ঝ দিয়ে মেয়েদের নাম
-662e5ff75b954.png)
আসসালামু আলাইকুম, মানুষের সব থেকে খুশির মুহুর্ত হচ্ছে যখন তার সন্তান পৃথিবীতে আসে । মানুষের সন্তান পৃথিবীতে আসলে তার মা-বাবা যেমন খুশি হয় তেমন খুশি আর দুনিয়াতে কেউ হয় না । কিন্তু সন্তান পৃথিবীতে আসলে মা-বাবার উপর বেশ কিছু দায়িত্ব পড়ে যায়। তার মধ্যে অন্যতম একটি দায়িত্ব হচ্ছে সন্তানটির সুন্দর নাম রাখা । অনেকের অনেক ধরনের নাম পছন্দ হতে পারে কিন্তু আমাদের মধ্যে অনেকের ঝ দিয়ে মেয়েদের নাম পছন্দ হতে পারে।
ঝ দিয়ে মেয়েদের নাম
ঝমক – বাজনার আওয়াজ,নহবতের শব্দ
ঝুমকোলতা – একটি ফুলের নাম
ঝোঁটন – ঝুঁটি বিশিষ্ট ছোট মেয়ে( ডাক নাম হিসেবে একটা মিষ্টি নাম)
ঝুলন – শ্রীকৃষ্ণের দোলন উৎসব যেখানে রাধা কৃষ্ণ দোলায় দোলেন, দৃঢ়তাসূচনা
ঝুমা – ভূমি
ঝম্পা – একটি তাল বিশেষ (ঝাঁপতাল)
ঝুমকা – ফুল বিশেষ, ফুলের ন্যায় আকার বিশিষ্ট মেয়েদের কানের গহনা
ঝুমঝুমি – মেয়েদের পায়ের তোড়ায় লাগানো থাকে যা পরে হাঁটলেই ঝমঝম আওয়াজ হয়
ঝিলমিল – স্পন্দিত
ঝিমিকি – ঝকমক করা ও বারবার চমকের ভাব
ঝুমি – পৃথিবী, দেশ
ঝুমরি – শৃঙ্গাররসাত্মক সঙ্গীতের রাগিণী
ঝিলম – বেশ চনমনে ও মিষ্টি
ঝিন্টী = ঝাড়
ঝুলন = শ্রীকৃষ্ণের দোলন উৎসব যেখানে রাধা কৃষ্ণ দোলায় দোলেন, দৃঢ়তাসূচনা
ঝম্পা = একটি তাল বিশেষ (ঝাঁপতাল)
ঝিলিমিলি – তরঙ্গায়িত, ঝলমলে
ঝুমকা = ফুল বিশেষ, ফুলের ন্যায় আকার বিশিষ্ট মেয়েদের কানের গহনাঝুমঝুমি = মেয়েদের পায়ের তোড়ায় লাগানো থাকে যা পরে হাঁটলেই ঝমঝম আওয়াজ হয়,বাচ্চাদের খেলনা বিশেষ।
ঝ দিয়ে হিন্দু মেয়েদের নাম বাংলা অর্থসহ তালিকা
ক্রমিক | নাম | = | বাংলা অর্থ |
১। | ঝুমুর | -নামের অর্থ- | ঘুঙ্গুরের আওয়াজ |
২। | ঝিমলি | -নামের অর্থ- | ঝিম ঝিম বৃষ্টি |
৩। | ঝিলমিল | -নামের অর্থ- | কম্পিত জ্যোতিঃ প্রকাশ |
৪। | ঝুমকা | -নামের অর্থ- | ফুল বিশেষ |
৫। | ঝিলিক | -নামের অর্থ- | ক্ষণিক বিদ্যুৎ প্রকাশ |
৬। | ঝুমি | -নামের অর্থ- | পৃথিবী, দেশ |
৭। | ঝিনুক | -নামের অর্থ- | সমুদ্রের প্রাণী |
৮। | ঝুমঝুমি | -নামের অর্থ- | বাচ্চাদের খেলনা বিশেষ |
৯। | ঝুলন | -নামের অর্থ- | দোলনা |
১০। | ঝঞ্ঝা | -নামের অর্থ- | ঝড়বৃষ্টি |
১১। | ঝুনু | -নামের অর্থ- | শব্দ |
১২। | ঝম্পা | -নামের অর্থ- | একটি তাল বিশেষ |
১৩। | ঝরনা | -নামের অর্থ- | পানির নহর |