মোবাইলে আউটসোর্সিং

মোবাইলে আউটসোর্সিং
Admin January 27, 2025 110
আউটসোর্সিং হলো ঘরে বসেই ইনকাম করার প্রক্রিয়া । এটি এমন একটি ব্যবসায়িক প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই দেশ বা দেশের বাইরের কোন কোম্পানির হয়ে কাজ করে টাকা ইনকাম করে । অথবা ঘরে বসে অনলাইনের মাধ্যমে টাকা উপার্জনের মাধ্যমকেও আউটসোর্সিং বলা যেতে পারে। আজকাল অনেকেই ঘরে বসেই আউটসোর্সিং এর মাধ্যমে ইনকাম করছে । আউটসোর্সিং এর জন্য আপনাকে অন্তত যেকোন একটি বিষয়ের উপর দক্ষ হতে হবে । আরো প্রয়োজন ডিভাইস – ইন্টারনেট সংযোগ, ডেস্কটপ , ল্যাবটপ অথবা মোবাইল ফোন । এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে ডেস্কটপ , ল্যাবটপ এর মতো করে কি একইভাবে মোবাইল ফোন দিয়ে কাজ করা সম্ভব ? হ্যা, সম্ভব । মোবাইল দিয়েও আউটসোর্সিং করার কিছু মাধ্যম আছে । আপনিও কি মোবাইল দিয়ে অনলাইনে টাকা ইনকাম করতে চান? সেক্ষেত্রে অনুসরণ করুন এই মোবাইল আর্নিং গাইড। মোবাইল দিয়ে আউটসোর্সিং করা যাওয়া সম্ভব অনেক প্রকারের কাজ। মোবাইল দিয়ে আউটসোর্সিং সম্প্রতি বেশি প্রাধান্য পায়েছে কারণ মোবাইল প্রযুক্তির উন্নতি এবং প্রসারণ বিশ্বব্যাপী হয়েছে। তাই, এখানে কিছু উদাহরণ দেওয়া হলো যে কাজগুলি মোবাইল দিয়ে আউটসোর্সিং করা হতে পারে।

মোবাইল ফোনে কল সেন্টার সাপোর্ট: 

অনেক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক কর্মদক্ষতা এবং কাস্টমার সেবা প্রদানে সময় ও শ্রম সংক্রান্ত কাজগুলি আউটসোর্সিং করে যাতে তাদের কাস্টমারদের প্রয়োজনীয় সেবা প্রদান করা যায় এবং কাস্টমার সন্তুষ্টি উন্নত করা যায়।

ডাটা এন্ট্রি:

কিছু প্রতিষ্ঠান বা প্রকল্প আউটসোর্স করে মোবাইল ডিভাইসে ডাটা এন্ট্রি করতে পারে। এটি কোন সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে ব্যবহার করা হয় যাতে প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয় এবং অ্যাক্সেস করা সহজ হয়।মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করার জন্য বিভিন্ন অ্যাপগুলি রয়েছে, যা ব্যবহারকারীদের ডাটা এন্ট্রি সহজ এবং সংগ্রহ করতে সাহায্য করে। নিচে কিছু জনপ্রিয় মোবাইল ডাটা এন্ট্রি অ্যাপের উদাহরণ দেওয়া হল:

  • Google Forms
  • Microsoft Excel
  • Tally on Mobile (TOM)
  • FastField Mobile Forms
  • Zoho Forms

গ্রাফিক্স ডিজাইন:

আউটসোর্সিং বা ফ্রিল্যানসিং এর সবথেকে জনপ্রিয় সেক্টর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন । গ্রাফিক্স ডিজাইন এর জন্য অনেক উন্নতমানের ডেস্কটপ বা ল্যাপটপ প্রয়োজন হয় । তবে মোবাইল দিয়েও গ্রাফিক্স ডিজাইন এর কিছু কিছু কাজ করা যায়, যেমনঃ- লোগো ডিজাইন , ব্যানার ডিজাইন , ইমেজ এডিটিং । যেসব মোবাইল অ্যাপ দিয়ে গ্রাফিক্স ডিজাইন করা যায় তা নিচে উল্লেখ করা হলোঃ-

  • PIXLAB
  • PICSART
  • CANVAPRO
  • ADOBE PHOTOSHOP TOUCH
  • ILLUSTRATOR ( Mobile Version)

এনিমেশনঃ

এনিমেশন হচ্ছে আউটসোর্সিং বা ফ্রিল্যানসিং এর সম্প্রতি জনপ্রিয় একটি সেক্টর । সিনেমা, টেলিভিশন শো, ওয়েবসাইট, ভিডিও গেম, মোবাইল এ্যাপ্লিকেশন, এনিমেশন ফিল্ম, শিক্ষামূলক প্রকল্প ইত্যাদি সব ক্ষেত্রেই এনিমেশন এর প্রয়োজন হয় । এনিমেশন এর জন্য অনেক বড় বড় সফটওয়্যার রয়েছে । কিন্তু মোবাইল এর কিছু অ্যাপ এর মাধ্যমেও এনিমেশন করা যায় । যেসব মোবাইল অ্যাপ দিয়ে এনিমেশন করা যায় তা নিচে উল্লেখ করা হলোঃ-

  • Flipaclip
  • Draw cartoons
  • Toontastic
  • Animate IT
  • Plotagon Story (best-animated story creator)
  • TweenCraft
  • Mjo Maker – animation creator
  • RoughAnimator
  • MJOC2
  • Stick nodes

ফেসবুকঃ

ভালো মানের কনটেন্ট লিখে ওই স্ক্রিপ্টের ওপর ভিডিও বানানোর যোগ্যতা থাকলেই আপনি খুব সহজেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন । ফেসবুক পেজ খুলে সেইখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে এবং ভিউরসদের আকর্ষণ করার মত কনটেন্ট ক্রিয়েট করতে হবে । পাঁচ হাজার ফলোয়ারস এবং ৬০ হাজার ওয়াচটাইম সম্পূর্ণ করলে ফেসবুক মনিটাইজেশন মাধ্যমে আপনার ইনকাম শুরু হবে । আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনার ইনকামের টাকা ওঠাতে পারবেন ।

আউটসোর্সিং এর জন্য প্রয়োজন দক্ষতা, সময় এবং ধৈর্য । পরিশ্রম এবং চেষ্টা থাকলে আপনিও আউটসোর্সিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন । সুতরাং আর দেরি না করে শুরু করে দিন আপনার হাতের মোবাইল ফোন দিয়েই আউটসোর্সিং।