ঝ দিয়ে ছেলেদের নাম

Admin
April 29, 2024
2094
আসসালামু আলাইকুম, মানুষের সব থেকে খুশির মুহুর্ত হচ্ছে যখন তার সন্তান পৃথিবীতে আসে । মানুষের সন্তান পৃথিবীতে আসলে তার মা-বাবা যেমন খুশি হয় তেমন খুশি আর দুনিয়াতে কেউ হয় না । কিন্তু সন্তান পৃথিবীতে আসলে মা-বাবার উপর বেশ কিছু দায়িত্ব পড়ে যায়। তার মধ্যে অন্যতম একটি দায়িত্ব হচ্ছে সন্তানটির সুন্দর নাম রাখা । অনেকের অনেক ধরনের নাম পছন্দ হতে পারে কিন্তু আমাদের মধ্যে অনেকের ঝ দিয়ে ছেলেদের নাম পছন্দ হতে পারে ।
ঝ দিয়ে ছেলেদের নাম
তো বন্ধুরা আপনারও কি এই ঝ দিয়ে ছেলেদের নাম জানা দরকার আপনিও কি এগুলো পছন্দ করেন। কারণ আজকের পোস্টের মাধ্যমে আমরা পাঠকদের বেশ কিছু ঝ দিয়ে ছেলেদের নাম অর্থসহ দিয়ে দেব । তো যদি আপনি এই নামগুলো পড়তে চান তাহলে পোষ্টের শেষ পর্যন্ত পড়বেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর নাম এখান থেকে বাছাই করে নিতে পারবেন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।
- ঝরা – ( Jhara ) বিচ্ছিন্ন হওয়া
- ঝুনু –( Jhunu ) শব্দ
- ঝিনুক – Jhenuk শামুক
- ঝঙ্কার – Jhangker ঝনঝন শব্দ –
- ঝুমকা –(Jhumka ) ডাকনাম
- ঝরনা – (Jharna) পানির নহর
- ঝুমুর –( Jhumur ) নুপুরের শব্দ –
- ঝুমুর –(Jhumur) ঘুঙ্গুরের আওয়াজ
- ঝিনুক –( Jhinuk ) এক ধরণের প্রাণি
- ঝাঝর- একজাতীয় কাংসবাদ্য – Jhanjar
- ঝুলন –(Jhulon ) দোলনা ঝঞ্ঝা- ( Jhanga) ঝড়বৃষ্টি