এক টন সমান কত কেজি

Admin
March 02, 2025
82
টন পরিমাপের একটি একক। এককটির একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে। কালের পরিক্রমায় এর বহুমুখী অর্থ ও প্রয়োগ সৃষ্টি রয়েছে। প্রধানত ভরের একক হিসেবে এটি ব্যবহৃত হয়। তবে শুরুতে আয়তন পরিমাপের একক হিসেবে টন ব্যবহৃত হত। এখনো কার্গো জাহাজের ধারণক্ষমতা পরিমাপে টন এককটি ব্যবহৃত হয়। সম্প্রতি শক্তি পরিমাপ, কিংবা "ট্রাক শ্রেণিবিন্যাস"-এর ক্ষেত্রে "টন" এককটি ব্যবহৃত হয়। কথ্যভাষায়-ও টন এককের প্রয়োগ বিদ্যমান। টান(Tun)" শব্দ থেকেই টন শব্দের উৎপত্তি। এর অর্থ হলো সর্বোচ্চ ধারণক্ষমতাসম্পন্ন পাত্র। এ ধরনের পাত্র ১৭৫-২১৩ ইম্পেরিয়াল গ্যালন (২১০-২৫৬ আমেরিকান গ্যালন ;৮০০-৯০০ লিটার) তরল ধারণ এবং ৬০ ঘনফুট জায়গা দখল করতে পারত।
ভর/ওজনের এককরূপে
১ টন সমান হলো ১০০০ কেজি। এটি আন্তর্জাতিক হিসাব পদ্ধতিতে ব্যাবহৃত হয়। তবে, বিভিন্ন দেশে এর মান আলাদা হতে পারে. যেমন, ইউ.কে লং টন সমান হলো ১০১৬ কেজি এবং ইউ.এস শর্ট টন সমান হলো ৯০৭.১৮ কেজি। কিন্তু এগুলো বর্তমানে ব্যবহৃত হয় না। তাই, ১ টন সমান হলো ১০০০ কেজি।
ভর বা ওজনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের "টন" পরিমাপ রয়েছে। যেমন:
- খাটো টন
- লম্বা টন
- টোনে বা মেগাগ্রাম
- খাটো-ভর টন
- ডেডওয়েইট" টন
- হার্বার টন" (দক্ষিণ আফ্রিকায় ব্যবহৃত হতো)
- অ্যাসে" টন
দ্রষ্টব্য: লম্বা টন বা ইম্পেরিয়াল টন ২০ হান্ড্রেডওয়েইটে বিভক্ত। ২০ হান্ড্রেডওয়েইট আট স্টোনে আর ১ স্টোন ১৪ পাউন্ডে বিভক্ত।
আয়তন পরিমাপের ক্ষেত্রে
আয়তন পরিমাপের ক্ষেত্রে টন এককের বহুমুখী ব্যবহার রয়েছে। যেমন-
- স্থানান্তর টন বা ডিসপ্লেসমেন্ট টন
- পরিমাপ টন বা পণ্য হিসাবকারী টন
- রেজিস্টার টন (কার্গো ধারণক্ষমতাসম্পন্ন জাহাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়)
- ওয়াটার টন(ব্রিটেনে পেট্রোলিয়াম পণ্য পরিমাপে ব্যবহৃত হয়)
শক্তি পরিমাপের ক্ষেত্রে
শক্তি পরিমাপের সুবিধার জন্য অনেকগুলো টন একক ব্যবহৃত হয়। যেমন-
- টিএনটি টন
- টিএনটি কিলোটন
- টিএনটি মেগাটন
- শীতলীকরণ টন(টন অব রেফ্রিজারেশন)
কথ্য ভাষায়
ব্রিটেনে অনেক সময় "টন" কথাটি একশ বুঝাতে ব্যবহৃত হয়। যেমন-"মাইকেল এক টন বেগে গাড়ি চালাচ্ছিল" - এ কথা বললে বুঝতে হবে প্রতি ঘণ্টায় তার গাড়ির গতিবেগ একশ কিলোমিটার। [৫] নেদারল্যান্ডে এক টন টাকা এক লক্ষ (১,০০,০০০) টাকা বুঝাতে ব্যবহৃত হয়। [৬] আবার ফিনীয় ভাষায় টন কথাটি ১,০০০ বুঝায় (এক টন টাকা ফিনীয় ভাষায় ১,০০০ টাকা)