জান্নাত লাভের দোয়া

Admin
October 29, 2024
287
জান্নাত আরবি শব্দ। এর অর্থ বাগান। ইসলামি পরিভাষায়, আখিরাতে নেককার মুমিনের জন্য যে নেয়ামতপূর্ণ আবাসস্থল মহান আল্লাহ তৈরি করে রেখেছেন, তাকে জান্নাত বলা হয়। জান্নাতের স্তর আটটি। ফারসি ভাষায় জান্নাতকে বেহেশতও বলা হয়। প্রতিটি মুমিনের একান্ত চাওয়া জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভ করা।
জাহান্নামও আরবি শব্দ। এর অর্থ গভীর গর্ত। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহ আখিরাতে অবিশ্বাসী ও পাপীদের শাস্তির জন্য যে অগ্নিময় আবাস তৈরি করে রেখেছেন, তাকে জাহান্নাম বলা হয়। এটািকে পবিত্র কোরআন ও হাদিসে ‘নার’ বলা হয়েছে।
মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘জালেমদের জন্য আমি মহা অগ্নিময় স্থান প্রস্তুত করে রেখেছি, যার শিখা চারদিক থেকে তাদের ঘিরে জাহান্নামে ফেলবে। যখন পানির জন্য ছাতি ফাটিয়ে চিৎকার করবে, তখন তেলের গাদের মতো এমন গরম পানি তাদের খেতে দেয়া হবে, যা তাদের মুখগুলো পুড়িয়ে কয়লা করে ফেলবে। হায়, কী নিকৃষ্ট সে পানি, কী নিকৃষ্ট সেই আবাসস্থল! (সুরা কাহাফ, আয়াত: ২৯)
জান্নাত ও জাহান্নামে যাওয়ার প্রধান দুই কারণ বর্ণনা করে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে আল্লাহর ভয় ও সুন্দর চরিত্র। আর মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে মুখ ও লজ্জাস্থান। (তিরমিজি: ২০০৪)
জান্নাত লাভের দোয়া
اللهم اني اسالك الجنة واعوذ بك من النار
(উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, ওয়া আউযুবিকা মিনান্নার।)
অর্থ: ‘হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত কামনা করছি এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।’ (তিরমিজি: ২৫৭২)
জাহান্নাম থেকে মুক্তির দোয়া
জাহান্নাম থেকে বাঁচতে মহান আল্লাহ বান্দাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। জাহান্নাম থেকে বাঁচতে ইসলাম গ্রহণের সঙ্গে ঈমান ও নেক আমল, ফরজ পালন, পাপ বর্জন, তাক্বওয়া অর্জন ও দোয়া করতে হবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন --
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
(উচ্চারণ: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আজাবান নার।)
অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আমাদের ইহকালে কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে জাহান্নামের যন্ত্রণা থেকে রক্ষা করুন।’ (সুরা বাকারা, আয়াত: ২০১)
اللَّهُمَّ رَبَّ جِبْرَائِيلَ وَمِيكَائِيلَ وَرَبَّ إِسْرَافِيلَ أَعُوذُ بِكَ مِنْ حَرِّ النَّارِ وَمِنْ عَذَابِ الْقَبْرِ
(উচ্চারণ: আল্লাহুম্মা রব্বা জিবরাইলা ওয়া মিকাইলা, ওয়া রব্বা ইস্রাফিল, আউজু বিকা মিন হাররিন নারি ওয়া মিন আজাবিল কাবরি। )
অর্থ: হে আল্লাহ, জিবরাইল ও মিকাইলের প্রতিপালক এবং ইসরাফিলের প্রতিপালক! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি জাহান্নামের উত্তাপ ও কবরের আজাব থেকে। (নাসায়ি: ৫৫১৯)
এছাড়াও জাহান্নাম থেকে বাঁচতে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া ও আমল শিখিয়ে দিয়েছেন।
এক ব্যক্তি বলল,
হে আল্লাহর রসুল! আপনি আমাকে এমন আমল বলে দিন, যা আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে।
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তুমি আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে অংশীদার করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত দেবে, রক্তের সম্পর্ক বজায় রাখবে। (বুখারি ও মুসলিম)।