লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
-679761aeaa453.png)
Admin
January 27, 2025
120
অনলাইন থেকে টাকা আয়ের এই মাধ্যমগুলোর মধ্যে লেখালেখি করে রোজগার করাটা খুবই সহজ এবং লাভজনক একটি মাধ্যম।আপনি চাইলে বাড়িতে বসেই পার্ট টাইম অথবা ফুল টাইম লেখালেখি করে টাকা ইনকাম করতে পারবেন। আমাদের দেশে অনেক কনটেন্ট রাইটার (content writer) রয়েছেন, যারা লেখালেখি করে বা কনটেন্ট রাইটিং এর মাধ্যমে ভালো পরিমাণে অর্থ উপার্জন করছেন।
ঘরে বসে লেখালেখি করে আয় করতে হলে আপনাকে প্রথমে কনটেন্ট রাইটিং (content writing) শিখতে হবে। অর্থাৎ কিভাবে একটি high quality এবং SEO friendly আর্টিকেল লিখতে হয়, এ বিষয়ে আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে।আপনার যদি একটি এন্ড্রয়েড মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনি সহজেই একজন আর্টিকেল রাইটার হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন।মাত্র এক থেকে দুই মাসের মধ্যেই কনটেন্ট রাইটিং এর কাজ শিখে নিতে পারবেন।
এজন্য আপনাকে Google কিংবা YouTube এ লেখালেখি করে আয় করার বিষয়ে search করে সবকিছু ভালোভাবে জেনে নিতে হবে।আজকাল প্রচুর পরিমাণে লোকেরা ঘরে বসে অনলাইনে লেখালেখি করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করছেন। আমি নিজেও অনেকদিন থেকে লেখালেখি করার মাধ্যমে ঘরে বসে ভালো পরিমাণে টাকা ইনকাম করছি।
লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
তাই আপনিও যদি অনলাইনে ইনকামের এই আকর্ষণীয় এবং সহজ মাধ্যমটি বেছে নিয়ে থাকেন, তাহলে নিচে সেরা কিছু লেখালেখি করে আয় করার ওয়েবসাইট এর বিষয়ে আমরা আপনাদের জানাতে চলেছি।
ঘরে বসে হাতে লিখে আয় করার দুই ধরনের ওয়েবসাইট আছে।
ইংরেজিতে আর্টিকেল লিখে টাকা ইনকাম করার ওয়েবসাইট এবং
বাংলায় লেখালেখি করে টাকা ইনকাম করার ওয়েবসাইট।
ইংরেজি ভাষায় লেখালেখির দক্ষতা না থাকলেও কোন চিন্তা করবেন না। আপনি চাইলে বাংলা ভাষায় লেখালেখি করেও প্রতি মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।মাসে ৫০ হাজার টাকা আয় করার সেরা ১৬ টি উপায় তাহলে চলুন কোন কোন ওয়েবসাইটগুলোতে কনটেন্ট লিখে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন এ বিষয়ে নিচে ভালো করে জেনে নিই।
যেহেতু পৃথিবীর সকলের কাছে ইংরেজি ভাষা সবচেয়ে বেশি জনপ্রিয়, তাই যেকোনো বিষয়ে জানতে হলে সকলেই Google কিংবা YouTube-এ ইংরেজিতে সার্চ করে থাকেন।
তাই ইন্টারনেটে ইংরেজি ভাষা সবচেয়ে বেশি সমৃদ্ধ। অন্যান্য সব ভাষার কনটেন্ট এর মধ্যে ইন্টারনেটে ইংরেজি কনটেন্ট এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।এজন্য আপনি যদি ইংরেজিতে ভালো কনটেন্ট লিখতে পারেন, তাহলে আপনি ক্লায়েন্টের ইংরেজিতে কনটেন্ট রাইটিং সার্ভিস দিয়ে টাকা আয় করতে পারবেন।
এছাড়াও অনেক প্লাটফর্ম রয়েছে যেগুলো ইংরেজিতে কনটেন্ট publish করে টাকা ইনকাম করতে পারবেন।এরকম কিছু ইংরেজিতে আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট হলো:
এসব ওয়েবসাইটে লেখালেখির কাজ করার জন্য নিজের একটি account তৈরি করতে হবে। এরপর এই সাইটগুলোর নিয়ম নীতিমালা সমূহ মেনে বিভিন্ন high quality সম্পন্ন আর্টিকেল লিখে টাকা ইনকাম করতে পারবেন।তাহলে চলুন জেনে নেওয়া যাক উপরোক্ত ওয়েবসাইটগুলো থেকে কিভাবে লেখালেখি করে টাকা আয় করা যায়।
1. Freelancer
