এশিয়া মহাদেশের দেশগুলোর নাম

Admin
December 01, 2024
271
পৃথিবীর বড় বড় ভূখণ্ডগুলোকে বলা হয় মহাদেশ। পুরো পৃথিবী জুড়ে রয়েছে এমন ৭টি মহাদেশ, যার মধ্যে আয়তনে এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। পৃথিবীর মানচিত্রে আমাদের বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশে।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে, বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষাগুলোর আন্তর্জাতিক বিষয়াবলি কিংবা ভূগোল অংশে প্রায়ই এশিয়া মহাদেশ থেকে প্রশ্ন আসে। তাই এই ব্লগে জানাবো এশিয়া মহাদেশ সম্পর্কে বিস্তারিত। এছাড়াও এশিয়া মহাদেশের দেশগুলোর নাম, এশিয়া মহাদেশে কয়টি দেশ? -এর মতো এমন সব গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নের উত্তর পাবেন ব্লগটি শেষ পর্যন্ত পড়ে।
এশিয়া মহাদেশের সংক্ষিপ্ত পরিচিতি
এশিয়া মহাদেশ হলো বিশ্বের সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ। তবে, দেশের সংখ্যার দিক থেকে এশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এটি পৃথিবীর পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। এশিয়া ও ইউরোপ একই ভূখণ্ডে অবস্থিত, তাই অনেক ভূত্ত্ববিদ একে ইউরেশিয়াও বলেত থকেন। তবে ইউরোপের সাথে এশিয়ার কোনো সীমারেখা নেই।
সাংস্কৃতিকভাবে এশিয়া মহাদেশ বেশ বৈচিত্র্যপূর্ণ। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ ভারতেই যে পরিমাণ সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়, তা অন্য যেকোনো একটি মহাদেশের বৈচিত্র্যতার চেয়েও অনেক বেশি! এছাড়াও এশিয়ার দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ ভাষা, ধর্ম, বর্ণের বৈচিত্র্যতা, এশিয়া মহাদেশকে করেছে পুরো পৃথিবী থেকে আলাদা করে থাকে।
চলুন জেনে নেই এশিয়া মহাদেশের সংক্ষিপ্ত পরিচিতি –
এশিয়া মহাদেশে কয়টি দেশ?
৪৯টি সার্বভৌম দেশ,
সর্বশেষ স্বাধীন রাষ্ট্র পূর্ব তিমুর,
এশিয়া মহাদেশের আয়তন
৪,৪৫,৭৯,০০০ বর্গ কিলোমিটার
১,৭২,১২,০০০ বর্গ মাইল,
এশিয়া মহাদেশের জনসংখ্যা,
প্রায় ৪৫৬ কোটি (৪,৫৬০,৬৬৭,১০৮ কোটি)
এশিয়াতে বিশ্বের ৬০% -এরও বেশি মানুষ বসবাস করেন।
আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ
চীন আয়তন: ৯৫, ৯৬, ৯৬১ বর্গকিলোমিটার,
আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ
আয়তন: ২৯৮ বর্গকিলোমিটার,
জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশ চীন
জনসংখ্যা: প্রায় ১৪২ কোটি,
জনসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ
জনসংখ্যা: প্রায় ৩ লাখ,
এশিয়ার বৃহত্তম সাগরদক্ষিণ চীন সাগর
বিশ্বের বৃহত্তম সাগর,
আয়তন: প্রায় ৩৫,০০,০০০ বর্গকিলোমিটার,
এশিয়ার গভীরতম হ্রদবৈকাল হ্রদ
বিশ্বের গভীরতম হ্রদ
গভীরতা: ১৬২০ মিটার,
এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং
দৈর্ঘ্য: ৫৪৭০ কিলোমিটার,
এশিয়া সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ
উচ্চতা: ৮,৮৪৮ মিটার।
এশিয়া মহাদেশের ভৌগলিক অবস্থান
পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে জনবহুল মহাদেশ এশিয়া, প্রাথমিকভাবে পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। ভূপৃষ্ঠের ৮.৭% ও স্থলভাগের ৩০% অংশ জুড়ে অবস্থিত এই এশিয়া মহাদেশ। এই মহাদেশের উত্তরে ইউরোপ মহাদেশ, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বদিকে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিম আফ্রিকা মহাদেশ অবস্থিত।
এশিয়া পশ্চিমে কৃষ্ণ সাগর থেকে পূর্বে জাপান পর্যন্ত বিস্তৃত বিশ্বের বৃহত্তম এই মহাদেশ, পৃথিবীর মোট ভূমির প্রায় এক তৃতীয়াংশ। আঞ্চলিক ভৌগলিক অবস্থানের ভিত্তিতে এশিয়ার দেশগুলোকে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে –
১) দক্ষিণ এশিয়া দক্ষিণ
২) দক্ষিণ পূর্ব এশিয়া
৩) পূর্ব এশিয়া
৪) পশ্চিম এশিয়া
৫) উত্তর-পশ্চিম এশিয়া
৬) মধ্য এশিয়া
দক্ষিণ এশিয়া (South Asia)
এশিয়ার দক্ষিণাঞ্চল দক্ষিণ এশিয়া নামে পরিচিতি। বর্তমানে এই অঞ্চলটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ নিয়ে গঠিত। ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়া ভারতীয় প্লেটে অবস্থিত। এর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর এবং উত্তরে হিমালয়, কারাকোরাম ও পামির পর্বত । ১৮৫৭ সাল থেকে শুরু করে ১৯৪৭ সাল পর্যন্ত এই দক্ষিণ এশিয়া ব্রিটিশ সাম্রাজ্যের মূল অঞ্চল ছিলো । তাই দক্ষিণ এশিয়া নামটি মূলত ব্রিটিশ রাজ্যের প্রশাসনিক সীমানা থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত।
দক্ষিণ এশিয়ার ৮ টি দেশ, দক্ষিণ এশিয়া মহাদেশের দেশগুলোর নাম –
১) বাংলাদেশ
২ )পাকিস্তান
৩) ভারত
৪) ভুটান
৫) নেপাল
৬) শ্রীলংকা
৭) মালদ্বীপ
৮) আফগানিস্তান
পূর্ব এশিয়া (East Asia)
এশিয়ার পূর্বাঞ্চলকে পূর্ব এশিয়া বলা হয়। এশিয়া মহাদেশের একটি ভৌগোলিক ও সাংস্কৃতিক উপঅঞ্চল পূর্ব এশিয়া দূর প্রাচ্যও নামে পরিচিতি। এর ভৌগোলিক ও ভূ-রাজনৈতিক আয়তন প্রায় ১ কোটি ২০ লক্ষ বর্গ কিলোমিটার, যা পুরো এশিয়া মহাদেশের ২৮ শতাংশ ও ইউরোপ মহাদেশের প্রায় ১.৫ গুণ।
পূর্ব এশিয়া বা দূর প্রাচ্যের ৬ টি দেশ, পূর্ব এশিয়া মহাদেশের দেশগুলোর নাম–
১) চীন
২) দক্ষিন কোরিয়া
৩) উত্তর কোরিয়া
৪) জাপান
৫) মঙ্গোলিয়া
৬) তাইওয়ান