মাসি পিসি গল্পের এমসিকিউ
-67496febd304c.png)
Admin
November 29, 2024
256
মাসি পিসি গল্প পাঠ থেকে বহু-পছন্দের প্রশ্ন (MCQ) তৈরি করার জন্য একটি উন্নত টুল অন্বেষণ করুন। ছাত্র, শিক্ষক এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগ্রহীদের জন্য পারফেক্ট, এই MCQ জেনারেটর আরও ভালো শেখার এবং পরীক্ষার প্রস্তুতির জন্য আকর্ষণীয় কুইজ ডিজাইন করতে সাহায্য করে। এই ক্লাসিক বাংলা গল্পটি বোঝার জন্য ব্যাখ্যা সহ সঠিক, অধ্যায়-নির্দিষ্ট প্রশ্ন তৈরি করুন।
মাসি পিসি গল্পের MCQ প্রশ্নের উত্তর
১. ‘মাসি-পিসি ফিরছে কৈলেস’-কে বলল?
ক. ছেলেটি
খ. বুড়ো লোকটি
গ. যুবকটি
ঘ. মেয়েটি
সঠিক উত্তর : খ. বুড়ো লোকটি
২. কে সহজেই কান পেতে কৈলেশের সব কথা শোনে?
ক. মাসি
খ. পিসি
গ. আহ্লাদি
ঘ. বুড়ো লোকটি
সঠিক উত্তর : গ. আহ্লাদি
৩. ‘ব্যঞ্জন’ শব্দের অর্থ’ কী?
ক. বর্ণ
খ. সাদা ভাত
গ. রান্না করা তরকারি
ঘ. একত্রিত হওয়া
সঠিক উত্তর : গ. রান্না করা তরকারি
৪. ‘মাসি-পিসি ফিরছে কৈলেস’-কে বলল?
ক. ছেলেটি
খ. বুড়ো লোকটি
গ. যুবকটি
ঘ. মেয়েটি
সঠিক উত্তর : খ. বুড়ো লোকটি
৫. মাসি হাতে নিয়ে আসে কি?
ক. বঁটি
খ. কাটারি
গ. ছুরি
ঘ. রামদা
সঠিক উত্তর : ক. বঁটি
৬. মাসি-পিসি শেষবেলা আহ্লাদিকে নিয়ে কোথা থেকে ফিরছিল?
ক. কাছারি বাড়ি থেকে
খ. হাট থেকে
গ. শহরের বাজার থেকে
ঘ. জগুর বাড়ি থেকে
সঠিক উত্তর : খ. হাট থেকে
৭. কে সহজেই কান পেতে কৈলেশের সব কথা শোনে?
ক. মাসি
খ. পিসি
গ. আহ্লাদি
ঘ. বুড়ো লোকটি
সঠিক উত্তর : গ. আহ্লাদি
৮. কৈলেশের সঙ্গে জগুর মূলত কোথায় কথা হয়েছিল?
ক. চায়ের দোকানে
খ. সালতির মধ্যে
গ. শুঁড়িখানায়
ঘ. শহরের বাজারে
সঠিক উত্তর : গ. শুঁড়িখানায়
৯. বাইরে থেকে কার হাঁক আসে?
ক. গোকুলের
খ. কানাই চৌকিদারের
গ. সরকার বাবুর
ঘ. পেয়াদার
সঠিক উত্তর : খ. কানাই চৌকিদারের
১০. কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছে?
ক. তিনজন
খ. চারজন
গ. একজন
ঘ. দুজন
সঠিক উত্তর : ক. তিনজন
১১. শুঁড়িখানায় পড়ে থাকে বারো মাস- কে?
ক. কৈলেশ
খ. জগু
গ. বড় বাবু
ঘ. দারোগা বাবু
সঠিক উত্তর : খ. জগু
১২. জগু আহ্লাদিকে কী পোড়া ছেঁকা দিয়েছিল?
ক. হাঁড়ি পোড়া
খ. চটি পোড়া
গ. লাঠি পোড়া
ঘ. কলকে পোড়া
সঠিক উত্তর : ঘ. কলকে পোড়া
১৩. ‘মাসি ও পিসি’ গল্পে যে সমাজব্যবস্থার প্রাধান্য লক্ষণীয়-
ক. নারীশাসিত
খ. মাতৃতান্ত্রিক
গ. সাম্যবাদী সমাজ
ঘ. পুরুষতান্ত্রিক
সঠিক উত্তর : ঘ. পুরুষতান্ত্রিক
১৪. আহ্লাদির মাসির নাম কি?
ক. বিপুলা
খ. রাধিকা
গ. পদী
ঘ. সবিতা
সঠিক উত্তর : গ. পদী
১৫. পাঁশুটি শব্দের অর্থ কি?
ক. ছাইবর্ণ বিশিষ্ট
খ. ম্স্নান
গ. ধূসর
ঘ. তামাটে
সঠিক উত্তর : ক. ছাইবর্ণ বিশিষ্ট
১৬. আহ্লাদি কিসের জন্য স্বামীর কাছে যেতে চায় না বলে মাসি কৈলেশকে জানায়?
ক. খুন
খ. গুম
গ. নির্যাতন
ঘ. গর্ভপাত
সঠিক উত্তর : ক. খুন
১৭. পুলটি কিসের তৈরি ছিল?
ক. কাঠ
খ. কংক্রিট
গ. লোহা
ঘ. ইস্পাত
সঠিক উত্তর : খ. কংক্রিট
১৮. সালতি থেকে কি তোলা হচ্ছে?
ক. খড়
খ. বাঁশ
গ. ঘাস
ঘ. কাঠ
সঠিক উত্তর : ক. খড়
১৯. কী আহ্লাদির বাবা কোনোমতে ঠেকিয়ে দিল-
ক. দুর্ভিক্ষ
খ. কলেরা
গ. মহামারি
ঘ. ডায়রিয়া
সঠিক উত্তর : ক. দুর্ভিক্ষ
২০. তরকারি বিক্রির আগে মাসি-পিসিরা নিচের কোন কাজটি করত–
ক. পিঠা বিক্রি
খ. কাঁথা বিক্রি
গ. ডালের বড়ি বিক্রি
ঘ. হোগলা বিক্রি
সঠিক উত্তর : গ. ডালের বড়ি বিক্রি