কম দামে ভালো ফোন
-674b0f4fa1bde.jpg)
Admin
November 29, 2024
255
কম দামে ভালো ফোন আমরা সকলেই কিনতে চাই। কিন্ত একটা ফোনের দাম নির্ভর করে মূলত তিনটা জিনিসের উপর- ব্রান্ড, র্যাম ও রম-এর উপর। এছাড়াও অনেক ফোন ক্যামেরার কোয়ালিটির উপর নির্ভর করেও বিক্রি হয়। তাই কম দামে ভালো ফোন কেনার জন্য এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আজকের এই ব্লগ পোষ্টে আমরা বিভিন্ন রকম ফোনের ব্যাপারে জানতে পারব এবং পুরো পোষ্টটি পড়লেই আমাদের আইডিয়া হয়ে যাবে বর্তমানে কম দামে ভালো ফোন কেনার জন্য আমাদের কি কি করতে হবে। তাহলে চলুন শুরু করি।
প্রযুক্তি বিজ্ঞানের সেকাল একাল
বর্তমানে বিভিন্ন মোবাইল ফোন নির্মাতা নতুন নতুন উপযোগিতা দিয়ে আকর্ষণীয় মোবাইল ফোন প্রস্তুত ও সরবরাহ করছেন। মোবাইল ফোন নির্মাতারা তাদের ফোন কে বিশেষায়িত করার জন্য অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য যোগ করছে প্রতিনিয়ত।
মোবাইল ফোনের কর্মক্ষেত্র
ই-মেইল, এসএমএস বা ক্ষুদেবার্তা, এসএমএস প্রেরণ ও গ্রহণ; ক্যালকুলেটর, মদ্রা, সংকেত বিষয়ক কার্যাবলী;
ইন্টারনেট;
গেমস খেলা;
ছবি ও ভিডিও তোলা;
ঘড়ির সময় দেখা;
কথা রেকর্ড করা;
ট্রেনের টিকিট বুকিং করা;
বিদ্যুৎ ও গ্যাস বিল দেওয়া ইত্যাদি।
টাকার আদান প্রদান করা।
বাংলাদেশের মোবাইল ফোন প্রথম চালু হয় ১৯৯৩ সালের এপ্রিল মাসে। হাচিসন বাংলাদেশ টেলিকম লিমিটেড ( এইচবিটিএল) ঢাকা শহরের AMPS মোবাইল প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সেবা শুরু করে। বর্তমানে বাংলাদেশে মোট ৬টি মোবাইল ফোন কোম্পানি রয়েছে। এদের মধ্যে পাঁচটি জি এস এম এবং একটি সিডিএমএ প্রযুক্তির মোবাইল সেবা দিচ্ছে। এরমধ্যে সব জিএসএম মোবাইল কোম্পানি ২০১৩ সাল থেকে তৃতীয় প্রজন্মের 3g সেবা দেওয়া শুরু করেছে। ইদানিং কিছু কিছু মোবাইল অপারেটর 4g সেবা প্রদান করছে ব্যবহারকারীদের। মোবাইল অপারেটরদের মধ্যে একমাত্র টেলিটক দেশীয় কোম্পানি। বর্তমানে রবি ও এয়ারটেল একীভূত হয়ে রবি নামে কাজ করছে। দেশে মোবাইল নম্বর গুলো ০১ দিয়ে শুরু। কান্ট্রি কোড সহ নম্বর হয় +৮৮০১ *********। কান্ট্রি কোড ব্যতীত মোট১১টি ডিজিটের নম্বর ব্যবস্থা চালু এখন।
1. Infinix Hot 40i : কম দামের ভালো ফোন ইনফিনিক্স হট ৪০আই ফোনটিতে ১৫ হাজার টাকা প্রাইস রেঞ্জেই পেয়ে যাচ্ছেন ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ফোনটিতে ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যাতে ৯০ হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি নোটিফিকেশন বার এর মত স্পেশাল ফিচারও রয়েছে। ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার ফোনটি চলবে ইউনিসক টি৬০৬ প্রসেসর দ্বারা। ৫০০০ মিলিএম্প ব্যাটারির সাথে এখানে থাকছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং। ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে এই ফোনে।
2.WALTON PRIMO GH2 : দাম ৯২০০ টাকা, ডিসপ্লেঃ ৪.৫” ইঞ্চি, রেজুলেসন (৪৮০*৮৫৪)প্রসেসরঃ ১.৩গিগাহার্জ কোয়াডকোর গ্রাফিক্সঃ মালি-৪০০ রেম ও রমঃ ১জিবি +৮জিবি ক্যামেরা ও ব্যাটারিঃ ক্যামেরা ৫এমপি+২এমপি, সাথে আছে ১৮০০এমএইচ ব্যাটারি। ভালদিকঃ আমি মনে করি ১০হাজারের কমে এটা একটি সেরা মোবাইল। সাথে দারুন ডিজাইন। তাই যাদের বাজেট ১০হাজারের কম তারা এই মোবাইলটি নিতে পারেন।
মোবাইল ফোনের প্রথম বাণিজ্যিক সংস্করণ:
বাজারে আসে ১৯৮৩ সালে, ফোনটির নাম ছিল মটোরোলা ডায়না টিএসি ৮০০০এক্স (DynaTAC 8000x)। ১৯৯০ সাল থেকে ২০১১ সালের মধ্যে পৃথিবীব্যাপী মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১২.৪ মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে ৬ বিলিয়ন এর বেশি হয়ে গেছে। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৮৭% মোবাইল ফোন যোগাযোগের আওতায় এসেছে।
সেলুলার ফোন প্রারম্ভিক ভাবে পূর্বসূরিরা জাহাজ এবং ট্রেন থেকে এনালগ রেডিও কমিউনিকেশনের সাহায্যে ব্যবহার করত।