মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক

Admin
March 02, 2025
110
ড্রাইভিং লাইসেন্স আবেদনের পর অনেক অসাধু কর্মকর্তা ঘুষ নেওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্স আটকে দেয়। এ সকল অসাধু কর্মকর্তা থেকে সতর্ক থাকার জন্য নিয়মিত ড্রাইভিং লাইসেন্স এর বর্তমান অবস্থা যাচাই করতে হবে। ড্রাইভিং লাইসেন্স তৈরিতে কোন সমস্যার সম্মুখীন হলে আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম
ড্রাইভিং লাইসেন্স আবেদনের পর তা প্রসেসিং হতে বেশ কিছুদিন সময় প্রয়োজন হয়। ড্রাইভিং লাইসেন্স প্রসেস হতে সর্বনিম্ন প্রায় ১ মাস থেকে সর্বোচ্চ প্রায় ৬ মাস পর্যন্ত সময় লেগে যায়। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের পর তা বিভিন্ন সময় পেন্ডিং অবস্থায় থেকে যায়। যার ফলে ড্রাইভিং লাইসেন্স তৈরি হতে মাসের পর মাস সময় লাগে।
ড্রাইভিং লাইসেন্স চেক
যেকোনো ধরনের যানবাহন চালাতে হলে অবশ্যই একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা জরুরী। কেননা এই ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি রাস্তায় গাড়ি চালাতে পারবেন না। অনেকেই ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স আবেদন করেছেন। এজন্য এটি বর্তমানে কি অবস্থায় রয়েছে তা চেক করা প্রয়োজন।
ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য কি কি প্রয়োজন?
তথ্য প্রযুক্তির এই যুগে এখন ঘরে বসেই আপনি ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। তবে অফলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদনকৃত অফিসে উপস্থিত হয়ে ড্রাইভিং লাইসেন্স এর বর্তমান অবস্থা জানা যায়। ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে রেফারেন্স নাম্বার ও জন্ম তারিখ প্রয়োজন। ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন কালীন সময় একটি ছাড়পত্র দেওয়া হবে উক্ত ছাড়পত্র বা কাগজে রেফারেন্স নাম্বার রয়েছে।
মেসেজের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স যাচাই পদ্ধতিটা আরো সহজভাবে উপস্থাপন করা হলোঃ
- সর্বপ্রথম ফোনের মেসেজ অপশন ওপেন করুন
- তারপর টাইপ করুন DL স্পেস রেফারেন্স নম্বর
- এরপর 26969 নাম্বারে মেসেজটি পাঠিয়ে দিন
সর্বোপরি ১/২ মিনিটের মধ্যে আপনার ফোনে একটি মেসেজ আসবে। সেই মেসেজে আপনার ড্রাইভিং লাইসেন্স এর স্ট্যাটাস দেখা যাবে।
নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করা যাবে?
নাম দিয়ে কখনোই ড্রাইভিং লাইসেন্স যাচাই করা যাবে না। কারণ এক নামের একাধিক ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স রয়েছে বা এক নামের একাধিক ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করেছে।
ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার কোনটি?
BRTA DL Checker App দিয়ে সহজেই ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স কতদিন পর পাওয়া যাবে
ড্রাইভিং লাইসেন্স কতদিন পর পাওয়া যায় তা সঠিকভাবে বলা মুশকিল। তবে আবেদন প্রক্রিয়া যদি সঠিক থাকে তাহলে ৩০ দিনের মধ্যেই ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া যাবে।