GP imo Pack

সম্মানিত গ্রামীণফোন গ্রাহকগণ আপনাদের জন্য গ্রামীণফোন নিয়ে এলো জিপি ইমু প্যাক অফার | gp imo pack offer ২০২৪ এই প্যাকের মাধ্যমে আপনারা শুধুমাত্র গ্রামীণফোন সিম থেকে ইমু চালাতে পারবেন খুব সহজে এবং অনেক অল্প টাকাতে। আপনাদের পরিবারের অনেকেই প্রবাসে বসবাস করে এবং যে সকল ভাইয়েরা প্রবাসে বসবাস করে তাদের সাথে সর্বক্ষণ যোগাযোগের জন্য আমরা সবসময় ইমু ব্যবহার করে থাকি। তাই আমাদের সবসময় ইমুতে কথা বলার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয়। গ্রাহকের কথা চিন্তা করে গ্রামীণফোন নিয়ে এলো জিপি ইমু প্যাক অফার।
জিপি ইমু প্যাক অফার (gp imo pack offer)
জিপি ইমু প্যাক অফার gp imo pack offer ২০২৪, বর্তমান সময়ে যারা স্মার্টফোন চালায় তারা সবাই মোটামুটি ইমু চালায় তাই সেই সকল গ্রাহকের সব সময় জানতে ইচ্ছে করে জিপি ইমু প্যাক অফার। সম্মানিত গ্রামীণফোন গ্রাহকগণ আপনারা যারা গ্রামীণফোনের ইমু প্যাকের অফার নিবেন তারা অবশ্যই আমার এই আর্টিকেলটি পড়বেন। বর্তমানে গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য ইমু প্যাক এর অফার চালু করেছে যে অফারের মাধ্যমে আপনারা ০৭ দিন এবং ৩০ দিন এর প্যাকেজ গ্রহণ করতে পারবেন। তাই আপনারা যারা গ্রামীণফোন থেকে ইমু প্যাক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই নিচে দেওয়া তথ্যের মাধ্যমে প্যাকগুলোর বিস্তারিত জেনে নিন।
জিপি ইমু প্যাক কিনার নিয়ম
সম্মানিত গ্রাহকগণ আপনারা গ্রামীণফোন থেকে তিন ভাবে ইমু অফার কিনতে পারবেন তাই আপনারা চাইলে রিচার্জের মাধ্যমে এবং কোড ডায়ালের মাধ্যমে এবং মাই জিপি অ্যাপের মাধ্যমে এই ইমু প্যাক গুলো ক্রয় করতে পারবেন। আমার এই পোস্টের মাধ্যমে ইমু প্যাক গুলো কিভাবে কিনতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। আপনি প্রথমে নির্দিষ্ট পরিমাণ এমাউন্ট রিচার্জ করবেন এবং তারপরে কোড ডায়াল করে ইমু প্যাক গুলো কিনে নিবেন এবং বর্তমানে সবাই মোটামুটি মাই জিপি অ্যাপ ব্যবহার করেন তাই খুব সহজে গ্রামীণফোনের মাই জিপি অ্যাপ থেকে জিপি ইমু প্যাক ক্রয় করতে পারবেন।
জিপি ১৯ টাকা ইমু প্যাক মেয়াদ ৩০ দিন
গ্রামীণফোন সিম কোম্পানি আরও একটি ইমু প্যাক অফার রয়েছে যেটা শুধুমাত্র ইমু ব্যবহারের জন্য প্রযোজ্য তাই আপনারা গ্রামীণফোন সিম কোম্পানি থেকে ১৯ টাকা দিয়ে একটি ইমু প্যাক চালু করতে পারবেন এই প্যাকটির মেয়াদ থাকবে মাত্র ৩০ দিন। অর্থাৎ ৩০ দিন বাধাহীন ইমু কলিং এর জন্য আপনি পাচ্ছেন এই প্যাকটি তাই আপনাকে ১৯ টাকায় ৩০ দিন মেয়াদের ইমু প্যাকটি এক্টিভ করতে অবশ্যই আপনাকে ডায়াল করতে হবে নিচের এই নাম্বারে।
- ডায়াল করতে হবে এই নাম্বারে *121*3024#
জিপি ২৮ টাকায় ২৫০ এমবি মেয়াদ ৩০ দিন
