজতে চান যারা বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকেন তবে যেতে পারেন।

আপনার অনলাইন বিজনেস আমাদের অয়েবসাইটে যুক্ত করতে চাইলে আমাদেরকে ইমেইল করুন।