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ফ্রিলান্সিং মার্কেটপ্লেসগুলোর মধ্যে freelancer.com অন্যতম।এখানে আপনি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজ বা freelancing job দেখতে পারবেন। এই কাজগুলো করে লোকেরা প্রতিনিয়ত এই প্লাটফর্ম থেকে টাকা ইনকাম করছেন।এই ওয়েবসাইটে যতগুলো ক্যাটাগরির কাজ আপনি দেখতে পারবেন, সেগুলোর মধ্যে অন্যতম একটি ক্যাটাগরি হলো কনটেন্ট রাইটিং (content writing)।
এখানে আপনি প্রতিটি আর্টিকেল বা কনটেন্ট লেখার বিনিময়ে ৫ থেকে ২০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে এজন্য আপনাকে ইংরেজি ভাষাতে বিভিন্ন বিষয়ভিত্তিক আর্টিকেল লিখতে হবে।একজন ফ্রিলান্সার হিসেবে ক্লায়েন্ট আপনাকে একটি নির্দিষ্ট বিষয় বা টপিকের উপর আর্টিকেল লিখতে বলবে। এরপর আপনাকে সেই টপিকের উপর ভালো মানের আর্টিকেল লিখে দিতে হবে। এভাবে আপনি এই ওয়েবসাইটে লেখালেখি করে আয় করতে পারবেন।
2. Upwork
আপনার যদি ইংরেজি ভাষাতে বিভিন্ন বিষয়ভিত্তিক আর্টিকেল লেখার ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে আপনার এই প্রতিভাকে কাজে লাগিয়ে আপওয়ার্ক থেকে প্রতি মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।
এই ওয়েবসাইটেও বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজগুলোর পাশাপাশি কনটেন্ট রাইটিং এর কাজ পেয়ে যাবেন। যেখানে আপনার ক্লায়েন্টকে কনটেন্ট লিখে দেওয়ার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।প্রতিটি কনটেন্ট লেখার জন্য আপনি ৫ থেকে ১৫ অথবা ২০ ডলার সহজেই ইনকাম করতে পারবেন।
তবে এজন্য শুধুমাত্র ইংরেজিতে বিষয়ভিত্তিক কনটেন্ট লিখতে পারলে হবে না, লেখার মধ্যে অবশ্যই সৃজনশীলতা থাকতে হবে। এর পাশাপাশি আপনার লেখা আর্টিকেল এসইও ফ্রেন্ডলি হতে হবে।
3. Fiverr
Freelancer এবং upwork এর মতো এই ওয়েবসাইট থেকেও একইভাবে লেখালেখি করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
বর্তমান সময়ে লোকদের জন্য ছাত্রছাত্রীদের জন্য ঘরে বসে হাতে লিখে আয় করার জন্য ফাইভার অন্যতম একটি ওয়েবসাইট।এই ওয়েবসাইটে কাজ করার জন্য প্রথমে একটি ফ্রি একাউন্ট তৈরি করতে হয় এবং নিজের একটি প্রোফাইল তৈরি করতে হয়। এখান থেকে ইনকামের টাকা আপনারা পেপাল কিংবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন।ঘরে বসে পার্ট টাইম কাজ করে online income করার জন্য fiverr খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট।
4. Quora
এটি হলো এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি প্রশ্ন-উত্তর দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এটি বিশ্বের সেরা একটি প্রশ্ন উত্তর ওয়েবসাইট হিসেবে পরিচিত।
Quora তে পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরা যেকোন বিষয়ে জানার জন্য প্রশ্ন করে থাকেন। এই ওয়েবসাইট থেকে টাকা আয়ের জন্য আপনাকে প্রথমে একটি একাউন্ট তৈরি করতে হবে।
এরপর এখানে থাকা বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। যখন আপনি প্রশ্নের উত্তর করবেন, তখন উত্তরটি ভালোভাবে সাজিয়ে উপস্থাপন করার চেষ্টা করবেন।এতে যত বেশি লোকের কাছে আপনার উত্তরটি পৌঁছাবে এবং যত বেশি লোকেরা আপনার উত্তর দেখবে, আপনার quora একাউন্টে তত বেশি টাকা ইনকাম হবে।
Quora থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে কোরা প্রোফাইল মনিটাইজ (monetize) করিয়ে নিতে হবে। এজন্য কোরার নির্দিষ্ট কিছু শর্ত আছে, যেগুলো মেনে আপনাকে কাজ করতে হবে।প্রোফাইল মনিটাইজ হয়ে গেলে এই ওয়েবসাইটে প্রশ্ন-উত্তর করে এবং বিভিন্ন তথ্যমূলক ব্লগ আর্টিকেল লিখে টাকা ইনকাম করত পারবেন।