গ্রামীণফোন সিম কোম্পানি ২৮ টাকায় ২৫০ এমবি ইন্টারনেট যার মেয়াদ থাকবে ৩০ দিন এই অফারটি পেতে হলে অবশ্যই আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা এরপরে গ্রামীণফোন মাই জিপি অ্যাপ থেকে ২৮ টাকায় ২৫০ এমবি মেয়াদ ৩০ দিন এই প্যাকেজটি এক্টিভ করে নিতে পারেন আপনারা চাইলে গ্রামীণফোনের রিচার্জ সেন্টার থেকেও ২৮ টাকা রিচার্জ করে এই অফারটি পেতে পারেন তাই অবশ্যই আপনারা যদি এই পেটটি নিতে চান তাহলে গ্রামীণফোনের ফ্লেক্সিলোডের দোকান থেকে ২৮ টাকা রিচার্জ করবেন।
২৮ টাকা ২৫০ এমবি
ইমু অফারটির মেয়াদ ৩০ দিন।
ডায়াল কোড *১২৩*৫৬#
ইন্টারনেটের মেয়াদ দেখতে হলে ডায়াল করতে হবে *১২১*১*২#
জিপি ইমো প্যাক 30 দিনের কোড
যে সকল গ্রামীণফোন সম্মানিত গ্রাহকগণ জিপি ইমো প্যাক 30 দিনের কোড জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই লেখাগুলো ফলো করবেন আমার এলাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন জিপি ইমো ৩০ দিনের কোড।
১ জিবি ইমু ইন্টারনেট প্যাক পেতে ডায়াল করুন *১২১*৩৩৯৯# এই নাম্বারে।
১ জিবি ইমু ইন্টারনেট প্যাক এর দাম হচ্ছে ৪৮ টাকা।
আপনারা ১ জিবি ইন্টারনেট ইমু প্যাক এর মেয়াদ পাবেন ৩০ দিন।
গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য ৩০ দিনের আরও একটি প্যাক চালু রেখেছে। যে প্যাকটির মাধ্যমে আপনারা ২৮ টাকায় পেয়ে যাবেন ২৫০ এমবি ইমু প্যাক। ২৫০ এমবি ইমু প্যাক পেতে ডায়াল করুন *১২৩*৫৬# এই নাম্বারে। ২৫০ এমবি ইমু ইন্টারনেট প্যাকের মেয়াদ দেখতে *১২১*১*২# নাম্বারে ডায়াল করুন।
অনলাইনে ক্রয় মেয়াদ ভলিউম ক্রয় মূল্য Buy Now 3 Days imo Pack 512 MB 14 Taka Buy Now 7 Days imo Pack 1 GB 33 Taka Buy Now 30 Days imo Pack 2 GB 68 Taka ইন্টারনেট প্যাকের নিয়ম ও শর্তাবলীঃ
এই অফারটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।
অফার সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।
এই প্যাকটি USSD, এবং MyGP এবং GP ওয়েব থেকে কেনা যাবে।
এই অফার চলাকালীন গ্রাহক সীমাহীন সময় সক্রিয় করতে পারেন।
ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *121*1*4#
আপনার ইন্টারনেট অফার বাতিল করতে ডায়াল করুন *121*3041#
এই অফারটি Skitto ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য নয়।
ইন্টারনেট প্যাকের সকল শর্তাবলী এখানেও প্রযোজ্য হবে।
এই প্যাকটির কোনো স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ হবে না।
সর্বশেষ কথাঃ
যে সকল সম্মানিত গ্রামীন ফোন গ্রাহকগণ আপনারা ইমু প্যাক এবং অন্যান্য ইন্টারনেট প্যাক ক্রয় করতে চান তারা অবশ্যই সব সময় আমার এই ওয়েবসাইটে ভিজিট করবেন। আমি সবসময় চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন গ্রামীণফোন সিম কোম্পানির অফার গুলো আমার এই ওয়েবসাইটে প্রকাশ করার জন্য। তাই আপনাদের যদি গ্রামীণফোনের কোন অফার সম্পর্কে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।